কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম বর্তমান প্রজন্মের মোবাইল ফোনের (এন্ড্রয়েড মোবাইল) ফ্ল্যাশ করার বিষয়ে। অনেকেই জানেন না কিভাবে পিসি দিয়ে এন্ড্রয়েড সেট কিভাবে ফ্লাশ দিতে হয়, তা নিচের স্কিনসট সহকারে দেওয়া হল। তো, চলুন এখন শুরু করা যাক। পিসিতে অবশ্যই .net Firmware 3.5 ইন্সটল করা থাকতে হবে।

Net Fremwork 3.5 Download Official Site

 

Download এ ক্লিক করুন তাইলেই ডাউনলোড Start হবে ।

প্রথমে খেয়াল রাখতে হবে যে মোবাইলে ফ্লাশ দিবেন ৫০%-৬০% পারসেন্ট চার্জ থাকতে হবে।

প্রথমে এখান থেকে Sp Tool ডাউনলোড করবেন। তারপর যে ফোন্ডারে সফটওয়ারটি ডাউনলোড হয়েছে সেটা ওপেন করে Driver নামের ফোল্ডার এ ঢুকুন। এখান থেকে আপনার পিসির মডেল অনুযায়ী 32bit অথবা 64bit এর ড্রাইভার টা ইন্সটল দিন।  ড্রাইভারটা সাধারণ ভাবেই ইন্সটল দিতে থাকেন। শেষের দিকে ৩/৫ বার ওয়ার্নিং দিবে। প্রতি বার ই Install This Software Driver Anyway দিন। এখন ইন্সটল শেষ করুন। উইনডোস 8 এবং উইনডোস 7 এর ক্ষেত্রে উপরের ছবির মত করে ড্রাইভার সিলেক্ট করে দিন।

মোবাইল অনুযায়ী ফ্লাশ ফাইল ডাউনলোড করতে নিচের ডাউনলোডে ক্লিক করুন।

বিভিন্ন স্টক রোম ফ্লাশ ফাইল ডাউনলোড

 

 

এই সাইট এ All Version পাবেন আমি উপরে ডাউনলোড লিংক দিয়েছি ।

ধাপ ১: মোবাইল অবশ্যই বন্ধ করে দিবেন।

 

ধাপ২: এবার Flash Tool ফোল্ডারে ঢুকুন। এইগুলো দেখতে পাবেন।  এবার এখান থেকে ঠিক চিহ্নে দেখিয়ে দেওয়া Flash tool ওপেন করুন।

ধাপ ৩: তারপর ডাউনলোড ট্যাবে ক্লিক করুন.

Official Page থেকে Screenshort

 

 

 

 

 

 

 

 

 

লোডিং হওয়ার পর স্ক্রিন এর মাঝখানে একটা ছোট সবুজ গোল চিহ্ন আসবে। ব্যাস। কাজ শেষ। এখন ইউএসবি ক্যাবল খুলে, ব্যাটারি লাগিয়ে সেট টি অন করুন। প্রথম বার অন হতে একটু বেশি সময় লাগবে, চিন্তার কিছুই নেই।

 

শেষকথাঃ

এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।

ফেইসবুকে আমি

43 thoughts on "Android Mobile এ ফুল ফ্ল্যাশ দিন পিসি থেকে। [ sp flash tools ]"

