আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই?? আশা করি ভাল-ই আছেন। আজ আপনাদের কাছে নতুন একটা ট্রিক্স নিয়ে হাজির হলাম। অনেকে Windows বন্ধ করতে সমস্যায় ভুগেন,যেমন Windows 8-এ যে স্টার্ট স্কিন সেটা অনেকসময় ওপেন হয়না।ফলে পিসি বন্ধ করতে খুব বেগ পেতে হয়। 

আজ আমি দেখাব কিভাবে আপনার Android মোবাইল দিয়ে আপনার পিসি বন্ধ,রিস্টার্ট,লক করবেন। 

তো চলুন শুরু করা যাক। 


প্রথম পদ্ধতিঃ- Remotely পিসি বন্ধ করা।


এই পদ্ধতির জন্যে আপনাকে পিসির কাছাকাছি থাকতে হবেনা,যেকোন জায়গা থেকে পিসি বন্ধ করতে পারেবন। 

১)প্রথমে নিচের থেকে Airytec switch off সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।

 

২)ইন্সটল করা হয়ে গেলে,নিচের মত সিস্টেম ট্রে তে একটা আইকন দেখতে পাবেন।

৩)ওই আইকনে ক্লিক করুন,তারপর Option এ যাবেন। যে পেইজটা শো হবে,তা নিচের মত করে Configure করুন। তারপর Enable Task এ ক্লিক করুন।

৪)এবার আবারো ওই Shutdown Icon এ রাইট ক্লিক করুন।এবং Setting এ যান। Setting এ যাওয়ার পর Remote থেকে Edit Web Interface এ ক্লিক করুন।

৫)তারপর এই পেইজটি নিচের মত করে Configure করে Apply এ ক্লিক করুন।

৬)এবার আবারো Shutdown Icon এ ক্লিক করে Static Web address এ ক্লিক করুন।

তারপর নিচের মত ব্রাউজার ওপেন হবে। ওখানে আপনার পিসির রিমোট এড্রেসটা লিখা থাকবে।

ব্যাস!! এবার মোবাইলের ব্রাউজার থেকে ওই লিংকে ভিসিট করুন,যেকোন জায়গা থেকে। ওখান থেকে নিচের মত সব কিছু মেনেজ করতে পারবেন।

দ্বিতীয় পদ্ধতিঃ- Wifi ব্যাবহার করে


এই পদ্ধতিটা খুব সহজ। তবে আপনাকে অবশ্যই আপনার পিসির কাছাকাছি+ মোবাইলের Hotspot দিয়ে পিসি কানেক্ট থাকতে হবে।

১)প্রথমে নিচের থেকে Unified Remote সফটওয়্যারটি ইন্সটল করুন।মোবাইল+উইন্ডোজে।

২)এবার মোবাইলের এপ্সটি ওপেন করুন। যদি ভালভাবে Wifi Connected থাকে তাহলে নিচের মত পেইজ দেখতে পাবেন।

৩)এবার Lets Get Start এ ক্লিক করুন। তাহলে নিচের মত অনেকগুলো অপশন পাবেন।

৪)এবার Power এ ক্লিক করুন। 

৫)তারপর Restart,Shut Down অপশন দেখতে পাবেন।ওখান থেকে ক্লিকের মাধ্যমে আপনি পিসি বন্ধ কিংবা রিস্টার্ট দিতে পারবেন।

আজ এটুকুই। আশা করি সবাই ভালভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।ট্রিকবিডির সাথেই থাকুন।

 

বুঝতে না পারলে কমেন্ট করুন।

3 thoughts on "দেখুন কিভাবে দূরথেকে Remotely আপনার Android ফোন দিয়ে আপনার পিসি বন্ধ,রিস্টার্ট,স্লিপ,লক করবেন। [With Sshot]"

  1. Mahdi Hasan Contributor says:
    Turn on ei option ta nai.

    R amar laptop er power button nosto hoye geche. Ekhon kivabe on korbo.
    Plz help me !!!!!

    1. Ashraf uddin Author says:
      এইভাবে করলে অনলি যা দেখিয়েছে তাই করতে পারবেন কেননা এটা পিসির ওয়াই ফাই/হটস্পট যা অফ করার পর ডিস্কান্নেক্ট হয়ে যাবে।
      আপনি অফ থাকা অবস্থায় কোনভাবে অন করতে পারবেন না

Leave a Reply