এন্ড্রয়েড অ্যাপ তৈরী করার ১ম পর্বে আপনাদের স্বাগতম।
আসসালামু আলাইকুম।
ট্রিকবিডিতে আপনাদের স্বাগতম।
আজ আপনাদের সামনে আমার এ কারণেই আসা, আর তা হল আমি আপনাদের মোবাইল দিয়ে এন্ড্রয়েড অ্যাপ তৈরী করা শিখাব।
আপনাদের আমি আগের দুইটা পোস্ট করেছিলাম সেগুলো হল কিভাবে গেম বানাবেন ও কিভাবে আপনার সাইটের জন্য অ্যাপ বানাবেন।
কিন্তু সেগুলো ছিল আমার তৈরী করা aia ফাইলের মাধ্যমে। কিন্তু সেখানে আপনাদের শিখার কোন পদ্ধতি ছিল না।
আজ আমি যেই পোস্ট নিয়ে এসেছি এটিতে আপনাদের ফুল ডিজাইন ও ফুল ডেভেলপমেন্ট দেখিয়ে দিব।
আর এই পোস্ট গুলো আমি ৬ পর্বের মধ্যে ভাগ করেছি। আশা করি আপনারা এই পোস্ট গুলো ভাল ভাবে অনুসরণ করলে একটি এন্ড্রইড অ্যাপ তৈরী করতে সক্ষম হবেন।
আমি সর্বপ্রথম এন্ড্রয়েড ব্রওজার অ্যাপ তৈরি করার পর্ব দিব।
পরবর্তিতে কোন অ্যাপ তৈরীর পার্ট দিব তা আপনারা ডিসাইড করবেন।
তো সবাই আমার এই পোস্ট গুলো ভাল ভাবে ও সবটুকু দেখবেন।
ডেমো দেখতে চায়লে আমায় মেসেজ করতে পারেন।
আমার আইডি
তো চলুন প্রথম পর্ব শুরু করা যাক।
এই অ্যাপ তৈরী করতে আপনাদের Puffin web browser লাগবে।
তাই সবাই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করার পর সবাই অ্যাপ টি ওপেন করুন।
তারপর তার সেটিংসে যান।
এখন আপনাদের mouse এ ক্লিক করতে হবে।
এখন আবার ব্যাকে এসে সার্চ বাটনে লিখুন।
App.Thunkable.com
এই লিংকে যান।
সেখানে যাওয়ার পর মাউজ টা ওপেন করে নিন
কারণ মাউজ ছাড়া এখানে কাজ করা যাবে না।
এখন sign in with google এ ক্লিক করুন।
এখন আপনার জিমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগিন করার পর
Create a new app এ ক্লিক করুন।
তারপর অ্যাপ এর নাম দিন আপনি কি নাম দিতে চান।
এখন আপনার নিচের মত একটি স্ক্রিন ওপেন হবে।
হ্যা এটাই আপনাদের অ্যাপ হবে।
এখন আপনাদের প্রথমে এই স্ক্রিন টা সাজাতে হবে।
তাই screen about ক্লিক করে অ্যাপ সম্পর্কে লিখুন।
নিচের মত about লিখুন
এখন আপনাদের অ্যাপ এর নাম টা পূনরায় দিতে হবে।
নিচের মত দিন।
এখন বেকগ্রাউন্ড কালার সেট করার জন্য
নিচের মত ক্লিক করে সেট করুন।
এখন অ্যাপ এর আইকন আপলোড করার জন্য আপনাদের আইকনে ক্লিক করে আপলোডএ ক্লিক করতে হবে।
তারপর আইকন আপলোড দেওয়ার পর আপনাদের স্ক্রিনের সাইজিং চেঞ্জ করে রেস্পন্সিভ করে দিতে হবে।
এখন আপনাদের টাইটেল বার হতে মার্ক তুলে নিতে হবে
এখন আসুন আজকের মূল কাজে
Layout এ ক্লিক করে Horizontal arrangement ড্রাগ করে স্ক্রিনের উপর ছাড়তে হবে।
তারপর এটার height ও width সেট করার জন্য
width এ ক্লিক করে Fill parrent mark করুন।
আর height সেট করার জন্য height এ ক্লিক করে
৩৫ pixel দিন।
তারপর আপনি এটার রঙ সেট করার জন্য
background color এ ক্লিক করে রঙ সিলেক্ট করুন।
আর align vertical এ ক্লিক করে এটা কে left করে নিন।
এখন user iterface এ ক্লিক করুন।
তারপর Textbox ড্রাগ করে ঐ Horizontal এর ভিতর ছাড়তে হবে।
এটার Text এ লিখুন http://
তারপর Button ড্রাগ করে horizontal এর ভিতর ছাড়ুন।
তারপর আবার Web viewer স্ক্রিনের ভিতর ছাড়ূন।
তো বন্ধুরা পোস্ট অনেক বড় হয়ে গেল।
আজ এই পর্যন্তই।
যারা আমার পোস্ট বুঝতে না পারেন তারা এই ভিডিও টি দেখতে পারেন।
ভাল থাকুন সুস্থ থাকুন আর ট্রিকবিডির সাথেই থাকুন।
আর এরকম পোস্ট পেতে ও শেয়ার করতে আমাদের সামর্থন করুন।
আমাদের সাইটঃ-OurTips24.com
আর এরকম পরের পর্ব গুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখুন।
TipTop BD
blocks koi
ট্রিকবিডিতে পোস্ট থাকলে লিংক দিন?
chrome diye?
ট্রিকবিডিতে ক্লিক টু আর্ন টাইপ আর্নিং এপ নিয়ে পোষ্ট করা নিষেধ।
এটাও হয়তো এডমিনরা দেখলে ডিলিট করতে পারে।
খারাপ হয়নি।
ভালোই লিখেছেন।
Browser – ব্রাউজার
অনেক সুন্দর পোষ্ট চালিয়ে যান -!
Admob এ আজকে ৪১ ডোলার দেখলাম
– মাত্র ১৩ দিন আগে করা ব্রাউজার -!
পোষ্ট এই নিয়ে করতে চাইছিলাম – আপনি দিলেন -!
আমি ও বিষয়ে পোষ্ট দিতে চেয়েছিলাম but এই বিষয়ের সকল কিছু লিখে বুঝানো পুরোপুরি সম্ভব না,
তাই আর দেওয়া হলো না,
যাক, তারপর ও আপনি শুরু করেছেন, খুব ভালো।
আশা করি পোষ্ট চালিয়ে যাবেন।
karon ta ki vai?
না আবার ১ম থেকে করতে হবে?
Next Part তাড়াতাড়ি দেখতে চাই!…