আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন।
অনেক দিন ধরে টপিকের অভাবে পোস্ট করা হয়ে ওঠে না। আজ নতুন টপিক পেলাম তাই পোস্ট লেখা শুরু করলাম। চলুন মূল পোস্ট এ যাই।

Android Go কি?

সহজ কথায় Android Go হচ্ছে Android Oreo / Android 8 এর মিনি বা লাইট সংস্করণ। যেটা সাধারণ এন্ড্রয়েড এর তিনটি দিক অপটিমাইজ করে বানানো হয়েছে।
এগুলো হচ্ছে মূল অপারেটিং সিস্টেম, Google Play Store এবং Google apps. এই তিনটি দিক এমন ভাবে অপটিমাইজ করে Android Go বানানো হয়েছে যাতে এটি লো লেভেলের হার্ডওয়্যার যুক্ত ফোনেও স্মুথ ভাবে চলতে পারে।
চলুন বিস্তারিত জানি।

মূল অপারেটিং সিস্টেম

Android Go মূলত Android Oreo এর উপর ভিত্তি করে বানানো হয়েছে। কিন্তু এটা এমন ভাবে বানানো হয়েছে যাতে এটি 1 জিবি বা তার চেয়ে কম র্যামের ফোনেও বেশ ভালভাবেই চলতে পারে। আরো বলা হয়েছে যে এটি Android 7 ন্যুগেট এর তুলনায় অর্ধেক ইন্টারনাল মেমরি নিবে। যা কিনা আপনাকে আরো বেশি এপ ও মিডিয়া ফাইল স্টোরেজে রাখার সামর্থ্য দিবে। তাছাড়া এটি সাধারণ এন্ড্রয়েড এর তুলনায় 15% দ্রুত এপ চালু করবে। যেটা কিনা Android Oreo তেও পাওয়া যাবে। তাছাড়া গুগল এর সাথে ডিফল্ট ভাবেই ডাটা সেভার দিয়ে রেখেছে। যা কিনা মোবাইল ডাটা ইউজার দের বেশ সুবিধা দিবে।

Google Apps

এই Go ভার্সনের জন্য গুগল অপটিমাইজ করা এপ ও বানিয়েছে। যেটা লো অথবা মিড বাজেটের ফোন স্মুথলি চলবে এবং আগের থেকে কম জায়গা নিবে। অপটিমাইজ করা এপ গুলোর মধ্যে কিছু এপ এর নাম: Youtube Go, Google Maps Go, Google Assistant Go. এই গুগল এসিস্ট্যান্ট এর Go ভার্সন এমন ভাবে বানানো যেটা কিনা 1 GB বা তার চেয়ে কম র্যামের ফোনেও দারুন ভাবে চলবে।

আরো কিছু এপ যেমন Google Go, Files Go ইত্যাদি স্পেশালি Android Go এর জন্য অপটিমাইজ করে বানানো হয়েছে। বলে রাখা ভাল Google Go হচ্ছে “Google” এপ এর অপটিমাইজ করা ভার্সন ও Files Go হচ্ছে একটা ফাইল ম্যানেজার।

Google Play Store

এখানে বিশেষ কিছু পরিবর্তন নেই। সাধারণ প্লে স্টোর। তবে এটার হোম এ Android Go এর জন্য অপটিমাইজ করা এপ গুলো Featured App সেকশনে সো করবে। যাতে খুঁজে পেতে সহজ হয়।

Android Go এর অসুবিধা

সব কিছুর মতই এরও সুবিধা অসুবিধা আছেই। এতক্ষন সুবিধা দেখলেন, এবার চলুন অসুবিধা গুলো দেখে নেই।
** যে সকল ওয়েবসাইট এর এড্রেস https দিয়ে শুরু হয় সেখানে ডাটা সেভার কাজ করবে না। যেমন ফেসবুক।
** কিছু ওয়েব সাইট আপনার লোকেশন চেক করতে পারবেন।
** কিছু কিছু পিকচার দেখতে খারাপ লাগবে/দেখাবে।
** কিছু কিছু ওয়েবসাইট লোড না নিতে পারে।

