“wifi এ অন্য সবাইকে বাদ দিয়ে নিজেই পেতে পারেন সম্পূর্ন স্পীড”
সবপ্রথম রাব্বুল আলামিন এর দরবারে অশেষ শুকরিয়া আদায় করে আজ আমার পোষ্টি আরম্ব করছি। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি ভাল আছি আপনাদের দোয়ায়।আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনি জরুরী মুহূর্তে wifi অন্য সবাইকে বাদ দিয়ে নিজেই সম্পূর্ন স্পিড ব্যবাহার করতে পারবেন।আমি যেই সফটওয়্যার সমন্ধে আলোচনা করব তোর সুবিধা সমূহ নিম্মরূপঃ
১.আপনি যে কোন wifi router এ যুক্ত হয়ে অন্য ব্যাবহারকারীদের কে cut করে নিজেই ফুল স্পীড পাবেন।
২. এটি ফুল ভাসর্ন।সুতরাং কোন প্রকার এড আপনাকে বিরক্ত করবে না।
৪.ব্যাবহারে রুট লাগবে না।
৫.windows এবং মোবাইলে ব্যাবহার করতে পারবেন।
৬.স্পীড লিমিট করে দিতে পারবেন যে কত এর বেশি যেতে পারবে না।
৭.টাইম করে দিতে পারবেন যে নিধারিত সময় ছাড়া ইন্টারনেট ব্যাবহার করতে পারবে না।
এখান থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন Download
এটি কম্পিউটারের ভার্সন। এখানে দেখাবে আপনার রাউটারের মধ্যে কতগুলো ডিভাইস কানেক্ট রয়েছে এখন আপনি যাকে বাদ দিবেন তার IP/MAC এ ক্লিক করে Cut Off দিলেই সে কানেক্ট থাকবে ঠিকই কিন্তু ইন্টারনেট ব্যাবহার করতে পারবে না।
মোবাইল ব্যাবাহারকারীদের জন্য এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন- Download
পাসওয়াডঃ trickbd
(বিশেষ কারনে এর জন্য পাসওয়াড সেট করা রয়েছে এখানে আপনি পাসওয়াড দিয়ে দিবেন (trickbd) তাহলে ডাউনলোড করতে পারবেন।)
যদি উপরেরটা ১০০% কাজ না করে তাহলে নিচেরটি অবশ্যই করবে।
ডাউলোড হওয়ার পর নিম্মের ছবির মত আসবে-
এখানে শো করছে আপনার wifi এ কে কে কানেক্ট রয়েছে যাকে বাদ দিতে চান তার পাশে সবুজ এন্ডোরিড চিহ্নতে ক্লিক করলেই সে ওয়াইফাই এ কানেক্ট থাকবে ঠিকই কিন্তু ইন্টারনেট চালাতে পারবে না।
উপরের মত লাল রঙ্গ ধারন করলেই বুঝতেই পারবেন যে কানেক্ট নেই।
আর আমার দ্বিতীয় সফটওয়্যারটি অনুরুপভাবে দিতে হবে।
নিচেরটি ubutu user er jonno
তারপরও যদি সমস্যা মনে করেন এই দুটি ভিডিও দেখে নিতে পারেন।
for windows- click here
for Android version –Click here
আশা করি বিষয়গুলো বুঝাতে পেরেছি। আমি জানি অনেকেই এর অপব্যাবহার করবে তাই তার প্রতিষেধক হিসাবে আরেকটি সফটওয়্যার বিল্ড হয়েছে আমি আমার পরবর্তী পোষ্ট এ সে সমন্ধে আলোচনা করব সে পযর্ন্ত টেকবিডি এর সাথে থাকুন এবং আমাকে অনুসরন করে রাখুন।
সবশেষে আমি সবাইকে একটি কথাই বলতে চাই যে আপনি যার থেকে শিক্ষা নিলেন সে আপনার শিক্ষা গুরু সুতরাং শিক্ষা গুরু যেই বয়সেরই হউক না কেন তাকে সম্মান দিতে কার্পন্য করবেন না তাকে বাজে ভাবে ম্যাসেজ কিংবা মন্তব্য লেখবেন না এতে করে তারা উৎসাহ হারিয়ে ফেলে।আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি।
ফেইসবুকে আমি
???
এটাই খুব দরকার ছিল, মনে মনে খুঁজেছিলাম..
pass: trickbd dice but kno kaj hoy na
loading hoy tar por abar oi peg e ase.