যাদের ফোনের র‍্যাম (Ram) কম, এই পোস্ট তাদের জন্য।। আপনাদেরকে আজকে কয়েকটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। নিচের অ্যাপ গুলোর সাইজ খুব কম, প্লাস এরা র‍্যামও কম খায়। আপনার কম র‍্যামের ফোনটার জন্য এগুলো ইউজ করতে পারেন। এতে ফোন ফাস্ট থাকবে, র‍্যামও খালি থাকবে।
অ্যাপসের লিংক নিচে দেখুন।

1. Facebook Lite


ফেসবুকের অরজিনাল যে অ্যাপটা আছে তার সাইজ 64 MB। অ্যাপসটি প্রচুর র‍্যাম খায়। কমপক্ষে 200 MB র‍্যাম সে একাই ধরে রাখে। অল্প র‍্যামের ফোনের জন্য ফেসবুক ব্যবহার করতে Facebook অ্যাপের বিকল্প অ্যাপ হচ্ছে Facebook Lite অ্যাপ। এটা ফেসবুকেরই বানানো অ্যাপ। এর বিশেষ সুবিধা হচ্ছে টুজি নেটওয়ার্কেও অনেক দ্রুত চলে এটি। সাইজ মাত্র 1.6 MB।

2. Messenger Lite


Messenger অ্যাপটির সাইজও কিন্তু কম না। 58 MB সাইজের এই অ্যাপটিও অনেক র‍্যাম দখল করে রাখে। অল্প র‍্যামের ফোনে Messenger Lite অ্যাপটি চালাতে পারেন। আমাদের মত গরীব ইউজারদের কথা চিন্তা করে অ্যাপটা বানানো হয়েছে।

3. Via Browser


ফ্রি ব্যাসিক সাইটগুলো ব্রাউজ করার জন্য এর চেয়ে ভালো অ্যাপ আমি পাই নাই। সাইজ একেবারে ছোট। আর দ্রুতও অনেক। তবে ফাইল ডাউনলোড করার জন্য Uc Mini অ্যাপটা ব্যবহার করতে পারেন।

4. Bass Booster


হেডফোনে গান শোনার জন্য আলাদা মিউজিক প্লেয়ার ইনস্টল না করে Bass booster অ্যাপটি নিতে পারেন। এখানে ইকুলাইজার সেটিং করে অডিও ভিডিও যেকোনো গানের আসল মজা উপভোগ করতে পারবেন।

5. Colour Note


লেখালেখি করার জন্য নোট রাইটার হিসেবে আমার কাছে Colour note এখন পর্যন্ত বেস্ট মনে হয়েছে। এতে চেকলিস্ট সুবিধাও আছে।

6. S player


ভিডিও প্লেয়ার হিসেবে Mx player কিন্তু অনেক বড় সাইজের অ্যাপ। এটা মানতেই হবে। মোটামুটি ভাল মানের সব ভিডিও প্লেয়ারের সাইজ বেশি আছে। ওগুলা কম র‍্যামের ফোনে ওপেন হতে লোডিং হতে অনেক সময় নেয়। তার বদলে S Player ইউজ করুন। প্রয়োজনীয় সব ফিচার এতে পাবেন। এর চেয়ে ছোট অ্যাপও আছে। তবে এটাতে অল্প সাইজের মধ্যে সব পাবেন।

7. SHAREit


এটা নিয়ে কিছু বলব না। দিন দিন এর সাইজ শুধু বাড়তেছে। সবাই যেহেতু চালাচ্ছে, তো আপনিও চালান। ডাটা অফ রেখে চালান। নাহয় জ্যাম ধরতে পারে।

8. Ridmik Keyboard


বাংলা টাইপিংয়ের জন্য Ridmik keyboard এখন পর্যন্ত বেস্ট। এর একটাই সমস্যা, এতে ইমুজি কম। এর বিশেষ সুবিধা কুইক ফিক্সিং। বেশি ইমুজির জন্য Parboti keyboard ব্যবহার করতে পারেন।

লিংক

1→ Facebook Lite

2→ Messenger Lite

3→ Via Browser

4→ Bass Booster

5→ Colour Note

6→ S player

7→ SHAREit

8→ Ridmik Keyboard

9→ Parboti Keyboard

আপনার জানামতে অন্য কোনো ছোট সাইজের প্রয়োজনীয় অ্যাপ থাকলে কমেন্টে উল্লেখ করতে পারেন।

28 thoughts on "কয়েকটি প্রয়োজনীয় অ্যাপস। যাদের ফোনের র‍্যাম কম তাদের জন্য।"

