“এবার wifi এ থাকা অবস্থায়ই wifi hotspot করে ফেলুন, মোবাইলকেই বানিয়ে ফেলুন রিপিটার আর যেখানে wifi signal পৌছেনি সেখানে পাঠিয়ে দিন signal নয় স্পীড নিয়ে ভাবনা। ফুল ভাসন সফটও্যার এই টিউন ছাড়া এটি আর কোথাও  নেই। ”

সবার অনেক উৎসাহ এবং অনুরোধ এ আজকের এই টিউনটি।

আমার করা  সেরা টিউন আজকের এই টিউন। কেননা আমি মনে মনে এমনটি একটি সফটওয়্যারটি অনেক খুজতেছিলাম বহুদিন থেকে এর কারন হচ্ছে আমার বাসায় জানালার কাছে wifi signal থাকছে কিন্তু রুমের ভিতর নেই এমনা অবস্থায় মনে মনে ভাবলাম কেমন হত যদি wifi এ কানেক্ট থাকা অবস্থায় তা আবার wifi tethering  করা যেত তাহলে সিগন্যাল এর signal strength ভাল পাওয়া যেত এবং যেখানে সিগন্যাল নেই সেখান থেকে ও ব্যবহার করা যেত। যেই ভাবনা সেই কাজ কেননা আমার মাথায় একবার একটি জিনীস যদি ঢুকে যায় কোন ভাবে তাহলে তা শেষ না করা পযন্ত google কে আর রক্ষা দেই না, বলতে পারেন তখন গুগুল আর আমি সার্চ এর যুদ্ধে লিপ্ত হই। যাই হোক বেশি কথা না বাড়িয়ে এবার সরাসরি কাজে চলে যাই।

[সম্পূন টিউনটি না পড়লে কিছুই বুঝবেন না]

কাজের ধরনঃ Wifi কে রিপিটার বানানো।

কার্যপ্রনালীঃ Andorid মোবাইল কে রিপিটার বানানো Root মেথড এবং without Root মেথড।

প্রয়োজনীয় উপকরনঃ একটি সচল Andorid মোবাইল এবং আমার দেওয়া দুইটি Apps.

বিবরনঃ সাধারনত Andorid মোবাইলগুলো ROOTED করা থাকে না। রুট হচ্ছে সোজা বাংলায় যদি বলি তাহলে আপনি ফোনটির মূল এডমিনশীপ নিয়ে নিলেন যাতে করে আপনি যেভাবে খুশি  সেভাবে সেটিং করে নিতে পারেন আর  যদি রুট না করা থাকে তাহলে বুঝতে হবে যে আপনি ফোনটির একজন  USER মাত্র।  কিছু কিছু মোবাইলে আবার আগে থেকেই রুট করা থাকে যেমন আমার ALCATEL মোবাইলে আগে থেকেই রুট করা ছিল।  যদি ROOT করা থাকে আপনার ফোন তাহলে আপনি খুব সহজেই কোন প্রকার কনফিগারেশন ছাড়াই  নেট ব্যবহার করতে পারবেন। আর যদি রুট না করা থাকে তাহলেও পারবেন কিন্তু এখানে একটু মেনুয়েলি কনফিগার করে নিতে হবে। যাই হোক রুট নিয়ে অনেক কথা বলা হল এবার সরাসরি কাজে চলুন-

১.এখান থেকে দুইটি সফটওয়্যার ডাউনলোড করুন

Apps No-1  Download
Apps No-2  Download

নিম্মের ছবিটির মত করে-

তারপর নিম্মের ছবিটির মত ক্লিক করুন

তারপর নিম্মের ছবিটির মত open করুন

 

 

এখন Install করুন এবৎ done এ ক্লিক করুন।

এবার দ্বিতীয় software টি একই সিস্টেম এ ডাউনলোড করুন এবং ইনস্টল করে done এ ক্লিক করুন।

 

এবার দেখাব কিভাবে তা ফুল ভাসন করতে হবে এটির মূল্য ৮০০৳ টাকা যা আমি আপনাদের জন্য তা ফ্রি করে দিচ্ছি।

