আসসালামু অলাইকুম
আশা করি সবাই ভাল আছেন?এবং ট্রিকবিডি এর সাথে আছেন।আজকের পোস্টটিতে সেরা তিনটি ব্রাউজার নিয়ে আলোচনা করা হল।হয়তো আপনার ফোনেই আছে সেরা ব্রাউজিং অ্যাপ।
বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত ভাবাই যায় না।ইন্টারনেট সম্প্রসারণের সাথে সাথে পুরো বিশ্ব জুড়ে প্রতিযোগিতার অন্ত নেই।ইন্টারনেট জুড়ে হাজারো অ্যাপ এবং গেম যেন বিরাট এক গোলোক ধাঁধাঁ।ইন্টারনেট ব্যবহারের জন্য তৈরি হয়েছে অনেক অ্যাপ, এর মধ্যে অনেক অ্যাপ জনপ্রিয় আবার অনেক অ্যাপ ব্যবহার যোগ্য নয়।ইন্টারনেট জুড়ে শত শত অ্যাপের মাঝে সেরা তিনটি অ্যাপের মধ্যে সর্ব সেরা ইন্টারনেট ব্রাউজার নিয়েই আজকের আমার এই টিউন।
Google Chrome অ্যাপটি ২০০৮ সালে গুগোল দ্বারা নির্মিত হয়।অ্যান্ড্রয়েড ফোন গুলোতে AOSP Browser এর পরিবর্তে গুগোল ক্রোম ব্যবহার করা হয়।বর্তমানে প্রায় সেরা ব্রাউজার এর মধ্যে অন্যতম একটি ব্রাউজার এটি।গুগোল প্রদত্ত হওয়ার কারনে এবং কিছু ফিচার এর কারনে এই অ্যাপটি বর্তমানে জনপ্রিয় একটি ব্রাউজারের প্রায় শীর্ষে অবস্থান।এর প্লে স্টোর রেটিং ৪.৩।
Mozilla Firefox বা Firerox ব্রাউজার অ্যাপটি Mozila Foundation এবং Mozila Ccorporation দ্বারা নির্মিত একটি ব্রাউজিং অ্যাপ।২০১৫ সালে ব্রাউজিং জিকো সিস্টেমের কারনে অ্যাপটি জনপ্রিয় হয়ে উঠে।আবার ব্রাউজিং এর কিছু অন্যতম ফিচারের কারনে ওয়েব ব্রাউজিং এক অন্য রকম সুবিধা প্রদান করে থাকে অ্যাপটি।এর প্লেস্টোর রেটিং ৪.৪।
UC Browser হল UC web inc দ্বারা ডেভেলপ করা ফ্রি ওয়েব ব্রাউজিং অ্যাপ।এর মালিকানা হল চীনের আলিবাবা গ্রুপ।ইন্টারনেট ব্রাউজিং স্পিড এবং বিভিন্ন ফিচার এবং কাস্টমাইজেশনের কারনে এটি সবচেয়ে জনপ্রিয় একটি ব্রাউজার হিসেবেব পরিচয় লাভ করে।এর বিভিন্ন ফিচার এবং ইউআই (UI) অন্য অনেক ব্রাউজার ব্যবহার করে থাকে।এর প্লে স্টোর রেটিং ৪.৫।
Google Chrome to UC Browser
- Energy Consumption:
প্রয়োজনের সময় ফোন চার্জ শেষ হলে প্রত্যকের বিরক্তির কারন হয়।ইন্টারনেট ব্যবহার যদি সময় ব্যাপি হয় তা হলে ইন্টারনেট ব্রাউজারের চার্জ ধরে রাখার ক্ষমাতা অনেক গুরুত্বপূর্ণ হয়ে পরে।সেদিক থেকে Chrome এবং UC browser এর তুলনায় Firefox বেশি চার্জ ধরে রাখতে সক্ষম।UC Browser এবং Chrome প্রায় একই চার্জ ধারন ক্ষমতা দিয়ে থাকে।তবে UC Browser third-party app হওয়ার দরুন চার্জ কম ধরে রাখতে সক্ষম।তাই চার্জের দিক দিয়ে Firefox এগিয়ে।
- Memory Usage:
Chrome ব্রাউজার সিস্টেম অ্যাপ হয়ার কারনে Memory usage নেই বললেই চলে। কিন্তু অন্য দিকে বিশেষ করে UC সবচেয়ে বেশি মেমোরি দখল করে নেয়।তাছাড়া UC news এর কারনে সব সময় র্যাম দখল করে রাখে।Firefox ব্রাউজার প্রায় Chrome এর মত কম র্যাম ব্যবহার করে থাকে।তাই মেমোরি ইউজেস এর দিক দিয়ে Chrome অনেকটাই এগিয়ে।
- Startup times:
Chrome এবং UC এর ব্রাউজিং স্পিড এর দিক দিয়ে Firefox opening স্পিড সবচেয়ে দ্রুত।অর্থাৎ ব্রাউজিং স্পিড এবং অন্য যেকোন কাজে Firefox দ্রুত কাজ করে থাকে, তাছাড়া অ্যাপটিতে রয়েছে জিকো মোড।Chrome প্রায় 3 সেকেন্ড এবং UC 4.5 সেকেন্ড এবং Firefox 2 সেকেন্ড এই দ্রুতিতে কাজ করে থাকে।
- Browsing web:
ইন্টারনেট স্পিড কম হলে ব্রাউজিং এর জন্য UC অন্য ব্রাউজারের তুলনায় উত্তম।বিভিন্ন ব্রাউজারের lite mode এবং ডাটা সেভার মোড অন্য ডাটা ইউজার দের জন্য খুব প্রয়োজনীয়।বিশেষ করে UC Browser এর মত সেটিং এবং কাস্টমাইজেশন Chrome কিংবা Firefox ব্রাউজারে নেই।এজন্য অনেক ব্যবহারকারি ক্রোম ব্যবহার না করে ইউসি কেই প্রাধান্য দেয়।
- Storage:
Chrome ব্রাউজারের পেকেজ মেমোরি বেশি হলেও কয়েক দিন ব্যবহারের পর Chrome প্রায় 80+ Mb এবং Firefox 50 Mb স্টোরেজ দখল করে নেয়।কিন্তু UC Browser পেকেজ মাত্র 30 Mb হলেও প্রায় 250+ Mb দখল করে নেয়।তাই স্টোরেজ এর দিক দিয়ে Firefox এগিয়ে।যাদের ফোনে স্টোরেজ অনেক কম তারা ক্রোম ব্যবহার করায় উত্তম মনে করেন।
- Interface:
ইন্টারফেস এর দিক দিয়ে প্রায় UC সবচেয়ে ভাল।তবে Chrome এবং Firefox এর ইন্টারফেস ও অনেকটায় সাধারণ।বিশেষ করে UC এর বিভিন্ন কাস্টমাইজেশন ফিচার থাকায় UC অনেকটাই উত্তম।UC Browser এর অনেক ফিচার সমুহ Chrome বা Firefox ব্রাউজারে নেই।যার কারনে অনেকেই Chrome ব্যবহার করতে চান না।আবার UC ব্রাউজারের কিছু ফিচার সমুহ ক্রোম এবং ফায়ারফক্স এর থেকে উন্নত কাজ করে থাকে।একারনে অনেক ফিচার এবং কাস্টমাইজেশন এর দিক দিয়ে UC সবার এগিয়ে।
- Security:
UC বা Firefox কোন ভাবেই Chrome ব্রাউজারের মত সিকিউরিটি এবং প্রাইভেসি দিতে পারবে না।কিছু দিন আগেই UC Browser এর ব্যক্তিগত তথ্য অপব্যবহারের কারনে প্লেস্টোর থেকে রিমুভ করা হয়।কিন্তু Firefox এর এমন কোন কিছু এখন পর্যন্ত ঘটে নিই।ব্রাউজিং সিকিউরিটি এবং তথ্য নিরাপদে রাখার জন্য Chrome ব্যবহার করায় উত্তম।যদিও গুগোল এসব তথ্য সংরক্ষন করে তবুও Chrome ব্যবহার করায় উত্তম।
- Actual things:
সব গুলো ব্রাউজারের মধ্যে News, AD ইত্যাদি থাকা সত্ত্বেও UC news এবং UC notification সবার বিরক্তির কারন।এই দুটি কারনেই অনেকে UC ব্যবহার থেকে বিরত থাকেন।যদিও হোমপেজ থেকে UC news off করে রাখা সম্ভব হয়।তবুও কিছু নোটিফিকেশন অফ করে রাখা সম্ভব হয় না।আবার ইউসি ব্রাউজারের মত AD Blocker খুব কম ব্রাউজার ব্যবহার করে থাকে।ক্রোম বা ফায়ারফক্স এমন অনেক ফিচার দিতে সক্ষম নয়।আবার অনেক ফিচার গুলো সঠিক ভাবে কাজ করে না এই ব্রাউজার গুলোতে।ইউসি ব্রাউজার এই দিক দিয়ে এগিয়ে আছে।
ইন্টারনেট জুরে হাজারো ব্রাউজার এবং স্টাইলিশ ইউআই এবং প্রায় সবধরনে ফিচার যুক্ত অ্যাপ থাকা সত্ত্বেও অন্য ব্রাউজার গুলো সেরা দের তালিকায় না থেকে কিছু অ্যাপ গুলোই সবার কাছে সেরা হয়ে থাকে। সর্ব কালের সেরা ব্রাউজারের মধ্যে সাধারণত গুগোল ক্রোম,ফায়ারফক্স এবং ইউসি ধরা হলেও, এদের মধ্যে ইউসি ব্রাউজার কেই সর্ব সেরা ব্রাউজার হিসেবে ধরা হয়।কেননা কোটি ইউজার এবং স্টাইলিশ ইউআই এবং শত ধরনে ইউজার কম্বিনেশন এবং কাস্টমাইজেশন ও সেরা ফিচার গুলির কারনে ইউসি ব্রাউজার কে সর্ব কালের সেরা ব্রাউজার হিসেবে ধরা হয়।তাই আপানার কাছে যদি ইউসি ব্রাউজার থেকে থাকে তা হলে আপনি ব্যবহার করছেন বিশ্বের এক নম্বর অ্যান্ড্রয়েড ব্রাউজার (অ্যান্ড্রোয়েডের জন্য ইউসি ব্রাউজার #১ নম্বর ব্রাউজার এটি গুগোল তথ্য এবং ব্যবহারের বিধি এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে লেখা, তাই কেউ দ্বিমত পোষন করলে যুক্তি সহ লিখবেন)।
পুরো বিশ্বে ইউসি ব্রাউজার এক নম্বর হিসেবে ধরা হলেও ফিচার গত দিক দিয়ে আমার কাছে Via ব্রাউজারটি সর্ব সেরা মনে হয়েছে।আপানারও যদি মনে হয় আপনার ব্যবহার করা কোন ব্রাউজার সত্যি সেরা মানের সব ফিচার রয়েছে তা হলে আপনার ব্রাউজারটির নাম কমেন্ট করে জানান।
পূর্ববর্তী পোস্ট সমুহঃ
-
[Robi TV] রবি টিভি ফিরে এলো একদম নতুন রূপে নতুন সব ফিচারে। কোন ধরনে সাবস্ক্রিপশন ছাড়ায় একদম বিনামূল্যে।
-
[don’t miss] PPSSPP app নিয়ে বিস্তারিত এবং God Of War Highly Compressed Game ৪০০ এমবি গেম মাত্র ৮৫ এমবি সাথে রিভিও।
মন্তব্যঃ
পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ। পোস্ট সম্পর্কিত কোন তথ্য বা মতামতের জন্য কমেন্ট করে জানান।টেক বিষয়ে যাবতীয় কোন সমস্যার জন্য কমেন্ট করুন।
সম্পূর্ণ ক্রেডিটঃ Shaheen
Message: Shaheen
এই পোস্ট অন্য কোথাও করা হয় নিই।ট্রিকবিডিতেই প্রথম প্রকাশ।তাই আমার পোস্ট কেউ কপি করার চেষ্টা করবেন না(করাতো দূরে থাক)।যদি অন্য কোথাও পোস্ট করতে চান তাহলে আমার অনুমতি নিয়ে করবেন এবং ক্রেডিট সহ দিবেন।ধন্যবাদ।
কিন্তু Thumbnail টা কেমন একটা হয়ে গেল না???
এই লাইনটা –সর্ব সেরা ব্রাউজার আপনি ব্যবহার করছেন না তো?
কিন্তু অন্য কম্পানির ফোন গুলোর ব্রাউজিং অ্যাপের কথা চিন্তা করুন?
