আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
এখন থেকে আপনার নিজের বানানো কোড দিয়ে ফেসবুকে কমেন্ট করুন।
তো কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

অবশ্যই Fb Lite দিয়ে কাজটি করবেন।

স্টাইল কমেন্ট করার জন্য এই অ্যাপ গুলো ব্যবহার করতে পারেন

1.Cool fancy text editor

2.Stylish text



Events এ ক্লিক করুন।

তারপর CREAT EVENT এ ক্লিক করুন।

★Public করুন

★কোনো ফটো দিতে হবে না
★Event Name:যেটা দিয়ে কমেন্ট কোড বানাতে চান সেটা অন্য কোথায় লিখে সেখানে Paste করুন।আমি মেমো তে লিখলাম।প্রথমে একটি ডট(.)দিয়ে প্রথম লাইন ছেড়ে দেন।পরের লাইনে আপনার কমেন্ট লিখুন।নিচের মতো—-


Date: দিতে হবে না।
Location: দিতে হবে না।
Discription: hi দিবেন।(ইচ্ছামত দিতে পারবেন যেকোন কিছু)
তারপর Creat event এ ক্লিক করুন

কাউকে Invite করে Next এ ক্লিক করুন।


কোড টা পাওয়ার জন্য আপনাকে ব্রাউজারে যেতে হবে(যেকোন ব্রাউজার)।Events এ ক্লিক করুন।

View event এ ক্লিক করুন।

উপরের লিংঙ্ক–free.facebook.com/events/★কোড★ টা copy করে নিন।

এবার কমেন্ট এরিয়ায়—- @[কোড:] দিয়ে কমেন্ট করুন।
যেমন–আমার টা
@[1676418335749175:]
এই ভাবে লিখে কমেন্ট করুন।
দেখুন আমার টা—–

কোনো সমস্যা হলে নিচে কমেন্ট করুন।
তো সবাই ভালো থাকবেন। আগামিতে আরো ভাল পোস্ট করতে পারি যেন সেজন্য দোয়া করবেন।

আল্লাহ হাফেজ

9 thoughts on "[Must see]এবার ফেসবুক কমেন্ট কোড নিজেই তৈরী করুন।আর সেই বানানো কোড দিয়ে সবাই কে চমকিয়ে দিন।"

  1. Net Boss Contributor says:
    এক পোস্ট ২ বার! ?
    1. Md. Mahfuz Author Post Creator says:
      পোস্টটা আমি করছিলাম।আমি naim sdq ভাইয়াকে করতে বলি।মডেটর ভাইয়া অ্যাপ্রুভ করলেন তাই।
  2. Surjo Author says:
    kotobar ar ak post???
    1. Md. Mahfuz Author Post Creator says:
      পোস্টটা আমি করছিলাম।আমি naim sdq ভাইয়াকে করতে বলি।মডেটর ভাইয়া অ্যাপ্রুভ করলেন তাই।
  3. SajibDas Author says:
    এক পোষ্ট দুই বার,,লিংক সহ রিপোর্ট দিব?
    1. Md. Mahfuz Author Post Creator says:
      পোস্টটা আমি করছিলাম।আমি naim sdq ভাইয়াকে করতে বলি।মডেটর ভাইয়া অ্যাপ্রুভ করলেন তাই।
    2. SajibDas Author says:
      হুম,বুঝলাম বাট আপনি তা হলে কেন অন্য কাউকে পোষ্ট করতে বলেছিলেন?

Leave a Reply