ফুল ভাসন করতে BUY Full Version এ ক্লিক করুন। ক্লিক করলে নিম্মের মত একটি মস্যাজ আসবে।

তারপর উপরের তিনটা টিক চিহ্ন দিয়ে ওকে করুন। তারপর দেখবেন লেখা আসবে apps has been update to full version. ব্যাস কাজ শেষ আপনি সফটও্যারটি ফুল ভাসন করে ফেলেছেন এখন আপনি পূনরায় প্রবেশ করুন এবং ক্লিক করুন start wifi hostspot network।

user Id এবং পাসওয়াড দেখতে পাবেন এটি চেঞ্জ করলে কিন্ত কাজ হবে না সুতরাং সাবধান। এখন আপনি অন্য যে ডিভাইসটিতে এটি ব্যবহার করতে চাচ্ছেন তাতে এ দুইটি অ্যাপস শেয়ার ইট এর মাধ্যমে দিয়ে দিন এবং একই নিয়মে ইন্সল করুন এবং  ফুল ভাসন বানিয়ে নিন।

তারপর wifi  কানেক্ট করুন দেখবেন একটি ম্যাসেজ আসবে আসলে I trusted this application এ ক্লিক করুন এবং ওকে দিন তাহলেই ব্যাস আপনি ইন্টারনেট ব্যাবাহার করতে পারবেন আরামসে।

এখন আসছি কিভাবে ডেক্সটপে তা ব্যাবাহার করা যায়। সাধারনত এ ওয়াফাই যদি ল্যাপটপে কানেক্ট করেন তাহলে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না ইন্টারনেট ব্যবহার করতে আপনাকে অবশ্যই কিছু জিনীস করে নিতে হবে যেমন-

Control panal>Internet Options>Connectons>LAN setting>Use proxy setting>Address এ লিখতে হবে 192.168.49.1 এবং port এ লেখতে হবে 8282  দিয়ে ওকে দিলেই কাজ শেষ। এখন আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

যাদের ফোন রুট করা তাদের উপরের কোন ঝামেলাই করতে হবে না শুধু মাত্র এই অ্যাপস টি ডাউনলোড করে ইন্সটল করে নিলেই হবে এটিও ফুল ভাসন অ্যাপস। Download

আশা করি আমার টিউনটি ভালবাবে বুঝতে পেরেছেন। তারপর ও যদি কেউ ভাল করে না বুঝে থাকেন তাদের জন্য এই টিউনের ভিডিও- Click here 

সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটি কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র দিয়েছি ঢাকার উত্তরখান থানায় কাচকুড়া এলাকায়। টিউন সম্পর্কে বুঝতে সমস্যা হলে সরাসরি আমার প্রতিষ্ঠানে এসে আমার সাথে দেখা করতে পারেন।

ফেইসবুকে আমি – fb.com/rahat46

41 thoughts on "মোবাইলকে Hotspot করুন Wifi এ Connected থাকা অবস্থায় এবং যেখানে Wifi Signal নেই বানিয়ে ফেলুন Wifi Zone মেগা টিউন ১০০ প্রমানিত"

  1. Rana Administrator says:
    অসাধারন পোষ্ট 😀

    ট্রিকবিডি তে স্বাগতম…

    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনাকে ও ধন্যবাদ রানা ভাই।
    2. ইমরুজ Legend Author says:
      রাগ করলাম।
      আমরা এতো কষ্ট করে পোষ্ট করি,কোনোদিন এডমিনরা কমেন্ট করেনা!
    3. Rana Administrator says:
      সবার পোষ্ট ই দেখা হয়… কমেন্ট করার সময় হয় না আরকি :p
      আপনার ক্রিকেট গেম নিয়ে করা পোষ্ট টা অসাধারন ছিলো 😀
    4. রাহাত খান Author Post Creator says:
      ইমরুজ ভাই! আসলে এডমিনগনদের অনেক ব্যস্ত থাকতে হয় সাইট উন্নয়ন এর কাজে তাই তাদের হয়ত সবসময় কমেন্ট করা হয়ে উঠে না কিন্তু তারা সবর্দা সবার পোষ্ট অনুসরন করে থাকে।
    5. ইমরুজ Legend Author says:
      ওহ!
      So Sad!
    6. I ahmed Contributor says:
      Rana Vai,
      Review Post Gula Ki Admin গন রা দেখে ?
  2. Astonnoor Subscriber says:
    কালকেই একজনকে এই পোষ্ট করতে দেখলাম।
    1. রাহাত খান Author Post Creator says:
      হয়তবা । কিন্তু এ পোষ্টটি সব প্রথম আমার ই করা 🙂
    2. Rana Administrator says:
      রাহাত ভাই ই এই পোষ্ট টা প্রথম করেন 🙂

