Wellcome to TrickBD

কেমন আছেন সবাই। আশাকরি আল্লাহতা*লার রহমতে সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দারুন একটি টিউটোরিয়াল …

আপনি যদি একজন Android ব্যাবহারকারী হন তাহলে এই পোস্টি সম্পূর্ণ দেখুন…

এখন চলছে স্মার্ট ফোনের যুগ। বাচ্চা বুড়ো সকলের হাতে একটা না একটা স্মার্ট ফোন দেখাই যায়। আর যাবেই না কেনো বর্তমানের একটা স্মার্ট ফোন আমাদের কতো রকমের সুবিধা দিয়ে থাকে। অনেকের তো এমন অবস্থা হয়েছে যে একটি স্মার্ট ফোন সাথে থাকলে তার আর সঙ্গী-সাথী লাগে না। এছাড়া বাড়ি, অফিস, এমন পড়াশুনার ক্ষেত্রেও অনেক কাজ সহজ হয়ে যাচ্ছে স্মার্ট ফোন সাথে থাকলে। আর স্মার্ট ফোনগুলোর মাঝে বর্তমানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের জনপ্রিয়তা তুঙ্গে। এই অ্যান্ড্রয়েড ফোনগুলো আরো বেশি ধরনের সুবিধা বেশি দিয়ে থাকে।

তবে বেশি সুবিধার বিড়ম্বনাও কিন্তু কম নয়। যেমন এখন অ্যান্ড্রয়েড ফোনগুলোর একটা সাধারণ সমস্যা হচ্ছে হয়তো স্লো হয়ে যাবে নয়তো হ্যাং হয়ে যাওয়া। তখন আমরা অনেকেই খুব বিরক্ত হয়ে ফোন কোম্পানিগুলোকে বকা দিতে থাকি। মনে করি তারা খারাপ ফোন তৈরি করেছে। কিন্তু আমরা অনেকেই জানিনা আমাদের ব্যবহারের উপরও অনেক সময় ফোন হ্যাং হোওয়া নির্ভর করে। আসুন তাহলে আজ আমরা জেনে নেই কীভাবে বা কি কারণে আমাদের অ্যান্ড্রয়েড ফোন স্লো বা হ্যাং হয়ে যায়।

মোবাইল ফোন হ্যাং হওয়ার অনেক কারণ রয়েছে। তার মাঝে কিছু কারণ হচ্ছে:
আপনি যদি অতিরিক্ত মেমোরি কার্ডের (MEMORY CARD /EXTERNAL MEMORY) পরিবর্তে ফোন মেমরিতে অর্থাৎ (INTERNAL MEMORY/ROM) বেশি পরিমানে অ্যাপ্লিকেশন ইনষ্টল করেন তবে রোমের ঘাটতির কারণে ফোন হ্যাং হয়ে যেতে পারে।

মোবাইল স্পেস কম থাকা। আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি তার প্রধান কারণ হচ্ছে অনেক আপ্লিকেশন ব্যবহার করার জন্য। কিন্তু দেখা যায় মোবাইলের স্পেস কম থাকলে আপনি এই ধরনের সমস্যা বেশি পরবেন। অর্থাৎ আপনি যখন একই সময়ে অনেকগুলো আপ্লিকেশন ব্যবহার করেন তখন প্রয়োজনের তুলনায় মেমরি (RAM) কম হলে মোবাইল হ্যাং হতে পারে।

=======================

আর আজকে আমি এমনই একটি Apps সেয়ার করবো যার মাধ্যমে আপনি আপনার ফোনের ভাইরাস এবং ডুপ্লিকেট ফাইল খুজে বের করে এক ক্লিকেই ডিলিট করে দিতে পারবেন…..

তাহলে আমরা কাজে চলে যাই….
…….
প্রথমেই প্লেস্টোরে গিয়ে Duplicate Files Fixer লিখে Apps টি ইনস্টল করুন…

এরপর এপসটি ওপেন করলে নিচের মত আসবে স্কৃিনসরট ফলো করে কাজ করুন…

এরপর আপনার ফোনে যত ডুপ্লিকেট ফাইল আছে সব গুলো চলে আসবে …
নিচ থেকে থেকে ডিলিট এ ক্লিক করে দিবেন

আসাকরি যাদের ফোন স্লো তারা এই এপসটি ব্যাবহার করলে আর স্লো থাকবেন….

এছারাও আরো অনেক ফিচার আছে যা এপসটি ওপেন করলেই বুঝতে পারবেন বুঝতে পারবেন….

আসাকরি সবার টিউটোরিয়ালটি ভাল লেগেছে….

এরপরও যদি কেউ না বুঝেন তাহলে নিচের ভিডিওটি দেখুন…..

Please Subscribe: My channel

বি: দ্র: যদি কোন ভুল ভ্রান্তি হয় অথবা আপনার ভিডিও টি খারাপ লাগে তাহলে ক্ষমার দৃস্টিতে দেখবেন।

আশা করি সবাই ভালো থাকবেন।

নিত্য নতুন ট্রিক পেতে TrickBD এর সাথেই থাকুন।
সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

8 thoughts on "আপনার ফোন কি স্লো বা হ্যাং হয়ে যায় তাহলে এই পোস্টি দেখুন"

  1. Hasan. 112 Contributor says:
    Good post…

    I have a question..
    what’s your phone name?

    1. Black Hacker Author Post Creator says:
      কমেন্টস করার জন্য ধন্যবাদ….
    1. Black Hacker Author Post Creator says:
      কমেন্টস করার জন্য ধন্যবাদ
  2. DjHasan Contributor says:
    kaj kore???

Leave a Reply