সুপ্রিয় ভিউয়ার্স!
আশা করি সবাই ভালো আছেন।
তা আমি অনেক দিনপর আসলাম একটি পোস্ট নিয়ে।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এন্ডোয়েড মোবাইল হার্ড রিসেট দিতে হয়।

হার্ড রিসেট দেয়ার কারনঃ-
সাধারনত হার্ড রিসেট দেয়া হয় যখন ফোনের প্যাটার্ন, পাসওয়ার্ড অথবা সিকিউরিটি ভুলে যান তখন ফোনটি আনলক করতে হলে উপায়টি অবলম্বন করতে হয়। তা হার্ড রিসেট দেয়ার জন্য আপনাকে অবশ্যই আমার পোস্টী সম্পুর্ন পড়তে হবে।

হার্ড রিসেট দেয়ার পুর্বে আপনার আবশ্যিক করণীয়ঃ-
১।ফোনের সিম এবং মেমোরি খুলে নিবেন।
২। ফুল চার্জ দিয়ে নিবেন।
৩। মোবাইল টি অফ করে পোস্ট অনুযায়ী কাজ করবেন।
আর হ্যা রিসেট মানেই ফোনটি সম্পুর্ন নতুন করা। আর তা শুধুমাত্র ইন্টারনাল।
এক্সটারনাল নয়। তাই যদি ফোনে দরকারি কিছু থেকে থাকে তাহলে আমি অনেক আগে ট্রিকবিডিতে একটা পোস্ট দেখেছিলাম যে কিভাবে লকড ফোনের ভিতরের ফাইল বা অন্য কিছু এক্সেস করা যায়। আপনি গুগল করে যেনে নিবেন। আমি এই পোস্টে এই ব্যাপারে কিছুই বলছি না। যেহেতু হার্ড রিসেটের কারনে ফাইল কেটে যাবে।

যাই হোক আমরা আজ সামসাং জে১ রিসেট দিবো।

১। এবার পাওয়ার বাটন,হোম বাটন & ভলিউম প্লাস বাটন চেপে ধরে কিছুক্ষন অপেক্ষা করুন।

২। এবার দেখুন স্ক্রিনে No Command এসেছে।
এবার পাওয়ার বাটনে একটি মাত্র চাপ দিন।

এবার দেখুন অনেকগুলা অপশন আসছে।
এখন দেখুন ৩ নাম্বারে একটা অপশন আছে Wipe Data Factory Reset.
একটা বিষয় খেয়াল রাখবেন যে এখানে টাচ কাজ করবে না।
তাই আপনাকে আপডাউন এর জন্য ভলিউম + – & আর অপশন সিলেক্ট এবং কমান্ডের জন্য পাওয়ার বাটন।
৩। এবার পাওয়ার বাটন চাপুন।

এখানে দেখুন অনেকগুলা No
এবং একটা মাত্র Yes………etc
৪। পাওয়ার বাটন এর মাধ্যমে এইটাতে ক্লিক করান।

ব্যাস এবার ইরেজিং শুরু হবে।

৫। খুব বেশি সময় লাগবে না। এবার Rebot দিন।
অন হতে সময় লাগবে তাই চিন্তার কোন কারন নাই।
অন হলে সেটাপ দিন। কোন লক থাকবে না।

নিচের ভিডিওটি দেখুন। সম্পুর্ন দেয়া আছে।

বিঃদ্রঃ-কোন কারনে আপনার ফোনের কিছু হলে আমি বা সাইট কেউই দায়ি নই।
নিজ দায়িত্ব নিয়ে কাজ করবেন ধন্যবাদ।

49 thoughts on "কিভাবে একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন হার্ড রিসেট দেয়া যায়। || ভুলে যাওয়া প্যাটার্ন বা পিন খুলতে কাজে লাগবে। || একবার দেখুন।"

