আসসালামু আলাইকুম।
samsung j series এর মোবাইল যারা use করেন তাদের মধ্যে কমবেশি সবাই storage problem এর সম্মুখীন হয়েছেন। যেমন: samsung j2 prime এ storage আছে ৮ জিবি এর মধ্যে ৪ জিবি মোবাইলের রম এর জন্য আর বাকি ৪ জিবি বিভিন্ন apps দখল করে রাখছে।
এই সকল apps কে sd card এ transfer করে দিলে মোবাইল storage থেকে pressure কমে যাবে। তবে সব apps কে কিন্তু transfer করা যায় না।
বুঝার সুবিধার্থে ভিডিওটি দেখুন
যেমন দেখেন Uc mini কে sd card এ Transfer করা যাচ্ছে
কিন্তু crack screen অ্যাপ টাকে transfer করার কোন option আসতেছে না।
এখন আমরা এইসকল apps কে sd card এ ট্রান্সফার করব।
তবে বলে রাখি system apps গুলোকে ট্রান্সফার করা যাবে না। ওগুলোকে ট্রান্সফার করার জন্য রুট লাগবে।
আপনাকে APK EDITOR নামের অ্যাপ ডাউনলোড করতে হবে। এটা আপনি play store এ পেয়ে যাবেন।
Apk editor অ্যাপ টা ওপেন করুন। তারপর ২য় অপশন টা সিলেক্ট করুন।
তারপর যে অ্যাপ টাকে আপনি এডিট করতে চাচ্ছেন তাকে সিলেক্ট করুন। যেমন: crack screen
তারপর common edit এ ক্লিক করুন
install location কে change করে দিয়ে auto (os make decision) করে দিন।
তারপর save করে দিন। কিছুক্ষন লোডিং হবে তারপর একটা apk তৈরি হয়ে যাবে। ওই apk ফাইল টাকে ইন্সটল করে ফেলুন।
এবার সেটিংস এ গিয়ে দেখুন সেখানে move করার অপশন টা চলে আসছে।
এখন আপনি চাইলে এটাকে sd card এ ট্রান্সফার করেতে পারবেন।
বেশির ভাগ apps কে sd card এ রাখলে storage problem আর থাকবে না।
EgulaTo jani,,
new kicu den Vai..
root ache???