আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন।
অনেক দিন ধরে টপিকের অভাবে পোস্ট করা হয়ে ওঠে না। আজ নতুন টপিক পেলাম তাই পোস্ট লেখা শুরু করলাম। চলুন মূল পোস্ট এ যাই।
Android Go কি?
সহজ কথায় Android Go হচ্ছে Android Oreo / Android 8 এর মিনি বা লাইট সংস্করণ। যেটা সাধারণ এন্ড্রয়েড এর তিনটি দিক অপটিমাইজ করে বানানো হয়েছে।
এগুলো হচ্ছে মূল অপারেটিং সিস্টেম, Google Play Store এবং Google apps. এই তিনটি দিক এমন ভাবে অপটিমাইজ করে Android Go বানানো হয়েছে যাতে এটি লো লেভেলের হার্ডওয়্যার যুক্ত ফোনেও স্মুথ ভাবে চলতে পারে।
চলুন বিস্তারিত জানি।
মূল অপারেটিং সিস্টেম
Android Go মূলত Android Oreo এর উপর ভিত্তি করে বানানো হয়েছে। কিন্তু এটা এমন ভাবে বানানো হয়েছে যাতে এটি 1 জিবি বা তার চেয়ে কম র্যামের ফোনেও বেশ ভালভাবেই চলতে পারে। আরো বলা হয়েছে যে এটি Android 7 ন্যুগেট এর তুলনায় অর্ধেক ইন্টারনাল মেমরি নিবে। যা কিনা আপনাকে আরো বেশি এপ ও মিডিয়া ফাইল স্টোরেজে রাখার সামর্থ্য দিবে। তাছাড়া এটি সাধারণ এন্ড্রয়েড এর তুলনায় 15% দ্রুত এপ চালু করবে। যেটা কিনা Android Oreo তেও পাওয়া যাবে। তাছাড়া গুগল এর সাথে ডিফল্ট ভাবেই ডাটা সেভার দিয়ে রেখেছে। যা কিনা মোবাইল ডাটা ইউজার দের বেশ সুবিধা দিবে।
Google Apps
এই Go ভার্সনের জন্য গুগল অপটিমাইজ করা এপ ও বানিয়েছে। যেটা লো অথবা মিড বাজেটের ফোন স্মুথলি চলবে এবং আগের থেকে কম জায়গা নিবে। অপটিমাইজ করা এপ গুলোর মধ্যে কিছু এপ এর নাম: Youtube Go, Google Maps Go, Google Assistant Go. এই গুগল এসিস্ট্যান্ট এর Go ভার্সন এমন ভাবে বানানো যেটা কিনা 1 GB বা তার চেয়ে কম র্যামের ফোনেও দারুন ভাবে চলবে।
Google Play Store
এখানে বিশেষ কিছু পরিবর্তন নেই। সাধারণ প্লে স্টোর। তবে এটার হোম এ Android Go এর জন্য অপটিমাইজ করা এপ গুলো Featured App সেকশনে সো করবে। যাতে খুঁজে পেতে সহজ হয়।
Android Go এর অসুবিধা
সব কিছুর মতই এরও সুবিধা অসুবিধা আছেই। এতক্ষন সুবিধা দেখলেন, এবার চলুন অসুবিধা গুলো দেখে নেই।
** যে সকল ওয়েবসাইট এর এড্রেস https দিয়ে শুরু হয় সেখানে ডাটা সেভার কাজ করবে না। যেমন ফেসবুক।
** কিছু ওয়েব সাইট আপনার লোকেশন চেক করতে পারবেন।
** কিছু কিছু পিকচার দেখতে খারাপ লাগবে/দেখাবে।
** কিছু কিছু ওয়েবসাইট লোড না নিতে পারে।
Credits
তথ্য: Android Authority.
ছবি: Android Authority.
বাংলায় লেখা: SR Suzon(আমি)।
সম্পূর্ণ লেখাটি Android Authority এর এই পোস্ট এর উপর ভিত্তি করে লেখা। তবে বাংলায় লেখার ক্ষেত্রে কিছুটা পরিমার্জন করে লিখেছি।
সবাই ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন।
?