Credits

তথ্য: Android Authority.
ছবি: Android Authority.
বাংলায় লেখা: SR Suzon(আমি)।

সম্পূর্ণ লেখাটি Android Authority এর এই পোস্ট এর উপর ভিত্তি করে লেখা। তবে বাংলায় লেখার ক্ষেত্রে কিছুটা পরিমার্জন করে লিখেছি।

কোন ভুল ত্রুটি হলে মার্জনা করবেন।
সবাই ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন।

প্রশ্ন থাকলে কমেন্ট বক্স অথবা

ফেসবুকে আমি।

24 thoughts on "Android Go কি? এবং Android Go নিয়ে যে সকল বিষয় আপনার জানা উচিৎ , সাথে এর সুবিধা ও অসুবিধা সমূহ।"

    1. SR Suzon Author Post Creator says:
      tnx..?
  1. Kirito Contributor says:
    ভালো ট্রান্সলেশন ?
    1. SR Suzon Author Post Creator says:
      ??
    1. SR Suzon Author Post Creator says:
      tnx
  2. Anik Contributor says:
    আপনার পোস্টের কয়েকটা দিক আমার অনেক ভাল লেগেছে। যেমন শুদ্ধ বানান, সোর্স উল্লেখ করা, ক্রেডিট দেওয়া ইত্যাদি। ট্রিকবিডিতে খুব কম ট্রেইনার আছে যারা এমন মনভাবাপন্ন।
    1. SR Suzon Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ,,,, সুন্দর কমেন্টের জন্য
      ?
  3. Rabby@go Contributor says:
    Hello…ভাই আমার একটা হেল্প চাই।। আমার মোবাইলে দুইটি সিম ধরে।কিন্তু নতুন সিম কিনার পর যেই অন হয়েছে।তারপর close লেখায় ক্লিক করি।এতে আমার একটা সিমের অপশান আসে।।।দুইটি সিম তুললেও একটি সিমের কাজ হয়।মানে ম্কিন এ একটি সিমের আইকন থাকে।।তো এটা ফিরিয়ে আনার উপায় যানা আছে আপনার।।প্লিজ হেল্প করেন।
    1. SR Suzon Author Post Creator says:
      এখানে স্ক্রিনশট লাগবে, যা কমেন্টে সম্ভব নয়, ফেসবুকে আসতে পারেন যদি কোন সমস্যা না হয়।
    1. SR Suzon Author Post Creator says:
      tnx??
  4. Md Mehedi Hasan Contributor says:
    Ami Trickbd te screenshot add korte parsi na. help plz..
    1. SR Suzon Author Post Creator says:
      এ নিয়ে পোস্ট আছে।
    2. Md Mehedi Hasan Contributor says:
      Bro আমি পাচ্ছি না।যদি লিংকটা দিতেন ভালো হতো
  5. Mahbub Pathan Author says:
    পোস্টটি আসলেই ভালো লাগলো।
    1. SR Suzon Author Post Creator says:
      tnx ??
    1. SR Suzon Author Post Creator says:
      tnx☺☺
  6. Md Asaduzzaman Author says:
    কেউ আমাকে একটা android kitkat 4.4.2 ভার্সনের একটা স্ক্রিন রেকোডার খুজে লিং টা দিবেন যেটা আমি আমার ফোনে ইউজ করতে পারবো,যদি পারেন প্লিজ কেউ লিং টা আমাকে দিবেন ৷
    1. SR Suzon Author Post Creator says:
      use mobizen app. Download it from play store
    2. Asad Author says:
      Download option asha na vai tai to boltesi
  7. learner Contributor says:
    অসাধারন।

Leave a Reply