  1. Trickbd Support Moderator says:
    আইডিতে আর কোনো পোষ্ট নেই কেনো?
    1. Billaah Hashemi Author Post Creator says:
      আইডির পাস হারিয়ে ফেলেছিলাম। ইমেইলের পাসও ভুলে গিয়েছিলাম। একারণে। কয়দিন আগে আইডি রিকভার করলাম। তাই…
    2. Trickbd Support Moderator says:
      তার মানে আপনি পোষ্ট না করেই অটো ট্রেইনার হয়েছিলেন?
    3. . Contributor says:
      মডারেটর ভাই এসবই কি আপনাদের মডারেটরের কাজ।
      দেখুন তো ওনি ৮ নাম্বার ডাউনলোড লিংকে Shareit না দিয়ে Parboti keyboard দিছে।
      কিন্তু ওপরের বর্ণনায় Shareit দিছে।
      এটা কি দেখেন নি?
    4. Trickbd Support Moderator says:
      আমাদের কি খেয়েদেয়ে আর কোনো কাজ নেই?
      এভাবে প্রতিটি পোষ্টের লিংক চেক করতে গেলে আর কোনো কাজই করা যাবেনা।
    5. My_idiea Contributor says:
      hahahah
    6. Shaheen Uddoula Author says:
      ২ বছর পর পোস্ট must need demote…
    7. Billaah Hashemi Author Post Creator says:
      দেখুন, আইডি ঠিকই আমার। কোনো বেচাকেনা আইডি না। ট্রিকবিডিতে একাউন্ট খুলেছি তিন বছরেরও আগে। এর আগের যে পোস্টা আছে তা দুই বছরের আগে। হ্যাঁ ঠিক। তো দুই বছর পরে এসে আমার পোস্ট দেয়া কি অন্যায়!? আমি উল্লেখ করেছি আমি আইডির পাস ইমেইল পাস হারিয়ে ফেলছিলাম। একারণে আসতে পারিনি। কয়দিন আগে ঠিক করলাম। আর আজকে পোস্ট করলাম। আমি কোনো দুই নাম্বারি করি নাই। তারপরেও এডমিন প্যানেল যদি বলেন, নতুন আইডি খুলতে তো খুলব। সমস্যা নেই।
    8. MEHEDI HASAN ARIYAN Subscriber says:
      Billaah ভাই একটা কথা জানার ছিলো।কিছু মনে করবেন না প্লিজ।অাপনি ২বছর অাগে একটা পোষ্ট করছিলেন।অাবার ২বছর পরে অাবার পোষ্ট করলেন।মানে মাএ ২টো পোষ্ট করছেন।কিন্তু অামার জানা মতে ট্রেইনার হবার জন্য কমপক্ষে ৩টা পোষ্ট করাে পরে ট্রেইনার রিকোয়েস্ট দিতে হয়।অাপনি কিভাবে অথর হলেন প্লিজ বলবেন? দয়াকরে কিছু মনে করবেন না।
    9. . Contributor says:
      আরে ভাই ওনি ৩ টি পোস্ট করেই Author হয়েছে। বাকি পোস্টগুলো ডিলিট করে ফেলেছে তাই দেখা যাচ্ছে ২ টি।
    10. MEHEDI HASAN ARIYAN Subscriber says:
      ও।অাসলে অামার জানা ছিলো না তাই জিগেস করলাম।
    11. Shaheen Uddoula Author says:
      id buy & sell…
    12. . Contributor says:
      নাহ, এই আইডি ক্রয় বিক্রয়ের মনে হয় না।
    13. Trickbd Support Moderator says:
      চেক করে দেখা হয়েছে।
      এটা অরিজিনাল আইডি।
      অটো ট্রেইনার হয়েছিলো।
  2. . Contributor says:
    হেলো, পোস্টে ধামাকা ভুল আছে।
    আপনি ডাউনলোড লিংকে Shareit তো দিলেন না!
    ভালো করে চেয়ে দেখুন 8→ no. ডাউনলোড লিংকটা। Parvoti keyboard দিছেন।
    1. Billaah Hashemi Author Post Creator says:
      স্যরি, মিসটেক হয়েছে। যুক্ত করে দিচ্ছি। ?
    2. . Contributor says:
      হুম। এবার ঠিকাছে।✌
  3. . Contributor says:
    হেলো, পোস্টে ধামাকা ভুল আছে।
    আপনি ডাউনলোড লিংকে Shareit তো দিলেন না!
    ভালো করে চেয়ে দেখুন 8→ no. ডাউনলোড লিংকটা। Parboti keyboard দিছেন।
  4. Mehedi Zuel Contributor says:
    good post…….moderator vai er fb link deya jabe
    1. . Contributor says:
      ধুর, মিয়া ভাই, নোটিশ পোস্ট পড়েন নি?
  5. Google Boy Contributor says:
    tnx for only Colour Note info #Billaah
    1. Billaah Hashemi Author Post Creator says:
      welcome
  6. muhammad shuvo Contributor says:
    Via Browser Apps Diya Kono Site e Visit Kora Jacce Na Ke Jono Error Ase Ke Jono m.gmail.com site e or others site e ?
    1. Billaah Hashemi Author Post Creator says:
      আমি অনেক দিন থেকে চালাচ্ছি, এখনো চলছে। আমার কোনো প্রব্লেম হচ্ছেনা। আপনার সমস্যাটা ঠিক বুঝতে পারছিনা। ?

Leave a Reply