আসসালামু আলাইকুম।
প্রিয় বন্দুরা আমার ৫ম পোষ্টে সবাইকে স্বাগতম।
আশা করি সবাই ভালো আছেন ।
++আপনার যেন আর একটু ভালো থাকেন সেটাই
আজকে করবো।
তো,চলুন শুরু করিঃ-
বন্দুরা,আমরা হয়তো অনেকেই আছি যারা মোবাইলে বেশ সময় নিয়ে যে কারো সাথে কথা বলে থাকি। কিন্তু আমারা জানি, আমরা যখন কারো সাথে মোবাইলে বলি, বা কথা বলা অবস্তায় থাকি,তো কেউ যদি আমাদের কল (Call) করে,তখন আমাদের মোবাইল (Busy) বিজি আছে বলে। বা (Waiting) ওয়াইটিং বলে।
যে ব্যপারটা অনেকের কাছে অনেক বিরক্তিকর বা বিপদজনক ও হতে পারে।??
তো,আজ সে সমস্যাটি সমাধান করার বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ??
যে ট্রিক্সটার মাধ্যমে,
? আপনি কথা বলা অবস্তায় কেউ কল করলে, বিজি (Busy) বা (Waiting) বলবে না। বরং বলবে “ফোন বন্ধ আছে। ??
? তাছাড়া আপনি যখন মোবাইলে কারো সাথে কথা বলবেন,তখন আপনি চাইলে আপনার ঐ সিমের আসা কলটি অন্য একটি সিমে নিয়ে যেতে পারবেন। ??
? বিষেশ করে মোবাইলে যারা খুব বেশী কথা বলেন, তাদের জন্য এই ট্রিক্সটি খুবই কার্যকারি। ☺☺
তো চলুন কাজে নেমে পড়িঃ-
১.প্রথমে, আপনার মোবাইলের ডায়ালপেডে (Dial pad) এ যান।
৩.তারপর (Call Setting) এ ক্লিক করুন।
৪.তারপর (Call Forwarding) এ ক্লিক করুন।
৫. (একটু Loading নিবে) তারপর Forward when busy – তে ক্লিক করে, আপনি Busy থাকা অবস্তায় যে নম্বার টায় Call নিয়ে যেতে চান, ঐ নম্বারটি দিন।
৬.এখন, নম্বারটি দিয়ে Enable এ ক্লিক করুন।
বি.দ্রঃ- ( এক্ষেএে, আপনি যদি চান আপনি মোবাইলে কথা বলা অবস্তায়,কেউ কল (Call) করলে আপনার নম্বারটা (Busy) বা (Waiting) না বলে সারা-সরি বন্ধ আছে বলুক,,,তবে উক্ত নম্বারের যাইগায় আপনি এমন একটা নম্বার দিবেন, যেই নম্বারটা আপনার সবমসময় বন্ধ থাকে।
আবার আপনি চাইলে আপনার অন্য সিমের নম্বার দিতে পারবেন। যখন আপনি মোবাইলে কথা বলা অবস্তায় কেউ Call করলে,Busy না বলে ঔ সিমে সরাসরি চলে যাবে।
#হয়ত অনেকেই আছেন,যারা এই ট্রিক্সটা যানেন।
মুলত যারা যানেনা,তাদের জন্য এই ট্রিক্সটি শেয়ার করা।
তো এতক্ষন আপনার মূল্যবান সময় দিয়ে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।
এটাতে কি লিখব
aitar jonno ki tk katbe?
এটা কথা বলার সময় না, এটা সব সময় যে কেউ কল দিলে সেট করা নাম্বার এ কল চলে যাবে ।
mane kheyal korini….!!!