আামাদের ফোনে এনেকসময় এমন কিছু দরকারি এবং অপ্রত্যাশিত জিনিস থাকে যা কারও না ব্যাবহার করাই উত্তম।

তো অনেকসময় আমাদের বন্ধু-বান্ধব বা নিকটবর্তী মানুষদের কোন প্রয়োজনে আমাদের ফোনটি দরকার পড়ে।
কিন্তু, কোনক্রমে যদি সে/তারা যদি ফোন থেকে ঐ গুরুত্বপূর্ণ ফাইলটি ভুলবশত ডিলিট বা অপ্রত্যাশিত জিনিস কৌতুহলী হয়ে ব্যাবহার করে তাহলে তো মুশকিল?

যদি এমন হয় যে,আমরা শুধু তাদের কাঙ্খিত
অ্যাপটিই ব্যাবহার করতে দিব,অন্য কোন কিছুতে নয় তবে কেমন হয়?
এজন্য আমরা সাধারণত বিভিন্ন অ্যাপস লকার ব্যাবহার করি,যার অনেক দুর্বলতা আছে।তবে ঐ দুর্বলতাও কাটিয়ে উঠা যায়।

যাইহোক,আমাদের যদি নিজ ফোনেই এমন একটি অপশন আছে তো আমরা অন্য কোন অ্যাপস লকার ব্যাবহারই বা করব কেন?

তো এটি সেটিংসের ‘Lock screen and Security’ এর অংশ।
এটি বিভিন্ন ফোনে বিভিন্নভাবে থাকতে পারে তাই কষ্ট করে একটু ঘাটাঘাটি করে শুধু ‘Pin Windows’ অপশনটি খুজে বের করুন।

তবে সাবধান!সেটিংসে পিন নামক অনেক অপশন আছে।তাই হুট করে সেগুলো চালু করতে যাবেন না।ফল,আপনার ইচ্ছার বিপরীত।

আমার ক্ষেত্রে এই অপশনটি ‘Settings~Lock Screen and Security~Others Security Settings~Advanced [Pin Windows]

Pin Windows অপশনটি Advance শ্রেণিভুক্ত ৩য়

অপশন।

তো পিন অপশনটিতে প্রবেশ করলে নিচের মতো দেখতে পাবেন।

অফ করা দেখতে পাবেন,অন করে দিন।আর অন করলেই পিন উইন্ডোজ অপশনটি চালু হয়ে যাবে!

পিন চালু করলেই একটি অপশন ‘Ask for Pattern before unpinning’ দেখা যাবে।

কেউ যদি পিন করা অ্যাপ থেকে কোনক্রমে বের হয়েও যায় তাবে এটা চালু করলে সঙ্গে সঙ্গে লক স্ক্রীন দৃশ্যমাণ হবে।ফলে ফোনের পাসওয়ার্ড অথবা প্যাটার্ণ না জানলে কখনই সে ফোনটি ব্যাবহার করতে পারবে না।

এখন চালু তো হলো,কিন্তু অ্যাপটি কিভাবে পিন করব?

তো এর জন্য প্রথম কাঙ্খিত অ্যাপসটিতে ঢুকে রিসেন্ট বাটনে ক্লিক করুন।করলে অ্যাপস উইন্ডো চালু হবে এবং নিচের মতো দেখাবে।

আমি ‘Phone’ অ্যাপটি পিন করব।এবার একটু নিচের দিকে সক্রল করলেই পিনের আইকন দেখতে পাবেন।
এটাতে ক্লিক করলেই অ্যাপটি পিন হয়ে যাবে।

একটা ‘Confirmation Message’ দেখাতে পারে Start -তে ক্লিক করুন।

এবার যদি কাজ শেষ হয়ে যায় তবে নিচের ছবিটির নিয়মে একসাথে দুটি বাটনে ক্লিক করুন।

ব্যাস অ্যাপটি থেকে বের হয়ে যাবেন।

বি.দ্রঃ কোন অ্যপ পিন করা হলে কল,মেসেজ,নোটিফিকেশন প্রভৃতি কাজ নাও করতে পারে।

…. ধৈর্য্য সহিত পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ ….

11 thoughts on "অ্যাপ পিন কী? আপনার অ্যাপ কিভাবে পিন করবেন? [Only for Samsung]"

  1. Biplobpk Contributor says:
    good post broo cary on…….✌✌✌✌???✌✌✌
  2. MD MASUD RANA Author says:
    amar tar modde nai kitkat 4.4.2
  3. ক্যাপশন চেঞ্জ করেন
    এই অপশন সব মোবাইলে থাকে না
  4. MD Mizan Author says:
    বানান অনেক ভুল ভাই?
  5. শফিক Author says:
    eirokom post ache
  6. নীরব Contributor says:
    Copy Post..
    1. Niloy Author Post Creator says:
      Wow!কোথা থেকে যেন, ভাই?
  7. নীরব Contributor says:
    Youtube A Aj theke 3-4 mash ageei dekhci.. And okhan theke dekhe tricks ta use o kori
  8. nurulaminsaid1 Contributor says:
    সব গুলো বঝি না!!!
  9. Masum62786 Contributor says:
    Dett….. last e Unpin korte hoy etai bojalen na….

Leave a Reply