Hi,
I,m £xprogrammer
আসা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি!কারন
ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে!

#প্রথমে আমাকে অথর করার জন্যে রানা এবং নাসি ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি;}
আমি আমার প্রতি পোস্টে আপনাদের ভালো কিছু নিয়ে আসার
চেস্টা করব:}
#তো~~~~
#ব্যস্থতার কারণে ৭-১০ দিনেও পোস্ট করার সময় হয়না।যাইহোক আযকে সময় পেয়েই পোস্ট লিখা শুরু করিলাম।এই পোস্টে এন্ড্রয়েড ফোনটিকে দীর্ঘজীবি করার কিছু উপীয় সম্বন্ধে লিখলাম।
#এর আগে আমার ফেইসবুক প্রোফাইল,গ্রুপ,পেইজে পোস্টটা করা হয়েছে।তাই যদি কেউ পোস্টটা আগে দেখে থাকেন তাহলে “কপি পোস্ট ” বলবেন না।
☑এন্ড্রয়েড হলো স্মার্টফোনের জন্য অপারেটিং সিস্টেম, যেখানে মিডলওয়্যার ও কিছু বিল্ট-ইন এপলিকেশনও রয়েছে।
১। আমার এন্ড্রয়েড ফোন কোন কাজ করছে না
আপনি আপনার এন্ড্রয়েড ফোনটি রি-স্টার্ট করুন। এতে আপনার ফ্রিজ হয়ে যাওয়া ফোন ঠিক হতে পারে।
২। আমার স্মার্ট ফোন এর ওয়াই-ফাই কানেক্ট হয় না
এই পদ্ধতি আপনার সমস্যার সমাধান করবে। আপনি আপনার এন্ড্রয়েড ফোন এ wi-fi > Settings > Menu > Advance এবং stay connected সিলেক্ট করুন। রেঞ্জ এর মধ্যে থাকলে আপনার এন্ড্রয়েড দিয়ে ওয়াই-ফাই কানেক্ট হয়ে যাবে।
৩। মেমরিতে পর্যাপ্ত কাজ করা যায় না
এটি এন্ড্রয়েড এর একটি গুরুত্তপুর্ন সমস্যা। বিভিন্ন কেস (cache) ফাইল ও অপ্রয়োজনীয় অ্যাপ আপনার ফোনের মেমরির স্পেস কমিয়ে ফেলে। আপনি “কেস ক্লিনার” বা “ক্লিন মাস্টার” নামক এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে ফোন ক্লিন করতে পারবেন।
সেরা অ্যান্ড্রয়েড অ্যাপস: অ্যান্ড্রয়েড মোবাইল ক্লিনার অ্যাপ
এতে আপনার ফোন এর মেমরি স্পেস কিছুটা বৃদ্ধি পাবে। এছাড়াও আপনি আপনার ফোন মেমরিতে ইন্সটল করা অ্যাপ গুলি এক্সটার্নাল মেমরি কার্ড এ ট্রান্সফার করে মেমরি স্পেস বৃদ্ধি করতে পারেন।
৪। আমার এসডি কার্ড পাচ্ছে না
এসডি কার্ড এ কোন ধরনের সমস্যা রয়েছে। আপনি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ এর মাধ্যমে এসডি কার্ড রি-ফরম্যাট করুন। এরপর আপনার ফোন থেকে মেমরি কার্ডটি আবার ফরম্যাট করুন।
৫। সুর্য্যের আলোতে ফোন এর স্ক্রিন দেখতে সমস্যা হয়
আপনি ফোনের স্ক্রিন এর উজ্জলতা বৃদ্ধি করতে পারেন। অথবা, অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করে সুর্য্যের আলোতেও সহজেই স্ক্রিন দেখতে পারবেন।
৬। আমি কিভাবে ফোনের অ্যাপস রিমুভ করব?
আপনি Settings > Applications > Manage Applications এ প্রবেশ করুন এবং আপনি যে অ্যাপটি আন-ইন্সটল করতে চান সেটি সিলেক্ট করে আন-ইন্সটল করুন।
৭। ফোনের স্ক্রিন ভেঙ্গে গেছে!! আমি কি নতুন ফোন কিনব?
