হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন
আশা করি ভাল। আছেন
।।
আজকের পোস্ট টি হচ্ছে Internet Speed Meter হ্যাক করা নিয়ে। হ্যা সব আনরুট/রুট ইউজার এই সিস্টেম ইউজ করতে পারবেন।
তো কাজের কথায় আসি
সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমার এই চ্যানেল টিতে এখন র‍্যাগুলার ভিডিও আপলোড দিচ্ছি তাই যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখনি করে নিন। ২৯ ভিডিও আপ দিছি সব গুলাই ওয়ার্কিং ভিডিও ???
>>>HashTrick (Ocean Of Technology)
তো এই টিউটোরিয়াল এর জন্য আপনার ১/Apk Editor Pro. 2/Internet Speed Meter লাগবে
যাদের আছে তাদের নতুন ডাউনলোড দেয়ার দরকার নাই ???
কাজের ধাপ সমুহ —
১-প্রথমে Apk Editor ওপেন করি
২-ওপেন এপ ফ্রম ফাইল সিলেক্ট করি
৩-তারপর ব্রাউজিং করে Internet Meter সিলেক্ট করি এবং ফুল ইডিট এ ক্লিক করি এবং অল্প কিছু সময় অপেক্ষা করুন
৪-তারপর উপরের এই চিহ্ন টায় ক্লিক করে Save Patch example to sd card করি
৫-তারপর current patch এ ক্লিক. করে patch data editor select করি
৬-তারপর apply patch করুন
৭-তারপর সবকিছু করা হলে save/build করুন??
৮-এখন এপ টা ইন্সটল করুন
৯-তারপর ৪-৫ মিনিট এর জন্য ব্যাবহার করুন ?
এখন আপনার লাঞ্চার টা চেক করে দেখুন এই আইকন এ একটা এপ আছে সেটা ওপেন করুন তারপর স্ক্রিনশট দেখুন
এখানে today 1 এর পাশের নাম্বার গুলার পরিবর্তন করুন আর ইচ্ছামত বসিয়ে দিন ??
তারপর Internet speed meter App force stop করুন এবং ওপেন করে দেখুন ডাটা চেঞ্জ হয়ে গেছে
আপনি ইচ্ছা করলে অন্য দিন গুলার ডাটা চেঞ্জ করতে পারবেন ??

(এই পোস্ট টা ইউটিউব / গুগল/ অয়েবসাইট কোথাও নাই) আর যারা এই পোস্ট ভাল করে বুজেন নাই তারা এই ভিডিও টা দেখুন


আর যদি ভাল লাগে তাইলে অবশ্যই অবশ্যই #SubsCribe করবেন

9 thoughts on "Unroot || কিভাবে Internet Speed Meter হ্যাক করবেন আর বন্ধুদের বোকা বানাবেন [Full Tutorial]"

  1. Saymon Shakib Contributor says:
    Will done boy
    1. Avatar photo #Rasel Contributor Post Creator says:
      it is well done
      & thanks
    1. Avatar photo HashTrick Contributor Post Creator says:
      why
    1. Avatar photo HashTrick Contributor Post Creator says:
      thank u
  2. Avatar photo MD MASUD RANA Author says:
    bro color change kormu kemne. internet sepd meter er
    1. Avatar photo HashTrick Contributor Post Creator says:
      apkeditor dia

Leave a Reply