আস্-সালামু আলাইকুম।আজ আমি google photos এর অসাধারণ features google lence নিয়ে আলোচনা করব।

তো জেনে নিই google lence কী?

google lence হল google photos এর new একটি feature। যা google photos এর update version এ পাওয়া যাবে।

এটি দ্বারা কি কি করা যায়?

google lence দ্বারা আপনার ফোনে থাকা যেকোনো photo এর full details জানতে পারবেন। মানে সেই photo টি কোথাকার বা কিসের photo।

যেমন : যদি কোনো ঘড়ি বা কোনো পণ্য যা কোন মডেল বা কোথায় পাওয়া যায় সব কিছু আপনাকে সহজেই জানিয়ে দেবে। এটার মাধ্যমে আপনি QR code, Bar code read করতে পারবেন।আর যদি কোনো স্থানের সমর্পকে জানতে চান তবে শুধু একটা ছবি তুলে এটার মাধ্যমে সব details জানতে পারবেন।

এক কথায় google algorithm সেটা google search করে আপনাকে সব তথ্য সেকেন্ডই জানিয়ে দিবে।

যদি উপকারের কথা বলি তবে এটাই বলতে হয় যে যদি কোনে photo দেখে আমরা এটার সমর্পকে কে জানতে চাই তবে এতে আপনার অনেক সময় লাগে আর google lence এর মাধ্যমে জানলে আপনার সময় অপচয় কমিয়ে দেবে।

তো এটা ব্যবহার করতে হলে play store গিয়ে google photos এর update version টা নামিয়ে নিন।

যেকোনো একটা ফটো নিন। তারপর screenshot এ দেখানো জায়গায় click করুন।

Get start এ click করুন। এভাবে google lence active করে নিন।

তারপর যেটার সমর্পকে জানতে চান সেটা google lence এর মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন।
আমি আরো কিছু screenshot দিচ্ছি।

7 thoughts on "এসে গেল GOOGLE LENCE।যা এখন android এ ব্যবহার করতে পারবেন।দেখে নিন বিস্তারিত।"

  1. Al-Amin989 Contributor says:
    Tnx 4 share
  2. Khairul Islam✅ Author says:
    পোষ্টটি আগে করা হয়েছে।
    1. mehedi Author Post Creator says:
      ওহ ভাই তাহলে search করে পাইনা কেন।।।
    2. Khairul Islam✅ Author says:
      https://trickbd.com/apps-review/463147
      দেখেন পোষ্টি
    3. mehedi Author Post Creator says:
      Ohhh
  3. Tanvir190 Contributor says:
    ইহা আগেই আসছে।

Leave a Reply