ভাঙ্গা স্ক্রিন পরিবর্তন করে ঠিক করা যায়। বিভিন্ন মোবাইল সার্ভিসিং এর দোকানে অথবা অনলাইন শপ এ আপনার ফোনের স্ক্রিন খুজে দেখুন। নতুবা একটি নতুন ফোন কিনুন।
৮। পাসওয়ার্ড সুরক্ষিত রাখা
আপনি Settings > Security > Set up screen lock এবং প্যাটার্ন সিলেক্ট করে আপনার প্যাটার্ন প্রবেশ করান। প্যাটার্ন লক অন্যান্য পাসওয়ার্ড থেকে দ্রুত ও সিকিউর।
৯। আমার লোকেশন ম্যাপ এ সঠিক ভাবে দেখাচ্ছে না

আপনি Settings > Location এ Use GPS satellites সিলেক্ট করুন। এতে আপনাকে সঠিক ন্যাভিগেটিং প্রদান করবে।
১০। কিভাবে আমার এন্ড্রয়েড ফোন এর সকল তথ্য ডিলিট করব
আপনি Settings > SD & Phone Storege > Factory Data Restore এ প্রবেশ করুন। অবশ্যই, এর আগে আপনার প্রয়োজনীয় ডাটা সংরক্ষন করে নিন। কারন এর ফরম্যাট দ্বারা ফোনের সকল কিছু ডিলিট করা হয়।
১১। আমার ফোনটি পানিতে পরে গেছে
খুব দ্রুত ফোনের ব্যাটারি খুলে ফেলুন এবং ফোনের সকল পার্টস খুলে ফেলুন। প্রায় ৭২ ঘন্টা ফোনটি শুষ্ক স্থানে রাখুন। এরপর আপনার ফোনটি চালু করুন। এতে আপনার ফোন ঠিক হয়ে যেতে পারে।
১২। আমার এন্ড্রয়েড স্মার্ট ফোনের লিখা বড় করতে পারব?
মেসেজ সেটিং এ প্রবেশ করে Set test size অপশন এ গিয়ে লিখার সাইজ বড় করে দিন।
১৩। আমি কি এন্ড্রয়েড এপস অটোমেটিক্যালি আপডেট করতে পারব?
আপনি Google Play > Menu > My Apps এ প্রবেশ করে অ্যাপ সিলেক্ট করে অপশন থেকে অটো আপডেট চালু করে দিন।
১৫। কিভাবে আমি স্ক্রিনশট নিব?
কিছু কিছু স্মার্ট ফোনে ব্যাক কী ও হোম বাটন একত্রে প্রেস করলে স্ক্রিন ক্যাপচার হয়। সকল স্মার্ট ফোনের জন্য এই পদ্ধতিটি নয়।
১৬। কিছু অ্যাপস এসডি কার্ড এ ইন্সটল হয় না
আপনি আপনার অ্যাপস গুলো ব্যবহৃত এসডি কার্ড এ ট্রান্সফার করতে পারেন। এর জন্য আপনাকে অ্যাপটি ইন্সটল করার পর Settings > Manage Applications এ গিয়ে ফোন মেমরি থেকে এসডি কার্ড এ স্থানান্তর করতে হবে।
১৭। কিভাবে আমার ফোনের ভাষা পরিবর্তন করব?
আপনি Settings > Language & Keyboard এ গিয়ে আপনার ভাষাটি সিলেক্ট করুন।
১৮। আমি কি আমার ফোনের প্রি-ইন্সটল করা অ্যাপস রিমুভ করতে পারব?
হ্যাঁ, আপনি আপনার ফোনের প্রি-ইন্সটল করা অ্যাপস রিমুভ করতে পারবেন। এর জন্য রুটিং ডিভাইস এর প্রয়োজন এবং রুট আন-ইন্সটলার নামে একটি অ্যাপ ডাউনলোড করুন।
এর সাহায্যে আপনি ফোনের বিভিন্ন অ্যাপস আন-ইন্সটল করতে পারবেন এবং মেমরি স্পেস বৃদ্ধি করতে পারবেন।
১৯। আমি কি এন্ড্রয়েড ফোনের স্পীড বাড়াতে পারব?
