আশা করি সবাই ভাল আছেন
@@@ আমরা অনেকসময় অনেক Wallpaper ব্যবহার করি মোবাইলের হোম screen এ।কিন্তু অনেক ওয়ালপেপার আছে যার Bright, Icon গুলো থেকেও বেশী হয়ে থাকে।যার কারণে Icon গুলো বোঝা গেলেও Icon এর নিচের ফন্ট গুলো বোঝা যায় না।
©©©এক্ষেত্রে বেশীরভাগ মার্শালো ভার্সনের মোবাইলে ভাল একটা Function মোবাইলে ইনপুট করে দিয়েছে।যা অতিরিক্ত ব্রাইটনেস থেকেও মানুষের চোখকে রক্ষা করতে পারে।
### কিভাবে তার ব্যবহার করবেন,তা Screenshot এর মাধ্যমে দেখালাম—–
©©Mira Version লেখা Option এ যায়–
©© Standard mode দেওয়া থাকবে,User Mode করে দিই,,তারপর তিনটি ফোঁটাই ক্লিক করি —
©©Picture Brightness চেন্জ করতে–
©©Picture Temperatures চেন্জ করতে—
বিশেষ দ্রষ্টব্যঃ সব ভার্সনে এই অপশন থাকে না। আর এর Screenshot দেওয়া সম্ভব নয়,,কারণ একবারে সকল কিছুর ব্রাইট চেন্জ হয়ে যায়।
.
“Pending: Trainer Request sent! Please wait untill admin reviews your posts.”