আমরা যারা Android সেট ইউজ করি, তারা সব সময়ই নিরাপত্তার জন্য প্যাটার্ণ লক,
ফেস লক, ফিংগার লক, পাসওয়ার্ড লক বা আরো অন্যান্য লক ব্যবহার করে থাকি।
যা আমাদের মোবাইলের নিরাপত্তা দেয়।
কিন্তু আমরা যখন কয়েকবার ভুল পাসওয়ার্ড দেই তখন?
তখন সেটটি আর আনলক করতে পারি না। ফলে আমাদেরকে Service সেন্টারে গিয়ে ৩০০-৪০০ টাকার বিনিময়ে তা আনলক করে আনতে হয়, সাথে তো গাড়ি ভাড়া আছেই।
কিন্তু কেমন হয় যদি আপনি নিজেই তা খুলতে পারেন? চলুন দেখে নেইঃ
প্রথমে আপনারে সেটটি অফ করুন।
এবার Power Button+Volume Up Button চেপে ধরুন (যাদের মোবাইলের নিচে মেনু সুইচ আছে তারা Power Button+Menu Swith+Volume Up Button চাপুন)।
এবার যতক্ষণ পর্যন্ত মোবাইলের নাম না আসে ততক্ষণ ধরে রাখুন। এবার দেখুন একটি মেনু আপনার ডিসপ্লেতে এসেছে।
এবার এখান থেকে wipe data/factory reset সিলেক্ট করুন (down volume দ্বারা নেভিগেশান করবেন)।
নিচের চিত্রে দেখুনঃ

এবার নিচের মত একটি পেজ আসবে।
সেখান থেকে Yes — delete all user data সিলেক্ট করুন। নিচের চিত্রে দেখুনঃ

এবার নিচের মত আরেকটি পেজ আসবে (যা প্রথম এসেছিল)। নিচের চিত্রে দেখুনঃ

এবার এখান থেকে Reboot system now সিলেক্ট করুন। তারপর দেখবেন আপনার মোবাইলটি রিসার্ট নিয়েছে।
এবার দেখুন আপনার মোবাইলটি সম্পূর্ণ আনলক হয়ে গেছে।। কারো বুঝতে অসুবিধা হলে Com ment করতে ভূলবেন না যেন।

9 thoughts on "এন্ড্রোয়েডের সকল লক শুধুমাত্র একটি পদ্ধতিতে খুলে ফেলুন (প্যাটার্ণ লক, পাসওয়ার্ড লক, ফিংগার লক, অন্যান্য লক)"

  1. Avatar photo Jahansayem Contributor Post Creator says:
    wc
  2. Avatar photo RABBY HOSSEN Contributor says:
    Ata shudhu samsung htc ar koekta dami phone kaj kore .
    sob phone hoina ai kaj.
    But thanks to this post .
  3. Avatar photo বাংলার রঙ Contributor says:
    অনেক ধন্যবাদ
  4. Avatar photo Mamun Raihan Contributor says:
    Sob android ai kaj kre…sudu rules ta aktu different
  5. Avatar photo Masud Rana Contributor says:
    thanks কাজ হইছে

Leave a Reply