ভূমিকা


সুপ্রভাত কেমন আছেন সবাই??? অনেক দিন পর পোষ্ট করলাম। কারন ছোট একটি টপিক পেয়েছি তো চলুন আজকে টপিক টা আলোচনা করা জাক।

টপিক আলোচনা


আজকের টপিক টা হচ্ছে Developed Option এর Show Surface Update নিয়ে। আসলে এটি অন করলে গোলাপি রশ্মি স্ক্রীন এ প্রতিফলিত হয়। জার জন্য বাচ্চারা ফোন ধরতে পারবে না বা মনে করবে ফোনটি নষ্ট হয়ে গিয়েছে। তো চলুন স্ক্রীন শর্ট এর মাধ্যমে দেখে নেই কিভাবে কাজটি করবেন।

কাজের নিয়মা বলি





কাজ শেষ।

উপসংহার


আজ এটুকু। হয়ত এই অপশনটি সবার জানা আছে কিন্তু অনেকে জানে না তাদের জন্য। আশা করি ভাল লাগেছে।
যোগাযোগ

Add Me Messenger
Add Me Facebook








17 thoughts on "এবার নিজের ফোন কে বাচ্চাদের হাত থেকে বাচান। তাও আবার কোন Apps ছারা। [Full Review]"

  1. Biplobpk Contributor says:
    ke hoib aita
  2. Skp2 Contributor says:
    ???Screenshot valo তা upload দিন।
    1. Skp2 Contributor says:
      অথবা কোনো ট্যাগ use করলে কেটে দিন।Screenshot ছোট হয়ে গেছে।
    2. MD MASUD RANA Author says:
      vai fb use koren
    3. Skp2 Contributor says:
      না,,ভাই,,,,Fb থেকে অবসর নিছি,,,Fb চালানো পরে না,,তাছাড়া পরিক্ষা এখনো শেষ হয়নি,,,
    4. SajibDas Author says:
      স্কিনসট তো ঠিকই আছে,
    5. Skp2 Contributor says:
      না,,,,ওনি কোনো ট্যাগ use করেছেন [h1…h6],ক্লোজিং ট্যাগ দিতে হয়তো ভুলে গেছে,,যার ফলে Screenshot ছোট হয়ে গেছে।,,,আপনি Opera mini [High quality-তে image] গিয়ে দেখতে পারেন,,,,অন্যান্য পোস্ট ঠিক আছে,কিন্তু এটার screenshot ছোট হয়ে গেছে।
    6. SajibDas Author says:
      আমি ফ্রি ব্যাসিক অ্যাপ ব্যবহার করে তো,,সব পোষ্টের স্কিনসট এবং এটার স্কিনসট ও সেম ভাবেই দেখতে পাচ্ছি। হয়তো অপেরাতে সমস্যা হলেও হবে পারে।
    7. Skp2 Contributor says:
      না,,,আপনি ভুল জানেন,,,কারণ অপেরাতেই একমাত্র [h1…h6] ট্যাগ ভুল ব্যবহার করলে,সেই অনুযায়ী Photo দেখায়,,,,আমিও পোস্টের করার সময় এই সমস্যায় পড়েছি,,,Uc Browser এ ঠিক আছে,কিন্তু অপেরাতে নেই,,তখন ট্যাগ সঠিক করে নিই।সম্পূর্ণ Html বান্ধব বর্তমানের ওপেরা মিনি। চেক্ করতে পারেন।
    8. SajibDas Author says:
      ভাই,,আমি অপেরা তেমন ব্যবহার করি না তাই বলতেও পারবো না,,,,আমি বলেছি ফ্রি ব্যাসিক অ্যাপ ব্যবহার এর কথা,,আশা করি বুঝতে পেরেছেন।
  3. মামুন Author says:
    এটা তো আমার কাছেই বিরক্ত মনে হয় ।
  4. H M Khalid Mahmud Contributor says:
    Eta on korle phone use korben kivabe?? ???
  5. Opodartho Contributor says:
    এতো বুদ্ধি নিয়া ঘুমান কেমনে। আমি আগে এইটা দিয়া মজা করতাম। এইটা যে এই কাজেও ব্যবহার করা যায় জানতাম না।
    শুধু প্রবলেম একটাই: বন্ধ করার সময় একটু নিজেকেও এইটা সহ্য করতে হয়
    1. Opodartho Contributor says:
      বাই দ্যা রাস্তা। আমি কি এইটা নিজের ভাষায় আমার সাইটে শেয়ার করতে পারি ?
      কেন পারুম না। আমার মোবাইল। ??

Leave a Reply