      বাকীরা সেখান থেকে আইডিয়া নিয়ে পোষ্ট করেছে।

    3. Shahriar Utshob Author says:
      রানা ভাই আপনার কোথাও ভুল হয়ছে পুরো গুগল এ এই পোস্ট টা প্রথম আমিই করছি ট্রিকবিডি তে সর্বপ্রথন আমিই করছি চেক করে দেখতে পারেন আর সবাই আমার দেয়া লিংক কপি করছে
    4. Tanvir 33 Contributor says:
      জি ভাই একই পোস্ট দেখতে দেখতে বিরক্ত বোধ করছি।
    5. Rana Administrator says:
      @Shahriar Utshob
      আপনার করা পোষ্টের স্ক্রিনশুটে https://trickbd.com/wp-content/uploads/2018/01/17/techtunes_136cab1fa31dcfefa0367ee75ea5adfc.png
      এখানে ইমেজে যে রাহাত এর নাম লেখা সেই রাহাত হলেন ইনি 🙂

      আর আপনি পোষ্ট টা করেছেন রাহাত ভাই এর পোষ্ট থেকে শিখে… স্ক্রিনশুট টা ও তার টা ব্যবহার করেছেন 🙂

    6. Rakibul Islam Shakib Author says:
      ঠিক বলেছেন।
  3. Shahriar Utshob Author says:
    রানা ভাই আপনার কোথাও ভুল হয়ছে পুরো গুগল এ এই পোস্ট টা প্রথম আমিই করছি ট্রিকবিডি তে সর্বপ্রথন আমিই করছি চেক করে দেখতে পারেন আর সবাই আমার দেয়া লিংক কপি করছে
    1. রাহাত খান Author Post Creator says:
      যুক্তি তর্কে যাব না শাহরিয়ার ভাই যদি মনে করেন যে এটি তার পোষ্ট তাহলে শুধু বলব
      এই লিংকটা দেখার জন্য-https://www.techtunes.com.bd/android/tune-id/529188 যেখানে এটি একমাস ৩ সপ্তাহ আগে প্রকাশিত হয়েছিল। যাই হোক আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রযুক্তি এর জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেওয়া এটা মুখ্য বিষয় না যে কে ১ম হবে কে ২য় আমরা চাই সবাই সবার মাঝে ঞ্জান শেয়ার করে দিক এতে করে সবাই উপকৃত হবে।
    2. রাহাত খান Author Post Creator says:
      আর আপনার পোষ্ট যদি এটা হবে তাহলে আপনার ভাল করে খেয়াল করে দেখেন ত আপনার পোষ্ট এ আমার নাম থাকবে কেন? এখানে netshare-rahat.apk? এটা কেন?
    3. Rana Administrator says:
      @Shariar Utshob
      কারো থেকে কিছু শিখলে তাকে ক্রেডিট দিলে আপনি নিজেই বড় হবেন 🙂

      ক্রেডিট দেয়ার মাঝে নিজের মহত্বটাই প্রকাশ পায়…রাহাত ভাই এর কমেন্টের মাধ্যমেই হয়তো আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন 🙂

