আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।
সবাই ভালো থাকেন ভালো রাখেন এই প্রত্যাশাই করি সব সময়।
তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য অনেক দরকারি একটি পোষ্ট নিয়ে এসেছি।
যার মাধ্যমে আপনি কোন দরকারি কাজের সময় বিরক্তিকর নোটিফিকেশন আসা বন্ধ করতে পারবেন।
তো কি সেই প্রক্রিয়া জানতে হবে পোষ্টটি সম্পূর্ণ পড়ুন।
তো এর জন্য আপনাকে কোন এপ ডাউনলোড করতে হবে না।
সিম্লি চলে জান আপনার সেটিং এ।
তার পরি নিচে থেকে এই অপশন টি খুঁজে বের করুণ।
তার পর নিচের স্ক্রিনশট এর মতো কাজ করুণ।
তার পর এই অপশন টি অন করে দিন অথবা যে এপ আপনার দরকারি মানে যে এপের নোটিফিকেশন আপনার দরকারি সেই এপ ব্যতীত অন্যান্য এপ এর নোটিফিকেশন বন্ধ করে দিন।
।
তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হয় তার পরও যদি কোন সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করুণ অথবা ফেইসবুকে আমি
সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।
সৌজন্যে: WizBD.Com
[Hot Post] রবি দিচ্ছে মাত্র ৫০০ টাকায় ২৫ হাজার এমবি।সবাই পাবেন ১০০% warranty। না দেখলে চরম মিস্।
তার পর কপি করে ট্রিকবিডিতে।
আর সাইটের নাম দেওয়ার কারণ আমার সাইট থেকে কিছু সাইট পোষ্ট কপি করে তাদের সাইটে পোষ্ট করে বিনা ক্রেডিটে।
যদি প্রমান দেখাতে পারেন তাহলে আর আর জীবনে অনালাইনে আসব না।
এখানে সবাই ভাইভাই।
এত কষ্ট করে আমার সাইট টাকে তৈরী করলাম যাতে কেউ কপিবাঝ না বলে তার পরও দেখে মানুষ বলে কপি করি।
নতুবা রিপোর্ট ?
বানানের জন্য রিপোর্ট। নিজে একটা পোষ্ট লিখে দেখেন কতটা কষ্ট। তার পর মানুষের পোষ্টে রিপোর্ট কইরেন।
ধন্যবাদ।