এর জন্যে অনেক ধরনের অ্যাপস পাওয়া যায় যেমন- সেট সিপিইউ। যা প্রসেসর এর অভারলকিং দূর করে স্পীড বৃদ্ধি করে। এটি প্রসেসর কে স্লো করে মেমরি সেভ করে।
এটি খুব সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। নয়ত, প্রসেসর এর ম্যাক্সিমাম স্পীড এর পাশাপাশি আপনার ফোনের প্রসেসর ড্যামেজ হয়ে যেতে পারে।
২০। আমার ফোন ব্যাকআপ করার সঠিক পদ্ধতি কি?
এন্ড্রয়েড ফোন ব্যাকআপ এর জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। Titanium Backup PRO হল সব
চেয়ে উত্তম পন্থা। এর সাহায্যে আপনি এন্ড্রয়েড ফোনের সবকিছু ব্যাকআপ করতে পারবেন। এই ব্যাকআপ ফাইল আপনার ই-মেইল অথবা ড্রপবক্স এ সংরক্ষন করতে পারবেন।
২১। কিভাবে আমি আমার ফোনে ভাইরাস এটাক প্রতিরোধ করব?
আপনি যেকোনো অ্যান্টি-ভাইরাস ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। যেমন- ক্যাস্পারস্কি মোবাইল সিকিউরিটি অথবা এভিজি যা আপনার ফোনে ভাইরাস আক্রমন থেকে সঠিক নিরাপত্তা প্রদান করবে।
২২। আমার ফোনের সাউন্ড খুবই কম
যদি আপনার ফোনের সাউন্ড খুব কম থাকে, তবে আপনি এন্ড্রয়েড মার্কেট থেকে AudioBoost নামের অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। এটি আপনার ফোনের সাউন্ড ৩০% বৃদ্ধি করবে।
২৩। লাইভ ওয়ালপেপার এর কারনে ব্যাটারির চার্জ নস্ট হয়
এর সহজ সমাধান হল আপনি স্ট্যাটিক ওয়ালপেপার ব্যবহার করুন।
২৪। ফোনের ঘড়ির সময় ঠিক থাকে না
ফোনের সময় অটোমেটিক না হওয়ার কারনে সময় ঠিক থাকে না। যদি নেটওয়ার্ক ক্লক স্লো হয়, তবে ফোনের সময় স্লো হবে। এর জন্য Settings > Date & Time > Automatic সিলেক্ট করে দিন। এতে নেটওয়ার্কের সাথে সময় ঠিক হয়ে যাবে।
২৫। আমি কি অপ্রয়োজনিয় কল ব্লক করতে পারব?
যদি আপনার ফোনের নেটওয়ার্ক এই সুবিধা প্রদান না করে তবে আপনি Extrem Call Blocker Droid ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এটি ইনকামিং কল ব্লক করতে পারে কিন্তু এটি সস্থা নয়। এছাড়াও আপনি কল ব্লক এর অন্যান্য অ্যাপস ব্যবহার করতে পারেন।
২৬। আমার ফোন মাঝে মাঝে স্লো করে। এর জন্য কোন টুলস বা সাহায্য রয়েছে??
আপনার ফোন ফাস্ট করতে সকল অপ্রয়োজনিয় অ্যাপস এবং ডাটা রিমুভ করে ফেলুন। এছাড়াও আপনি System Tyner Pro ব্যবহার করে এই কাজটি করতে পারবেন। এটি আপনার ফোনের বিভিন্ন টাস্ক ও অযাচিত ফাইল রিমুভ করে ফোনের সর্বাধিক পারফোমেন্স বৃদ্ধি করে।
২৭। আমার ফোন চুরি হয়ে গেছে। আমি কি এটি ট্র্যাক করতে পারব??
আপনি একটি থার্ড পার্টি অ্যাপ ইন্সটল করে আপনার ফোনটি ট্র্যাক করতে পারবেন। PhoneLocator Pro এর দ্বারা জিপিএস এর মাধ্যমে ফোন ট্র্যাক করা সম্ভব হয়।
২৮। কেন আই-টিউন্স এন্ড্রয়েড ডিভাইস এ ব্যবহার করা যায় না?
