ইউটিউব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট। ইউটিউব এর মাধ্যমে আপনি ভিডিও শেয়ার, দেখা এবং আয় করতে পারবেন। কিন্তু আয় করতে হলে Adsense পেতে হবে। Youtube ভিডিও পাবলিশার দের টাকা প্রদান করে কারন পাবলিশার দের ভিডিও যারা ভিউ করে তাদের কিছু Advertise দেখিয়ে থাকে Youtube আর এই কারনে ভিডিও পাবলিশারদের আয় হয় Youtube থেকে।
আর আমরা যারা ইউটিউভ ভিডিও দেখি তাদের জন্য Advertisement এতটা মূল্যবান না কারন এতে আপনার মূল্যবান ডাটা নষ্ট করছে আর সাথে সময়তো আছেই। চলুন আজ Youtube এর Advertisement বন্ধ করে দেই।
প্রথমে নিচের লিংক থেকে App টি ডাউনলোড করে নিন।
কারন App টি Play Store এ পাবেন না।
ডাউনলোড হয়ে গেলে Install এবং Open করুন।
নিচের মত Enable করে দিন।
এবার নিচের মত Disable থাকলে Enable করে দিন।
এবার আপনার কাছে Permission চাইবে দিয়ে দিন।
হয়ে গেল আমাদের Advertisement বন্ধ Youtube এর জন্য।
তাহলে আর কি উপভোগ করুন এড ফ্রী ইউটিউব।
[নোট: শুধুমাত্র Youtube App এর ক্ষেত্রে প্রযোজ্য ব্রাউজারের জন্য নয়]
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যে: সাইবার প্রিন্স এবং ব্লগ
10 thoughts on "যেভাবে আপনার Unroot মোবাইলে Youtube এর Advertise বন্ধ করবেন"