আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি আপনাদের মাঝে এক অসাধারণ পোস্ট নিয়ে হাজির হয়েছি। Title টা দেখে অনেকেই বুঝে গেছে পোস্টের বিষয়টা কি। এই পোস্ট টি আমার করা প্রথম পোস্ট। তাই ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা।সুতরাং এত সব কথা না বলে পোস্ট শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরন :

• PixalLab এই Software টি প্রয়োজন। যা আপনারা নিচের দেয়া link হতে Download করে নিবেন।

• প্রয়োজন আর একটু মনোযোগ।

এই link হতে Download করে ফেলতে পারে

How to do :

-বোঝার সুবিধার্থে ছোট থেকে ছোট সব Step Screenshot এ দেখানো হলো। সুতরাং নিচের Screenshot গুলো Follow করি।




















কাজ শেষ এবার Background




দেখলেন। আশা করি বোঝতে কোনো সমস্যা হয় নি। আমি একদম সাধারণ একটি Logo তৈরি করেছি। আপনারা আরও অনেক ভাল পারবেন বিশ্বাস। এবার Save করতে পারি । Save করার Step টাও দেখেনিন।



সব শেষ আসা করি আপনাদের সবার ভাল লেগেছে। এই পোস্ট করতে কিন্তু আমার অনেক কষ্ট + Time Waste হয়েছে। just যাতে আপনারা Enjoy করেন।তাই এত কিছু করা। So আমি জানি হয়ত আমার কোনো না ভুল হয়েছে। যদি ভুল গুলো আপনার চোখে পড়ে So Sorry এবং হ্যা Comment করে জানাবেন। আমি Next এ আরও অনেক কিছু নিয়ে হাজির হব।সত্যিই আপনাদের কাজে আসবে। আপাদত আমি বিদায় জানাচ্ছি। ধন্যবাদ 

? Facebook এ আমি !! কোনো Personal সমস্যা থাকলে যোগাযোগ করতে পারেন।

4 thoughts on "[Editing post] কিভাবে একটি সাধারণ লোগো তৈরি করতে হয় | How To Create A Simple Text Logo | Rokan Uddin"

    1. iEye 2.0 Author Post Creator says:
      Comment এর জন্য ধন্যবাদ।
  1. Biplop Contributor says:
    সুন্দর পোস্ট
    1. iEye 2.0 Author Post Creator says:
      ধন্যবাদ।

Leave a Reply