আই-টিউন্স শুধুমাত্র অ্যাপল এর ডিভাইস এর জন্য তৈরি করা হয়েছে। আপনার এন্ড্রয়েড ডিভাইস এ ফিজিক্যাল কানেকশন রয়েছে, তাই আই-টিউন্স এর প্রয়োজন নেই।
২৯। আমি কিভাবে ফোন ফ্রিজিং অবস্থায় অ্যাপ ক্লোজ করব??
এর জন্যে আপনি Settings > Application > Maneg applicatios এ গিয়ে যেই অ্যাপটি ক্লোজ করতে চান, সেটি সিলেক্ট করে Force Stop এ ট্যাপ করুন। যদি অ্যাপটি কোন মিসবিহেভ করে তবে আন-ইন্সটল করে আবার ইন্সটল করুন।
৩০। আমি কি খুব দ্রুত রানিং অ্যাপস ক্লোজ করতে পারব??
আপনি ডিফল্ট টাস্ক ম্যানেজার এন্ড্রয়েড ব্যবহার করে রানিং অ্যাপস ক্লোজ করতে পারবেন। এছাড়াও আপনি অ্যাপস এর সকল ম্যানেজমেন্ট এর কাজ করতে পারবেন।
৩১। আমি যে ওয়ার্ড গুলো ব্যবহার করতে চাই অটোকারেক্ট কেন তা জানে না?
অটো কারেক্ট সকল ওয়ার্ড জানে না। কিন্তু আপনি ডিকশনারি তে ওয়ার্ড খুব সহযেই যুক্ত পারবেন। যখন আপনি টাইপ করবেন, তখন + চিহ্ন দেখতে পারবেন তাতে ট্যাপ করুন। এতে টাইপকৃত ওয়ার্ড ডিকশনারী তে যুক্ত হয়ে যাবে।
৩২। কী-বোর্ড পরিবর্তন করা
আপনি ১২৩ প্রেস করে হোল্ড করে রাখুন, এতে আপনি আপনার ফোনে ইন্সটল করা কীবোর্ড এর লিস্ট দেখতে পারবেন। সেখান থেকে একটি সিলেক্ট করুন এবং কিছুক্ষন অপেক্ষা করুন।
৩৩। ফোন চার্জ দেওয়ার সময় স্ক্রিন অফ হয়ে যায় কেন?
আপনি Settings > Application > Development এ গিয়ে Stay awake সিলেক্ট করে দিন। এতে চার্জিং এর সময় স্ক্রিন চালু থাকবে।
৩৪। আমি ক্রয় করা অ্যাপ পুনরায় ইন্সটল করতে পারব?
আপনি গুগল প্লে থেকে ক্রয়কৃত অ্যাপটি পুনরায় ইন্সটল করতে পারবেন। আপনি My Market Account এ প্রবেশ করুন। সেখান থেকে আপনি ক্রয়কৃত অ্যাপটি সিলেক্ট করে ইন্সটল করুন।
গুগল প্লে পুনরায় ইন্সটল এর জন্যে কোন চার্জ দাবি করবে না।
৩৫। আমার এন্ড্রয়েড ফোনটি লেটেস্ট ভার্সন কিনা কিভাবে কা জানতে পারব???
আপনি Settings> About Phone > System software updates > Check now এ ক্লিক করুন। যদি কোন নতুন আপডেট থাকে বা আপডেট আপনার ফোনে ইন্সটল করা রয়েছে তবে তা আপনাকে নোটিশ প্রদান করবে।
☑আসাকরি পোস্টটা সবার জন্যে উপকারে আসবে।
সবাই ভালো থাকুন & ট্রিকবিডি এর সাথেই থাকুন।

35 thoughts on "এন্ড্রয়েড ডিভাইসর বিভিন্ন রকমের জানা অজানা ট্রিকগুলো জানুন,এবং হয়ে-যান এন্ড্রয়েড এক্সপার্ট।"

  1. Saykat Contributor says:
    wifi option a toh stay connected ei option nei
    1. Ex Programmer Contributor Post Creator says:
      সব ফোনে থাকেনা,,,মনেহয়।
    2. Błãçĸ ĥãĸëŗ Contributor says:
      Osthir post bro carry on
    3. Ex Programmer Contributor Post Creator says:
      Yea sure #Black_Hacker bro.Thanks:)
  2. রানা এবং নাসির ভাইকে আর কত ধন্যবাদ জানাবেন,ভাই??
