wel come to TRICKBD
কেমন আছেন সবাই। আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
আমি মাসুদ। আজ আমি একটা ছোটো ট্রিক নিয়ে হাজির হয়েছি।
১মে বলে রাখি যারা জানেন তারা দূরে থাকেন।
আমরা অনেকে মনে করি স্যামসাং ফোনে কোন ফ্লাশ লাইট বিল্ট ইন করা থাকে না। অন্য অ্যাপ ব্যবহার করতে হয়। আসলে সব স্যামসাং ফোনে ফ্লাশ লাইট বিল্ড ইন করা থাকে। কিন্তু সেটি হাইড থাকে। আর অন্য ফোন গুলাতে বাইরেই থাকে।তো আজ আমরা দেখব কিভাবে বাড়তি কোন অ্যাপ ব্যবহার না করে আমরা ফ্লাশ লাইট ইউস করব।আমি তিন টা ফোনে দেখছি সব ফোনে কাজ করে। আসা করি আপনাদের ফোনেও কাজ করবে।
এখন চলে যাই আসল কাজে।
১মে হোম স্ক্রিন থেকেwidgets এ চলে যাই।
এখন চাপ দিয়ে ধরে থাকেন
এখন এটা তে ক্লিক করলেই বাতি জ্বলবে এবং বন্ধ হবে।
এখন থেকে বাড়তি কোন অ্যাপ এর প্রয়োজন হবে না। (বুদ্ধি থাকলে ঘর জামাই যামু কেন)
?কিছু কথা?
আমরা Android phone use করতে অনেক সমস্যায় পরি।কিন্তু ঠিক সময়ে কি করলে সমস্যা থেকে পরিত্রান পাব তা জানিনা। এজন্য আমরা একটি fb group খুলছি। যা আপনাকে অনেক সাহায্য করবে। তাই পোস্ট টি ভাল লাগলে আমাদের গ্রুপে জয়েন করার জন্য অনুরোধ করছি। free facebook link Trick Share Bd
facebook link Trick share Bd
পাশে থাকুন পাশে থাকব…
কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
Notification bar a ache…