  1. Avatar photo Md Al-Amin Islam Contributor says:
    কাজের পোস্ট।অনেক ধন্যবাদ ভাইয়া।
  2. Quberia_ Contributor says:
    অনেক ধন্যবাদ পোস্টর জন্য
  3. Avatar photo Rakibul Islam Shakib Author says:
    ওয়াও! চমৎকার পোস্ট ভাই…..??? অনেকদিন পর পোস্ট করলেন। আর আমাকে চিনতে পারছেন??
    1. Avatar photo Abdus Salam (Cyber 52) Author Post Creator says:
      hm.. vai cinte parsi.. apnar sathe fb te kotha hoyesilo.
  4. Avatar photo Neymar Jr Contributor says:
    bujlam na bro
  5. Avatar photo Trickbd Support Moderator says:
    There is some post about it.
    That’s like same to same.
    1. Avatar photo Md.Abid Perves Author says:
      ami trainer request disi.jodi post mansommoto na hoy tobe ontoto notice diben abar chesta korbo
    2. Avatar photo Abdus Salam (Cyber 52) Author Post Creator says:
      sorry bro. eta onek ager post draf a silo ty published korlam.
    3. Avatar photo MD Asif Contributor says:
      আচ্ছা ভাইয়া আমি কিছুদিন আগে পোস্ট করছিলাম ৪ টা একটা পাবলিশ করা হয়ছিল খুশি হয়েছিলাম। কিন্তু সমস্যা হলো আবার ৩ টা নতুন পোস্ট করছি, টেইনার রিকুয়েস্ট দিতে গেলে দেখাচ্ছে You will able to send request after a month! এটার অপেক্ষা করে কবে রিকুয়েস্ট পাঠাবো দেখুন প্লিজ[সমাধান কি]
    4. Avatar photo MD Asif Contributor says:
      অসংখ্য ধন্যবাদ।
    5. Avatar photo MajedALHasan Contributor says:
      ভাইয়া একে একে তিনটা পোস্ট করেছি।আমার কাছে মনে হয়েছে মানসম্মত। বাকিটা আপনারা ভালো জানেন।যদি একটু দেখতেন?
    6. Avatar photo Biplop Contributor says:
      Make Me Author Again Please ,
      Ami 3ta Post Korse abar.
    7. Avatar photo Mamun Contributor says:
      ভাই আমি ট্রিকবিডি তে ৪ টা পোস্ট করছি প্লিজ আমাকে টিউনার বানান। ভাই পোস্ট করলে শুধু পেন্ডিং দেখায়। প্লিজ আমাকে টিউনার বানান
  6. Avatar photo prince_sf Contributor says:
    Working post …Thanks
  7. Avatar photo Akash Contributor says:
    Nice Post
  8. Avatar photo jibon Contributor says:
    সবই ভালো হয়ছে। কিন্তু m6580 দিয়ে Download দিলে কি।ফ্লাস শেষ
  9. Avatar photo Masum & Rahman Author says:
    symphony H120 kivabe flash dibo aktu bujan
    ata spd phone sp tools diya hoi na
    1. Avatar photo sahed Contributor says:
      research download tool diye spd flash deya lage bro eta diye hobe na.Google e search den peye jaben☺☺
  10. mshadin363 Contributor says:
    আবার Author হলেন অনেকদিন পর।✌
  11. Avatar photo Liton Molla Contributor says:
    কাজে দিবে ইনশাল্লাহ
  12. Sabbir Bin Abbas Contributor says:
    vai, phn flash korle to phn a ghono ghono sotware pore jay,
    1. Avatar photo Abdus Salam (Cyber 52) Author Post Creator says:
      nah vai… ami nije koyek bar flash korsi evabe.
  13. Avatar photo mdraselheart Contributor says:
    Vi apnr fb id ta din. R ai softwer ki dollar diya kinta hoba ??
    1. Avatar photo Abdus Salam (Cyber 52) Author Post Creator says:
      nah bro free software.
    2. Avatar photo mdraselheart Contributor says:
      Bro ai versoin ki new ?? Bro amr laptop hp ram 4 gb. Rom 500gb . Windows 7 . Ai laptop a kaj hoba ??
    3. Avatar photo Abdus Salam (Cyber 52) Author Post Creator says:
      hmm hobe.
    1. Avatar photo Abdus Salam (Cyber 52) Author Post Creator says:
      Google a fon r model likhe srch korly peye jaben.
    2. Avatar photo Arshad Prottoy Contributor says:
      apni dele bhalo hoi??? .jodi kaj na kore?
  14. MMRFanz Contributor says:
    আমার স্যামসাং মোবাইলটা কিভাবে ফ্লাস দিব?
  15. Avatar photo mdraselheart Contributor says:
    Bro flash kevaba korbo tar akta video din.
  16. Sabbir Bin Abbas Contributor says:
    amar phn er background a apps cole na and battery ugase data show kore na, phn flash korle ki ai pblm solve hobe?
  17. Avatar photo Raihan Author says:
    tnx___amr kaje lagbe??
  18. EftyAhmed Contributor says:
    Xaomi er file koy
    Flash dabo
  19. OWAKIABUL MOLLA Contributor says:
    Vai Ami spreadterm mobile a flash site parbo ey software diye??
    Naki sudhu mtk?
  20. Ahmed Tufayel Contributor says:
    সামস্যাং গ্যালাক্সি j5(2016),model (SM-j510FN)।এইরকম ২টা মোবাইল ফোন ইতালি থেকে আনা হয়েছিল।২টা সেটই এক।কিন্তু একটাতে প্রথম ৩/৪ দিন নেট ছিল।এরপর থেকে সমস্যা দেখা দেয়।অনেক সময় পরপর নেট আসত,আবার চলে যেত।আর এখন থেকে নেট আসেই না।সিমকার্ড লাগানো সত্ত্বেও নো-সার্ভিস দেখায়।আর সাথের টা ঠিকঠাক সার্ভিস দিচ্ছে।
    .
    যেই সেটে প্রবলেম ওইটা কান্ট্রি লক খোলার পর থেকে অনেকদিন সিম লাগানো হয়নি।প্রায় ৪/৫ মাস পর সিম লাগানো হয়েছিল।আর ওইটার সিগন্যাল স্ট্রেঞ্জথ কম দেখায়(১১৩dBm,0asu)।কিছুই বুঝতে পারতেছি না।একই ধরনের সেটে একটা ঠিক,একটায় সমস্যা।signal strength pbm solve korar kunu way ace naki…
    ..
  21. Avatar photo Junaid Author says:
    driver কিভাবে ইন্সটল করে দিলে ভাল হত…..
  22. muhammad shuvo Contributor says:
    FLY IQ4490i Era Nano 10 or FLY IQ4490I Er Latest Flash File or ফার্মওয়্যার Er Links Den Please ? or SPD Set Ke Vabe Flash Dibo All Information Den Plz.?
  23. Avatar photo Kamrul Hossain Contributor says:
    vai 1ta Videos dile valo. hoto

Leave a Reply