এন্ড্রয়েড অ্যাপ তৈরী করার ১ম পর্বে আপনাদের স্বাগতম।

আসসালামু আলাইকুম।
ট্রিকবিডিতে আপনাদের স্বাগতম।
আজ আপনাদের সামনে আমার এ কারণেই আসা, আর তা হল আমি আপনাদের মোবাইল দিয়ে এন্ড্রয়েড অ্যাপ তৈরী করা শিখাব।
আপনাদের আমি আগের দুইটা পোস্ট করেছিলাম সেগুলো হল কিভাবে গেম বানাবেন ও কিভাবে আপনার সাইটের জন্য অ্যাপ বানাবেন।
কিন্তু সেগুলো ছিল আমার তৈরী করা aia ফাইলের মাধ্যমে। কিন্তু সেখানে আপনাদের শিখার কোন পদ্ধতি ছিল না।
আজ আমি যেই পোস্ট নিয়ে এসেছি এটিতে আপনাদের ফুল ডিজাইন ও ফুল ডেভেলপমেন্ট দেখিয়ে দিব।
আর এই পোস্ট গুলো আমি ৬ পর্বের মধ্যে ভাগ করেছি। আশা করি আপনারা এই পোস্ট গুলো ভাল ভাবে অনুসরণ করলে একটি এন্ড্রইড অ্যাপ তৈরী করতে সক্ষম হবেন।
আমি সর্বপ্রথম এন্ড্রয়েড ব্রওজার অ্যাপ তৈরি করার পর্ব দিব।
পরবর্তিতে কোন অ্যাপ তৈরীর পার্ট দিব তা আপনারা ডিসাইড করবেন।
তো সবাই আমার এই পোস্ট গুলো ভাল ভাবে ও সবটুকু দেখবেন।
ডেমো দেখতে চায়লে আমায় মেসেজ করতে পারেন।
আমার আইডি

তো চলুন প্রথম পর্ব শুরু করা যাক।

এই অ্যাপ তৈরী করতে আপনাদের Puffin web browser লাগবে।
তাই সবাই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।

ডাউনলোড করার পর সবাই অ্যাপ টি ওপেন করুন।
তারপর তার সেটিংসে যান।

এখন আপনাদের mouse এ ক্লিক করতে হবে।

তারপর Trackpad অন করে নিন

এখন আবার ব্যাকে এসে সার্চ বাটনে লিখুন।

App.Thunkable.com

এই লিংকে যান।

সেখানে যাওয়ার পর মাউজ টা ওপেন করে নিন
কারণ মাউজ ছাড়া এখানে কাজ করা যাবে না।

এখন sign in with google এ ক্লিক করুন।

এখন আপনার জিমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগিন করার পর
Create a new app এ ক্লিক করুন।

তারপর অ্যাপ এর নাম দিন আপনি কি নাম দিতে চান।

এখন আপনার নিচের মত একটি স্ক্রিন ওপেন হবে।
হ্যা এটাই আপনাদের অ্যাপ হবে।

এখন আপনাদের প্রথমে এই স্ক্রিন টা সাজাতে হবে।
তাই screen about ক্লিক করে অ্যাপ সম্পর্কে লিখুন।

নিচের মত about লিখুন

এখন আপনাদের অ্যাপ এর নাম টা পূনরায় দিতে হবে।
নিচের মত দিন।

এখন বেকগ্রাউন্ড কালার সেট করার জন্য
নিচের মত ক্লিক করে সেট করুন।

এখন অ্যাপ এর আইকন আপলোড করার জন্য আপনাদের আইকনে ক্লিক করে আপলোডএ ক্লিক করতে হবে।

তারপর আইকন আপলোড দেওয়ার পর আপনাদের স্ক্রিনের সাইজিং চেঞ্জ করে রেস্পন্সিভ করে দিতে হবে।

এখন আপনাদের টাইটেল বার হতে মার্ক তুলে নিতে হবে

এখন আসুন আজকের মূল কাজে
Layout এ ক্লিক করে Horizontal arrangement ড্রাগ করে স্ক্রিনের উপর ছাড়তে হবে।


তারপর এটার height ও width সেট করার জন্য
width এ ক্লিক করে Fill parrent mark করুন।

আর height সেট করার জন্য height এ ক্লিক করে
৩৫ pixel দিন।

তারপর আপনি এটার রঙ সেট করার জন্য
background color এ ক্লিক করে রঙ সিলেক্ট করুন।

আর align vertical এ ক্লিক করে এটা কে left করে নিন।

এখন user iterface এ ক্লিক করুন।

তারপর Textbox ড্রাগ করে ঐ Horizontal এর ভিতর ছাড়তে হবে।

এটার Text এ লিখুন http://

তারপর Button ড্রাগ করে horizontal এর ভিতর ছাড়ুন।

তারপর আবার Web viewer স্ক্রিনের ভিতর ছাড়ূন।

তো বন্ধুরা পোস্ট অনেক বড় হয়ে গেল।
আজ এই পর্যন্তই।

যারা আমার পোস্ট বুঝতে না পারেন তারা এই ভিডিও টি দেখতে পারেন।

ভাল থাকুন সুস্থ থাকুন আর ট্রিকবিডির সাথেই থাকুন।
আর এরকম পোস্ট পেতে ও শেয়ার করতে আমাদের সামর্থন করুন।
আমাদের সাইটঃ-

OurTips24.com


আর এরকম পরের পর্ব গুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখুন।
TipTop BD

56 thoughts on "(এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট) এন্ড্রয়েড Browser অ্যাপ তৈরী করে হাজার হাজার টাকা ইনকাম করুন। পর্ব ১"