    4. রাহাত খান Author Post Creator says:
      কবি সুনির্মল বসুর একটা কবিতা আছে ,”বিশ্বজোড়া পাঠশালা মোর,সবার আমি ছাত্র,নানান ভাবে নতুন জিনিসশিখছি দিবারাত্র।”কবি ছাত্রই রয়ে গেলেন কিন্তু আমরা তার কবিতা পরে শিক্ষিত হয়েছি।
      তেমনি আমি ও ছাত্র ই থাকতে চাই । 🙂
    5. Mahin Islam Contributor says:
      Rana vai please author me…..
  4. JONI3434 Contributor says:
    lucky patcher app টা ইন্সটল করার সময়,এটা কেনো আসে?
    the app can permanently damage ur device or cost u money..
    এই app টা কি আসলেই ফোন এর ক্ষতি করবে?
    1. রাহাত খান Author Post Creator says:
      না এটি ক্ষতি করবে না।
  5. Adnan Ahad Contributor says:
    পুরোপুরি একই রকম পোষ্ট দুইজন করে কেমনে।।।সম্ভব??
    1. রাহাত খান Author Post Creator says:
      আমাদের মূল উদ্দেশ্য যেহেতু ঞ্জান অজর্ন করা সুতরাং আমরা যুক্তি প্রমানের দিকে যাব না আদনান।
    2. Adnan Ahad Contributor says:
      আপনি প্রথম কোন সাইটে এই বিষয় টা নিয়ে পোষ্ট করেছিলেন??
    3. রাহাত খান Author Post Creator says:
      https://www.techtunes.com.bd/android/tune-id/529188

      আরে সহজ এটা জিনীস সেটি হচ্ছে netshare-rahat.apk এটির মাধ্যমেই ত বুঝা যায়।

    4. Adnan Ahad Contributor says:
      আপনিই ঠিক।।।আনার FB লিংক টা একটু দিয়েন।।।কিছু কথা আছে।।
  6. ইমরুজ Legend Author says:
    ভালো পোষ্ট ভাইয়া।
  7. Rakibul Islam Shakib Author says:
    ভালো পোস্ট কিন্তু এই পোস্ট টা আগেও করা হইছিল।তাই মনে হচ্ছে পোস্ট টা কোথাও থেকে কপি করছেন।
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ।সাকিব ভাই এর আগে রানা ভাই করেছিলেন।আমাদের মূল উদ্দেশ্য যেহেতু প্রযুক্তির আলো পৌছে দেওয়া সুতরাং আমরা সেই দিকে খেয়াল না করি যে কে আগে মোমবাতি জালিয়েছিল মোট কথা এই আলো সবত্ত পৌছে গেছে কিনা।
  8. rahmot1122 Contributor says:
    Vai amr rooted phone
    akon shudu lucky patcher app download korlai ki hoba? Naki net sharing app tao download korta hoba?
    1. ইমরুজ Legend Author says:
      ভাইয়া,
      আসল তো ওটাই।
    2. রাহাত খান Author Post Creator says:
      আপনার শুধু এই এপসুট ডাউনলোড করলেই হবে। লাকি পেচারের দরকার নেই।
      https://app.box.com/s/loybm86tdgszfjtazcse7hmsj7lk4s0x
  9. Unknown Person Contributor says:
    ট্রিকবিডি তে এই প্রথম কারও কথায় আকৃষ্ট হলাম।
    ধন্যবাদ #রাহাত ভাই।
    ট্রিকবিডিতে স্বাগতম ✌
    1. রাহাত খান Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ ভাই।পাশে পাব আপনাকে আশা করি।
  10. বুঝলাম। স্বয়ং অ্যাডমিনিস্ট্রেটরের কমেন্ট দেখে বুঝলাম আসলে ট্রিকটা সত্যিই কার্যকরি।
    তবে আমি ট্রাই করিনি, যখন দরকার হবে ট্রাই করবো।

    আরেকটা ট্রিক দেখেন বাহির করতে পারেন কিনা, মোবাইলে ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় হটস্পট চালু করে ইন্টারনেট শেয়ার করা যাবে এরকম ননরুট মোবাইলে।

    নাকি ননরুটে এটা অসম্ভব, জানিনা।

Leave a Reply