প্রথমেই কিছু কথা:
প্রিয় পাঠক, অথর, মডারেটর, এডমিন, ভাই, ও আমার ছোট / বড় ভাই ও বন্ধুরা! সবাই কেমন আছেন? মনে হয় ভালই আছেন । তো যাই হোক ট্রিকবিডি বাংলাদেশের টপ সাইট গুলোর মধ্যে একটি জনপ্রিয় ব্লগ সাইট।

আমি ট্রিক বিডির অনেক পুরানো ভিজিটর ছিলাম। আর ট্রিক বিডিকে অনেক Love করি মানে ভালোবাসি। তাই ট্রিক বিডির সাথে থেকে কিছু করে দেখাতে চাই। তাই এটা আমার এই সামান্য প্রচেষ্টা মাত্র।

আমি জানি আপনারা অনেক অনেক জ্ঞানি। এই লেখা গুলি মোবাইল দিয়ে লিখতে হয় তাই টাইপিং করতে অনেক সমস্যা,ও ভুল হতেই পারে ।

মানুষ বলতেই ভুল হয় তাই আমার পোস্টে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, কোথাও ভুল দেখলে ছোট/বড় ভাই মনে করে ক্ষমা করবেন এবং ভুলটা ধরিয়ে দিবেন। আমি পরবর্তিতে তা শুধরে নিবো।
মনে রাখবেন ব্যবহার ই কিন্তু বংশের পরিচয়।
আজকের বিষয় :

আজকের আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো:

[হট পোস্ট] কিভাবে আপনার গুগল ড্রাইভে ফাইল আপলোড এবং তার লিংক শেয়ার করবেন !!” সবাই পোস্ট টি পুরোটা পড়বেন।

পোস্ট এর প্রিভিও/ বিস্তারিত:

প্রথমে আপনার গুগল ড্রাইভে যান এর জন্য গুগলে ড্রাইভ এপ্স ইউজ করতে পারেন।

আপনার গুগল ড্রাইভে স্পেস পাবেন ১৬ জিবি

এরপর প্লাস আইকনে ক্লিক করে ফোল্ডার Create করবেন। সেই ফোল্ডার এর নাম আমি দিয়েছি এপ্লিকেশন। কারন আমি এপ্স রাখবো তাই আপনারা আপনাদের ইচ্ছেমতো নাম দিতে পারেন। মিউজিক রাখলে মিউজিক লিখবেন। পরে ফোল্ডার এর দিজাইন কালার ও করতে পারবেন। যদি না পারেন আমাকে বলবেন।

এর জন্য গুগলে ড্রাইভ এপ্স ইউজ করতে পারেন।


তারপর প্লাস আইকনে ক্লিক করে আপলোড এ ক্লিক করে অই ফোলারে ফাইল আপলোড করতে পারবেন। এর জন্ন্য গ্যালারি অথবা মেমোরি, অডিও, ইমেজ ভিউয়ার, রিসেন্টলি এইগুলা থেকে ফাইল সিলেক্ট করুন
এরপর

তারপর প্লাস আইকনে ক্লিক করে আপলোড এ ক্লিক করে ফাইল আপলোড করতে পারেন।

এরপর যে ফাইল টি আপলোড করেছ্বন সেই ফাইলের
3Dot এ ক্লিক করে কপি লিনক এ ক্লিক করলেই কপি হয়ে যাবে

শেষ কথা পরিশেষে:
আমি জানি অনেকের পোস্ট টি ভাল লেগেছে। যাদের ভালো লাগেনি তারা বলবেন কোথাই ভালো লাগেনি?

আর হ্যা ছোট্ট একটা মন্তব্য লিখে রেখে যাবেন।

মানে যদি পোস্ট টা ভালো মনে হয়, দরকারি বা উপকারি মনে হয় তাহলে একটা থ্যানক্স দিয়ে যাবেন।

আমি আপনাদের মন্তব্যের আশায় বসে আছি।

তবে কেও খারাপ মন্ত্যব্য করবেন না।

আশা করি সকলে বুঝতে ও পারছেন।

আমার সাথে যোগাযোগ করবেন ,
আমি যথাসম্ভব সাহায্য করার

চেষ্টা করব।

সবাই ভালো থাকবেন, হয় তো এই রকম বা এর চেয়ে ভালো আরো পোস্ট নিয়ে হাজির হবো আরেক দিন, ইনশাল্লাহ।

আমার জন্ন্য দোয়া করবেন।

আপনাদের জন্য ও দোয়া করি।

আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই

বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।

আর সব সময় ট্রিক বিডির

সাথেই থাকবেন।
“ধন্যবাদ ”

16 thoughts on "[HoT] দেখে নিন কিভাবে গুগল ড্রাইভে ফাইল আপলোড ও সেই ফাইলের লিংক কপি করে শেয়ার করবেন"

  1. Fåhäd [Trickbd Fan] Author says:
    ট্রিকবিডি এমন কেউ নেই যে এটা জানে না
  2. Fåhäd [Trickbd Fan] Author says:
    আদি যুগের পোস্ট??????
    1. Trickbd Member Subscriber says:
      ki je bolen ai ta na hoy sobai jane.
      Tai bole tini je post e design korese oi rkm html css ki apne jibone parben??. Ta to trickbd er kew parbona.
  3. unknown Contributor says:
    15 gb not 16 vai ??
  4. rsbablu Contributor says:
    Ata amr class 6 a pora chuto vai o jane..?
  5. শফিক Author says:
    আরে ভাই,,,এটা সবাই জানেতো
  6. rasel591170 Contributor says:
    হাই আমি নতুন সদস্য আমাকে স্বাগতম জানাবেন। আর আপনার পোস্ট খুবই উপকারি। আমার ভাল লেগেছে।ধন্যবাদ
  7. Binidro Contributor says:
    এটা সবাই জানে। তারপরেও একদম বাজে উপস্থাপনা।
  8. MD_Tuofiq Contributor says:
    google Drive এর কয় বছর মেয়াদ ভাই?? playstore 100GB storege কয় বছর মেয়াদ??
  9. Ashraf uddin Author says:
    এই পোস্ট সাপোর্ট টিম এপ্রোভ করে??
    অসাধারন

Leave a Reply