আসসালামু আলাইকুম।
আশা করি সকলেই ভালো আছেন।

তো কাজের কথায় আসি।এটি শুধু রুট করা ফোনে কাজ করবে।যদি সুপারসেল আইডি কানেক্আট করা থাকে তাহলে এই ট্রিক কাজ করবে না আজকে আপনাদেরকে এমন একটি ট্রিক দেখাবো যেটি করলে আপনার ক্লেশ অফ ক্লেনস আইডি জীবনেও হারাবে না।জিমেইল হারালেও আইডি হারাবে না।এমনকি জিমেইল ছাড়াই আইডিতে ঢুকতে পারবেন।
এজন্য একটি এপ লাগবে।

Name:Taitanium Backup

এপটি প্লেস্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন।

প্রথমে এপটি ডাউনলোড করে এপটিতে ঢুকুন।তারপর রুট পারমিশন চাইলে Allow করে দিন।তারপর Backup/Restore এ জান।ক্লেশ ওফ ক্লেনস সিলেক্ট করুন।

তারপর Backup এ ক্লিক করুন।

কিছুক্ষন সময় নিবে।তারপর ব্যাকআপ হয়ে যাবে।
এবার File manager>>>Device Storage>>>Taitanium Backup  এ
জান।

দেখুন আপনার ব্যাকআপ করা ডাটা এখানে সেভ হয়েছে।শেষের দুইটিই হচ্ছে মুল ডাটা।এই দুটি মেমোরি বা কম্পিউটারে বা গুগল ড্রাইভে  ব্যাকআপ করে রাখুন।






আবার যখন ডাটাগুলো রেস্টোর করার দরকার হবে তখন সেগুলো সিলেক্ট করুন।আমার ডাটাগুলো আমি Sd card এ সেভ করেছিলাম।আমি আমার ব্যাকআপ করা ডাটাগুলো সিলেক্ট করলাম।

decice storage সিলেক্ট করুন

টাইটানিয়াম ব্যাকআপ সিলেক্ট করুন


এখানে পেস্ট করুন


তারপর পেস্ট করুন।তারপর টাইটানিয়াম ব্যাকআপ এপে ঢুকুন।clash of clans সিলেক্ট করুন।
রেস্টোর বাটনে ক্লিক করুন

ডাটা ওনলি

ব্যস কাজ শেষ!!

অনেকের আবার প্রশ্ন থাকতে পারে :ধরুন আমার TH10।আমি Th10 ব্যাকআপ করলাম।একবছর পর আমার Th11 এ নিয়ে আসলাম।কিন্তু আমি যদি Th10 এ ব্যাকআপ দেয়া ডাটা রেস্টোর করি তাহলে কি আবার Th10 এর ডাটা রেস্টোর হবে?

উত্তর:আপনি Th10 এর ডাটা রেস্টোর দিলে Th10 এর ডাটাই রেস্টোর হবে।কিন্তু ক্লেশ অফ ক্লেনে ঢুকতে গেলে Th11 এর ডাটাগুলোও কিছুক্ষন সময় নিয়ে ডাউনলোড হবে।তারপর আপনি আপনার লেটেস্ট ভিলেজটাই পাবেন।

আশা করি বুঝতে পেরেছেন।সবাইকে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

বিঃদ্র:এ নিয়ে আগে করা আমার পোস্টটি ডিলিট করে দিন প্লিজ(এডমিন)

20 thoughts on "পৃথিবী থেকে আপনার জিমেইলটিকে কেউ মুছে ফেললেও আপনার Clash of clans ভিলেজ জীবনেও হারাবে না।(Root)"

    1. Ferdous Ahmed (Reporter) Author Post Creator says:
      thx
  1. Royal Subscriber says:
    Good post
    1. Ferdous Ahmed (Reporter) Author Post Creator says:
      thc
    2. Royal Subscriber says:
      DDos hobe….kalk sokale… trickbd r thakbena….shune rakh…madar chudera
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      ajk rat 1tar por hote start hobe…..(ata shudu admin ra dekhlei ok)
  2. SM SHUVO Contributor says:
    vai kaj korle ki bolbo ato valo post aita ja bole bojhate parbo na
    1. Ferdous Ahmed (Reporter) Author Post Creator says:
      thx for your good comment.
  3. Hasan. 112 Contributor says:
    টাইটেলটা কিন্তু চরম হইছে…!?
  4. Fahad Contributor says:
    tasker app ta niye post koren
  5. King Bad Boy??? Contributor says:
    jodi coc er update ashe tokhono ki village e dhuka jabe??
    1. Ferdous Ahmed (Reporter) Author Post Creator says:
      hmmm
    1. Ferdous Ahmed (Reporter) Author Post Creator says:
      আপনি কি বলতে চাচ্ছেন এই ট্রিকটা কাজ করেনা?আমি জিমেইল ছাড়া আমার আইডিতে ঢুকেছি।আমার মোবাইলে তখন কোন জিমেইল এড করা ছিল না।এটা থেকেই বোঝা যায় যে জিমেইল হারিয়ে গেলেও আইডিতে ঢোকা যাবে ।Understand?
    2. Hmm bujlam khelcen.
      But jodi apbar gmail ta add na thake tahole apni ID te j update gula dilen seta koyhay paben?
      Onno set e gmail ta login dite parben na. So apni ki always titanium backup diye game khelben?
      R jodi bolen ha evabei khelben, tahole ami bolbo apnr game ta online noy, offline .
      Bcoz gmail cara game ta server er sathe connect hote parbena.

      R 1ta kotha mone rakhben, titanium backup kono app er puru data(catch,cockie,history etc) copy kore. Jar jonno ai backup er maddhome jkono app er temporary full control 1 set theke onno set e exchange kora jay.
      Pore, oi mul account e kono poriborton kora hole sei app e o poriborton hoy.

    3. okkhorz Contributor says:
      এ পদ্ধতিতে কোনো ঝুকি নেই।। CR/COC দুইটাই এই পদ্ধতিতে ব্যাক আপ নেওয়া যায়।।
  6. Lokman Hosen Babu Contributor says:
    (root and no root) ar ta dele valo hoto…!!
  7. Mr. Perfect Author says:
    Welcome Back 🙂
  8. Shaheen Uddoula Author says:
    ?…ভাই আপনি হয়তো আগে করেছেন ঠিক আছে কিন্তু এখন sing in problem করবে যদি ডাটা অনেক পুরনো হয়।
    এর থেকে account বার বার recover করায় ভাল।
  9. okkhorz Contributor says:
    অ্যাপের নাম টাইটেল এ দিলে ভালো হতো

Leave a Reply