  1. Ashraful Author says:
    পেমেন্ট প্রুভ কই
    1. Muhammad Expert Author Post Creator says:
      kiser payment proof?
    1. Muhammad Expert Author Post Creator says:
      tnx
  2. SP Khalad Contributor says:
    eta to just layout
    blocks koi
    1. Muhammad Expert Author Post Creator says:
      2nd part
  3. ASRAF THE PRESENTER Contributor says:
    PC দিয়ে তৈরি করতে চাই।
    ট্রিকবিডিতে পোস্ট থাকলে লিংক দিন?
    1. Muhammad Expert Author Post Creator says:
      apni ei system ei korte parben pc te
    2. ASRAF THE PRESENTER Contributor says:
      Ei system e pc te hobe?
      chrome diye?
    3. Muhammad Expert Author Post Creator says:
      hmm bro hobe
  4. My_idiea Contributor says:
    Earning app niye korle valo hoy, just earning, task by task….ads-vdo.
    1. ইমরুজ Legend Author says:
      ভাইয়া,
      ট্রিকবিডিতে ক্লিক টু আর্ন টাইপ আর্নিং এপ নিয়ে পোষ্ট করা নিষেধ।
      এটাও হয়তো এডমিনরা দেখলে ডিলিট করতে পারে।
    2. My_idiea Contributor says:
      tnx bro
    3. Muhammad Expert Author Post Creator says:
      etato community guideline e pore ni #imruz
    4. Muhammad Expert Author Post Creator says:
      ok dekhi
  5. My_idiea Contributor says:
    valo…& asha kori a to z porjonto pabo & khub e druto…
    1. Muhammad Expert Author Post Creator says:
      try korbo
    1. Muhammad Expert Author Post Creator says:
      tnx
  6. ইমরুজ Legend Author says:
    ভাইয়া,
    খারাপ হয়নি।
    ভালোই লিখেছেন।
    1. Muhammad Expert Author Post Creator says:
      tnx
  7. Sabit Ahmad Author says:
    Ài app gula to responsive na android studio dea app make koren
    1. Muhammad Expert Author Post Creator says:
      responsive
  8. Ridwan Contributor says:
    এটা তো সোহাগের আইডি?
    1. Muhammad Expert Author Post Creator says:
      ami to sohagei
  9. Riadrox Legend Author says:
    ব্রওজার কি ভাই? টাইটেলে
    1. Muhammad Expert Author Post Creator says:
      browser
    2. My_idiea Contributor says:
      ?????

      Browser – ব্রাউজার

  10. v Box? Contributor says:
    good post keep it up..next post taraicahi
    1. Muhammad Expert Author Post Creator says:
      tnx bro
  11. Mdaltuf Contributor says:
    Wow next post
    1. Muhammad Expert Author Post Creator says:
      tnx
  12. প্রিয় Muhammad ভাইয়া,
    অনেক সুন্দর পোষ্ট চালিয়ে যান -!
    Admob এ আজকে ৪১ ডোলার দেখলাম
    – মাত্র ১৩ দিন আগে করা ব্রাউজার -!
    পোষ্ট এই নিয়ে করতে চাইছিলাম – আপনি দিলেন -!
    1. Muhammad Expert Author Post Creator says:
      hmm tnx
  13. simun bd Contributor says:
    nice post
    1. Muhammad Expert Author Post Creator says:
      tnx
  14. abdurrahmanleon6 Contributor says:
    ভাইয়া অামাকে কেউ এ্যাপ বানিয়ে দিবেন।অামি তাকে পারিশ্রমিক দিবো
    1. Muhammad Expert Author Post Creator says:
      amake inbox koren…
  15. abdurrahmanleon6 Contributor says:
    অামি একটা Earning এপ বানাতে চাই।
    1. simun bd Contributor says:
      কত দিবা মামা।
    2. simun bd Contributor says:
      মামা তোমার ফেসবুক আইডি দেও।
  16. Mehedi Hasan Ariyan Subscriber says:
    সুন্দর পোষ্ট। তবে ভাইয়া অাপনার অ্যাপের Aia ফাইলটা দিলে সুবিদা হতো।
    1. Muhammad Expert Author Post Creator says:
      aia file dile to apnara sikhte parben na…
    2. Mehedi Hasan Ariyan Subscriber says:
      তারপরেও একটু সুবিদা হতো অ্যাপটা বানাতে।
  17. abdurrahmanleon6 Contributor says:
    apnader FB Id link Din
    1. Muhammad Expert Author Post Creator says:
      upore ase
  18. Tusher Abdullah Contributor says:
    Aktu taratari post korben….nice post…
    1. Muhammad Expert Author Post Creator says:
      pora sunar phake phake post kori
  19. AL-NOMAN Author says:
    না, পোষ্ট ভাল,
    আমি ও বিষয়ে পোষ্ট দিতে চেয়েছিলাম but এই বিষয়ের সকল কিছু লিখে বুঝানো পুরোপুরি সম্ভব না,
    তাই আর দেওয়া হলো না,
    যাক, তারপর ও আপনি শুরু করেছেন, খুব ভালো।
    আশা করি পোষ্ট চালিয়ে যাবেন।
    1. Muhammad Expert Author Post Creator says:
      insha allah
  20. sharif57 Contributor says:
    Amar app to kaj kore vaia…
    karon ta ki vai?
    1. Muhammad Expert Author Post Creator says:
      mane bujlam na
  21. ASRAF THE PRESENTER Contributor says:
    পিসি কতটুকু করে মিনিমাইজ করে রাখলেন পরদিন ঠিকঠিক পাব?
    না আবার ১ম থেকে করতে হবে?
    1. Muhammad Expert Author Post Creator says:
      thik thak paben
  22. Kamrul Contributor says:
    খুব ভাল পোস্ট ভাই ☺
    Next Part তাড়াতাড়ি দেখতে চাই!…

Leave a Reply