আজ শেয়ার করতে যাচ্ছি জাভা ফোনের ওপেরা মিনি যেটা আপনি খুব সহজেই আপনার এন্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন।
** অনেকে ভাববেন এ আর নতুন কি! এটাতো সবাই জানে। – এ পোস্টটি সবজান্তাদের জন্য নয়।
## আসলে এই এপ দুটি আমার ফোনে অনেক বছর যাবৎ ছিল। কিন্তু নেটে এখন আর এটা খুঁজে পাওয়া যায় না। সো,এসইও (SEO) ও ট্রিকবিডির স্বার্থে এ নিয়ে পোস্ট করলাম যেন ভবিষ্যতে কেউ ফাইল দুটি খুঁজলে ট্রিকবিডিতে এসে ডাউনলোড দেয়।
## গত পোস্টটি নিয়ে যারা হাসাহাসি করছিলেন তাদের উদ্দেশ্যে বলছি, ঐ পোস্টটি এখনও অনেক গুরুত্বপূর্ণ ও ভালো এসইও ইফেক্ট ফেলবে বলে আমি মনে করি। আপনারা যদি এসইও আমার চেয়ে বেশি জেনে থাকেন তাহলে সেটা এখানে পোস্টের ভিতর প্রয়োগ করুন। “What I’d do about jealous people? – Just Ignore!”
## যাই হোক মূল পোস্টে ফিরে যাই। এই এপ দুটি Actually জাভা এপই। একে ইমুলেট করে আপনারা চালাইতে পারবেন।
## আর হোস্ট থাকবে Nokia N95 তাই সব সাইট জাভার মতই ব্রাউজ করা যাবে আপনার এন্ড্রয়েড ফোনে।
## শুনেছি কিছু সিমে ফেসবুক ফ্রি চালানো যায় জাভা ফোনের মাধ্যমে। তারা এর মাধ্যেমে ফ্রি ফেসবুক চালাতে পারবেন। (আমি অন্তত চালাইঃ ধন্যবাদ এয়ারটেল!)
যা যা লাগবেঃ
## andme signed.apk [808kb]
## Opera mini 4.4.apk [484kb]
## Opera mini 8.apk [337kb]
যেভাবে ইনস্টল করবেনঃ
## প্রথমেই andme signed.apk ইনস্টল করবেন। (ওপেন করার দরকার নেই, করলে ক্রাশ করবে)
## এরপর আপনার পছন্দমত দুটি ওপেরার যেকোনো একটি অথবা দুটিই ডাউনলোড করেন।
## ইনস্টল করেন। ওপেন করেন।
## লোডিং শুরু হয়ে ওপেরা ইনস্টল হবে।
## বড় স্ক্রিনওয়ালারা ওপেরার টেক্সট ঝাপসা দেখলে, সেটিংস থেকে স্ক্রিন সাইজ ছোট করে নিয়েন।
কিছু স্ক্রিনশটঃ
## ধন্যবাদ!
?????????????????????????????????????☔
## by Riadrox
Email: [email protected]
Facebook: fb/myself.riadrox
about transfar.
#Now don’t tell me ‘sobjanta’
মানহীন পোষ্ট করে নিজে
Past Topic তুলেন কেন?
Seo ইফেক্ট ফেলবে? কিভাবে Captaca করতে হয়?
Seo সম্পকে মনে হয় আমাদের কোন ধারণা নাই?
কয় লাখ ভিউ পড়ে সময়ে বলে দিবে ?
Funny!
Funny!