আসসালামুআলাইকুম, আশাকরি আপনারা সকলেই সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালোই আছেন।
.
★আপনারা অনেকেই ডাটা ব্যবহারের সীমা নির্ধারণ করার জন্য বিভিন্ন অ্যাপস ব্যবহার করেন। আজকে দেখে নিন কীভাবে কোনো অ্যাপস ছাড়াই ডাটা ব্যবহারের সীমা নির্ধারণ করবেন ।
.নীচের Screenshot গুলো অনুসরণ করুন
→প্রথমে আপনার ফোনের Setings এ যান
.
.
→Data usage এক্লিক করুন
.
.
→আপনি যে সিমের ডাটা সীমা নির্ধারন করতে চান সেই সিম নির্বাচন করুন
.
.
→Data Connection On করুন
.
→তারপর Set Cellular data limit এটা অনকরে দিন
.
.
→এখন আপনি নীচের Screenshot এ তারিখ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন
.
.
→তারপর Change cycle এ ক্লিক করুন
.
.
→আজকের তারিখ নির্বাচন করে Set এ ক্লিক করুন
.
.
→এখন আজ থেকে পরবর্তী ১ মাসের আপনার ব্যবহৃত ডাটা এখানে দেখতে পাবেন
.
.
→আপনি ওখানে কমলা এবং ধূসর বর্ণের দুটি রেখা দেখতে পাবেন। ধূসর রঙের রেখাটি ওয়ার্নিং এবং কমলা রঙের রেখাটি ডাটা লিমিট এর জন্য ব্যবহৃত হয় । আপনি যত MB ব্যবহারের পর ওয়ার্নিং পেতে চান তা ধূসর রঙের রেখাটির মাধ্যমে সেট করে দিন । এবং যত MB ব্যবহারের পর আর ব্যবহার করতে চান না, তা কমলা রঙের রেখাটির মাধ্যমে সেট করে দিন। নীচের Screenshot এর মত
.
.
→আপনার নির্ধারিত ডাটা ব্যবহৃত হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ডাটা কানেকশন অফ হয়ে যাবে । প্রমান দেখুন
.
.
আজ এ পর্যন্তই। আশাকরি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। ট্রিকবিডির সাথেই থাকুন।