    1. Ex Programmer Contributor Post Creator says:
      যতদিন পোস্ট করব:)
  3. আপনার প্রত্যেক পোস্টে রানা আর নাসির ভাইকে ধন্যবাদ দিয়েছেন।
    আপনাকে তাই আমি একটা ধন্যবাদ দিলাম।আর সাথে একটা gift দিলাম।খুলে দেখুন কি আছে এর ভিতর,আশরাফুল/ex programmer?
    ?????????????????
    1. Ex Programmer Contributor Post Creator says:
      ধন্যবাদ আপনাকেঃ)
    1. Ex Programmer Contributor Post Creator says:
      Thanks:D
  4. Ajarmam Contributor says:
    এগুলো তো সবাই জানে
    1. Mozaffor Contributor says:
      thik bolcan vai…
    2. Ex Programmer Contributor Post Creator says:
      আপনি নিজে জানলে জানতে পারেন কিন্তুু সবাই জানেনা।Thank you your comment❤
    1. Ex Programmer Contributor Post Creator says:
      Welcome❤
    1. Ex Programmer Contributor Post Creator says:
      Thanks:)
    1. Ex Programmer Contributor Post Creator says:
      Thanks:)
  5. MD_NESHAD Author says:
    Nice post bro???
    1. Ex Programmer Contributor Post Creator says:
      Thanks 🙂
    1. Ex Programmer Contributor Post Creator says:
      Thanks:)
  6. Bokthir_ Author says:
    Very Good Post.. ???
    1. Ex Programmer Contributor Post Creator says:
      Thanks bro:D
    1. Ex Programmer Contributor Post Creator says:
      ধন্যবাদ আপনাকে।❤
  7. Rabby@go Contributor says:
    Hello…ভাই আমার একটা হেল্প চাই।। আমার মোবাইলে দুইটি সিম ধরে।কিন্তু নতুন সিম কিনার পর যেই অন হয়েছে।তারপর close লেখায় ক্লিক করি।এতে আমার একটা সিমের অপশান আসে।।।দুইটি সিম তুললেও একটি সিমের কাজ হয়।মানে ম্কিন এ একটি সিমের আইকন থাকে।।তো এটা ফিরিয়ে আনার উপায় যানা আছে আপনার।।প্লিজ হেল্প করেন।
    1. Ex Programmer Contributor Post Creator says:
      Thanks for the comment.দেখি কী করতে পারি।
  8. Rabby@go Contributor says:
    Hello…ভাই আমার একটা হেল্প চাই।। আমার মোবাইলে দুইটি সিম ধরে।কিন্তু নতুন সিম কিনার পর যেই অন হয়েছে।তারপর close লেখায় ক্লিক করি।এতে আমার একটা সিমের অপশান আসে।।।দুইটি সিম তুললেও একটি সিমের কাজ হয়।মানে ম্কিন এ একটি সিমের আইকন থাকে।।তো এটা ফিরিয়ে আনার উপায় যানা আছে আপনার।।প্লিজ হেল্প করেন।আর ফোন রিসেট দিয়ও হয়নি।।
    1. Ex Programmer Contributor Post Creator says:
      oh.
  9. Rabby@go Contributor says:
    Hello…ভাই আমার একটা হেল্প চাই।। আমার মোবাইলে দুইটি সিম ধরে।কিন্তু নতুন সিম কিনার পর যেই অন হয়েছে।তারপর close লেখায় ক্লিক করি।এতে আমার একটা সিমের অপশান আসে।।।দুইটি সিম তুললেও একটি সিমের কাজ হয়।মানে ম্কিন এ একটি সিমের আইকন থাকে।।তো এটা ফিরিয়ে আনার উপায় যানা আছে আপনার।।প্লিজ হেল্প করেন।আর ফোন রিসেট দিয়েও হয়নি।।
    1. Ex Programmer Contributor Post Creator says:
      Oh…
    1. Ex Programmer Contributor Post Creator says:
      Thanks,

Leave a Reply