বাংলাদেশে এখন ফোরজি এসেছে ?
২০১৮ সালের এর চেয়ে হাসির জোকস আরও আছে? ??
সিম কম্পানি গুলো তাদের ফোরজি নেটওয়ার্ক নিয়ে
ফেসবুকে একবার বিজ্ঞাপন দিলেই হইছে,
মানুষ কমেন্টে সিম কম্পানির ১৪ গুষ্টি উদ্ধার করবে ?
মানুষ কি আর সাধেই এইরকম করে?
যেখানে অনেক যায়গায় ২জি নেটওয়ার্ক নিয়ে টানাটানি, সেখানে বাংলাদেশ অপারেটররা দিচ্ছে সুপার ফাস্ট ফোরজির নেটওয়ার্রের বিজ্ঞাপন ?
রাগ তো হবেই!
কিন্তু সবসময় কি সিম নেটওয়ার্কেরই দোষ??
না! দোষ থাকতে পারে আপনার ফোনে ?
অনেক সাধের ফোরজি ফোন। অথচ স্পিড গেছে কমে। কমতে কমতে একেবারে টুজি-র মতো গতি দাঁড়িয়ে গিয়েছে ফোনের। ডাউনলোডের স্পিড 1B! এমনকী অনেক ওয়েব পেজ খোলাই যাচ্ছে না ?
এই অবস্থায় যত দোষ নন্দ ঘোষ হয়ে যায় সিম নেটওয়ার্কের!
ওকে! চলুন জেনে নেই।
RAM ক্যাশে ও ভাইরাস ক্লিয়ার করুন
এজন্য ব্যবহার করতে পারেন বিভিন্ন অ্যান্টি ভাইরাস ও RAM ক্লিনার অ্যাপ।
এটা নিয়ে আমি ট্রিকবিডিতে পোস্ট করেছি,
আগের সেই পোস্টি মিস করে থাকলে
নিচ থেকে পড়ে নিতে পারেন।
আপনার স্মার্ট ফোনকে ভাইরাস মুক্ত ও সুরক্ষিত রাখতে জেনে রাখুন এই এ্যান্টি ভাইরাস এ্যাপ সম্পর্কে।
যতদিন যাচ্ছে সিস্টেমের মেমরিকে ম্যানেজ করার ক্ষমতা তত বৃদ্ধি পাচ্ছে অ্যানড্রয়েডের। কিন্তু তা সত্ত্বেও ক্যাশে ও ভাইরাস এর অত্যাচারকে পুরোপুরি দমানো যায়নি। বিশেষ করে আপনার ফোন যদি পুরোনো হয়, আর সেখানে যদি পুরোনো ভারশনই চলে, তা হলে তো কথাই নেই। যাই হোক, এই ক্যাশে ও ভাইরাসগুলিকে ফোন থেকে তাড়াতে না পারলে কিন্তু ফোনের ইন্টারনেট গতি বাড়ানো যাবে না।
তাই অ্যান্টি ভাইরাস অ্যাপ দিয়ে ফোন ক্লিয়ার করুন।
বেশি মেমরির অ্যাপগুলিকে ডিলিট করুন
কিছু অ্যাপ আছে যেগুলি মেমরি ও র্যাম অনেকটা দখল করে বসে থাকে। আবার ব্যাকগ্রাউন্ডেও চলতে থাকে। যার ফলে ফোনের উপর চাপ পড়ে এবং এর প্রভাব পড়ে নেটের গতিতে!
এই অ্যাপগুলিকে সবার আগে আনইনস্টল করুন।
পাশাপাশি যে অ্যাপগুলি সে ভাবে ব্যবহার করেন না, সেগুলিকেও ফোন থেকে ডিলিট করুন।
আপনার ফোনের RAM বা গতি যদি একদমি কম হয় তাহলে ফেসবুক অ্যাপ ও ম্যাসেন্জার আনইনস্টল করে এদের লাইট ভার্সন ব্যবহার করুন।
সঠিক ব্রাউজার ব্যবহার করুন
দ্রুত ওয়েব পেজ খোলার জন্য অপেরা মিনিই বেটার।
এই ব্রাউজার ২জি নেটওয়ার্কেউ অনেক ফাস্ট কাজ করে।
তবে সবচেয়ে ভালো ব্রাউজার নিঃসন্দেহে গুগল ক্রোম। এটিও ব্যবহার করতে পারেন।
আপনার সব পাসওয়ার্ড যেমন মনে রাখে, তেমনই মনে রাখে বুকমার্কও। অনেকগুলি ডিভাইসের মধ্যে সিঙ্ক করতে পারে ক্রোম। যার ফলে আপনি পেতে পারবেন পাওয়ারফুল ইন্টারনেটের অভিজ্ঞতা। কিন্তু ক্রোম অনেকটা জায়গা নিয়ে নেয় বলে, ফোনকে একটু স্লো করে দিতে পারে, তাই কম দামি ফোনে এটা না ব্যবহার করে ওপেরা মিনি ব্যবহারই শ্রেয়।
nice one .
user block দেখাচ্ছে | সমাধান দিন ….
vpn দিয়েও কাজ করছে না |