[আপনি এবং আমি না হয় সেট রুট করে স্যামসাং অ্যাপ পোর্ট করলাম অন্যেরা কি করবে..☺]
ব্রো পাফিন ব্রাউজার সার্ভার ব্যবহার করে থাকে বলে স্পিড ভাল, কিন্তু এর কারনেই ডাটা ইউজার (mid county +low earning country) খুব কম ব্যবহার করে, আর সব কিছু পস্টে লেখা প্রত্যকের কাছে ভিন্ন ভিন্ন ব্রাউজার বেস্ট কিন্তু বিশ্বে শুধু এক জনের মতামত গ্রহন করা হয় না।☺
[আর ইন্টারনেট ব্যবহার কারির মধ্যে খুব কম ব্যক্তি পাফেন ব্যবহার করে]
আর অ্যাপ (Chrome /Firerox/UC) ওপেন করে সেম ইউআরএল টাইপ করে সম্পূর্ণ পেজ লোড নেওয়ার গড় সময় টা Star up time হিসেবে ধরা হয়েছে। (অ্যাপ ওপেন হওয়ার টাইম নয়)
[আসলে বিস্তারিত না লেখায় এমনটা হচ্ছে এজন্য খুব দুঃখীত]
আর ব্রো আমার ফোনে Chrome, AOSP browser & UC Browser built – in.. এখন বলুন কোনটা বেস্ট? ☺
কারণটা কী কেউ জানেন??
জানলে জানাবেন প্লিজ
প্রবলেম সলভ না হলে সেটা ঐ সাইট প্রবলেম অন্য সাইট ব্যবহার করুন।
[ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যাবে না ইউসি থেকে]
[যদিও 10GB+ Storae তবুও Built -in অ্যাপ দিয়ে কাজ করা সম্ভব হয় তা হলে আমি Thirdly party অ্যাপ ব্যবহার করি না]
অনেকবার আনইন্সটল করা হয়ে গেছে অলরেডি… কোনও কাজ হয় নাই… আর ইউটিউব থেকে ডাওনলোড হবে না কেন??
কারন Youtube ভিডিও ডাউনলোড করা গুগোল পলিসির বিরুদ্ধে।আর ঐ সকল অ্যাপ প্লে স্টোরে আপ দিলেও পাবলিশ হবে না।
তাই UC Browser পাবলিশ এর জন্য ফিচার লিমিটেড করে রাখা।
আর ব্রো আপনি ভিডিও স্ট্রিম না দিয়ে সাধারণ ভিডিও ডাউনলোড করে দেখুন কাজ হয় কি না।কারন কিছু কিছু স্ট্রিম ভিডিও ডাউনলোড করতে পারবেন না।
আপনি সাধারণ “ফিউশনবিডি” সাইট থেকে ট্রায় করুন কোন ভিডিও যদি ডাউনলোড হয় তা হলে কমেন্ট করে জানান।
ADM ব্যবহার করেন ব্রো…এর ছাড়া আর কোন সমাধান নেই।?
আর অ্যাপ (Chrome /Firerox/UC) ওপেন করে সেম ইউআরএল টাইপ করে সম্পূর্ণ পেজ লোড নেওয়ার গড় সময় টা Star up time হিসেবে ধরা হয়েছে। (অ্যাপ ওপেন হওয়ার টাইম নয়)
[আসলে বিস্তারিত না লেখায় এমনটা হচ্ছে এজন্য খুব দুঃখীত]
Akdom jukti diye sob valo vabe bojaicen…
Uc Amr valo Lage tik kinto uc news/ads & Beshi ram-rom use ar karone uc use k0ri na… Akn o sei Opeara mini valo lage 😀
..
আর Opera Mini old (1 mb+) ঐ টা আমিও ব্যবহার করি কিন্তু সব সাইট ব্যবহার করতে পারবেন না।
all site working.in data save disabled.
convertet to 1 mb opera when data saving extrem.
r vai k bolse j firefox e ad block kora jay na??
ami nije ad block use korsi
2. অ্যাপটি মোড করে নিন।
আর অ্যাপ মোড করতে না পারলে fonts এর নাম দিয়ে দিন। (লিংক দিয়ে দিলে সবচেয়ে ভাল)
আমি মোড করে লিংক দিয়ে দিব।ধন্যবাদ। ☺
uc mini?? naki uc browser??
আর যদি BDuplode এর মর third party server থেকে ডাউনলোড করেন তা হলে ADM Pro is best ever.
http://revdownload.com/index.php?id=android-advanced-download-manager-free-download&hash=3fc175620deaf473beae816e93a7a49ca7b903c8462176bef2935b14c705d823&token=1526288118
এখানে গিয়ে এই লেখায় click করুন
*.Download Apk (Paid)