    1. Ashraf uddin Author Post Creator says:
      Thank You!
    2. Md Naimur Rahman Contributor says:
      vaia Marshmallow version e reset dile phone start neyar somoi gmail chai….ami jodi vule jai tahole ki korbo….
    3. Ashraf uddin Author Post Creator says:
      maybe rom dite hoy.
    4. Ashraf uddin Author Post Creator says:
      onekdin por jodio reply dicci.
      eta frp lock
      kular proyojon hole inbox korben
  1. Skp2 Contributor says:
    ফুল চার্জ প্রয়োজন পড়ে না।,,,আমার মোবাইল প্রায় 20+ বার দেওয়া,,, 30+ চার্জ হলেও হয়েছে।
    1. Ashraf uddin Author Post Creator says:
      হ্যা ভাই ৫% দিয়েও হার্ড রিসেট দেয়া যায়।
      আমি যাস্ট রিস্ক ফ্রি করলাম।
      ধন্যবাদ।
    2. Skp2 Contributor says:
      ???
  2. MD MASUD RANA Author says:
    অনেক আগেই জানি but tnx for share
    1. Ashraf uddin Author Post Creator says:
      হ্যা নতুনদের জন্য কাজে দিবে।
      আপ্নাকেও অনেক ধন্যবাদ।
  3. Imran Natore Author says:
    sobai to jane vai…. r post o kora ase
    1. Ashraf uddin Author Post Creator says:
      ভুল বললেন।
      সবাই জানলেও কিভাবে করতে হয় জানেনা।
      আপনি নাহয় কাল পর্যন্ত দেখেন।
      ধন্যবাদ।
    2. Alamgir Author says:
      .
      ha trickbd er sob post sobai jane na tahole jegula kora ase segula akdik theke abar krte thakun.
      Karon apnar post taw apnar cheye valo vabe kora ase.
      Kintu rag holo je apne sudu samsung er commbination bollen symphony ba other phn gula te to r home button lagena. Abar samsung kono kono phn ei home button lagena.
      Factory mode akek phn ba akek companir set a akek vabe ante hoy. Post title disen jevabe sevabe post den nai.
      Tahole ata ki post korsen? Naki karo phn atke gesilo tai ak dil a 2 kaj chaliye dilen?
    3. Ashraf uddin Author Post Creator says:
      ভাই বুঝলাম।
      কিন্তু ভাই আপনি নিশ্চয় খেয়াল করছেন হুবহু কপি করা পোস্টও ট্রিকবিডিতে করছে অনেকে।
      আর এখানে আমি নিজে থেকে কস্ট করে ছবি নিলাম। নিজের মত করে লেখলাম। আর হ্যা আমি টাইটেলটা SEO ফ্রেন্ডলি লিখেছি। তাছাড়া আপনাকে কে বললো ভাই অনেক সামসাং হোম বাটন ছাড়াই ফ্যাক্টরি মোডে যায়। আমি এটাও জানি অন্য কোম্পানির ফোন গুলাতে লক কি & ভলিউম + অর – লাগে ফ্যাক্টরি তে যেতে।
      আর হ্যা ভাই কারো ফোন আটকাইছিলো এই কথাটা সটিক কেননা আমার মত সাধারণ মানুষ ইচ্ছা করে হার্ড রিসেট দিবে কেনো।
  4. Maruf Contributor says:
    সব বাটনেই চাপদিতে হবে । আপনি তো লিখেছেন যে volium+
    volium – তো লেখেননি
    1. Ashraf uddin Author Post Creator says:
      একটু ভালো করে দেখুন।
    2. Maruf Contributor says:
      তুমি ফোনের সবগুলো বাটন চাপ দেওয়ার কথায় পোষ্টে volium+ লিখেছ । কিন্তু volium- লিখনি
    3. Ashraf uddin Author Post Creator says:
      আর বুট মেনুতে যেতে কে বলেছে সব বাটনে চাপ দেয়া লাগে।
      তাহলে আমি যে লাইভ ভিডিও করলাম অইটা কি মিথ্যা।
      ধন্যবাদ কমেন্টের জন্য।
  5. শফিক Author says:
    onekbar esob kaz korsi….post dewar jonno tnxxx
    1. Ashraf uddin Author Post Creator says:
      ভালো।
  6. Rasel Mahmud Contributor says:
    Bro age jantam
    1. Ashraf uddin Author Post Creator says:
      আমি ২০১৪ তে জানতাম।
      ধন্যবাদ।
    2. Rasel Mahmud Contributor says:
      Ami 2013-14 a e jantam bro
  7. mmonir454 Contributor says:
    ভাই এখন এগুলা সবাই জানে
  8. Roy Contributor says:
    Ami to class five theke jani
  9. Nashurollah Contributor says:
    , খুব দরকারি পোস্ট
    1. Ashraf uddin Author Post Creator says:
      ধন্যবাদ।
      আমি উপকৃত হলাম।
      পোস্ট টা কারো কাজে দিবে!
  10. Ahmed mamun Contributor says:
    সুন্দর পোস্ট
    1. Ashraf uddin Author Post Creator says:
      আপনাকে অনেক ধন্যবাদ।
  11. Ahmed mamun Contributor says:
    চমৎকার পোস্ট
  12. SB Contributor says:
    pc diye kivabe sony xperia l2 flash korbo????????????
    kon software box lagbe???????????
    1. Ashraf uddin Author Post Creator says:
      সম্ভবত Odin দিয়ে দেয়।
      এক্সপার্ট দের সাহাজ্য দিন।
    2. S.m Tariqul Islam Anny Author says:
      সনির জন্য অডিন না Flash Tool দিয়ে ফ্ল্যাশ দিতে হয়। গুগলে সনির ফ্ল্যাশ টুল লেখে সার্চ দিয়ে ডাউনলোড করতে পারবেন।
    3. Ashraf uddin Author Post Creator says:
      জানতাম না।
      জানানোর জন্য ধন্যবাদ।
    4. SB Contributor says:
      Software box lage na??????????????
  13. Labib Author says:
    জানি। তবুও পোষ্ট করার জন্য ধন্যবাদ।
  14. ধন্যবাদ।জানতাম না।অনেক কাজের পোস্ট।ভাই আমার মোবাইল যখন বিদেশ থেকে পাঠানো হয়েছিল তখন হ্যাং একেবারেই ছিল না।কিন্তু আমার মোবাইলে রিসেট মারলেও এখন হাল্কা হ্যাং করে।হার্ড রিসেট দিলে কি হ্যাং ফ্রি হবে?
    1. Ashraf uddin Author Post Creator says:
      জানিনা ভাই।
      আমার ফোনটা আগে যেরকম চলত এখন আর সেরকম চলে না। কারন আগে যে এপ গুলা ব্যাবহার হত তা এখন অনেক আপডেট নিচে যার ফলে এখন আর আগেরমত চলেনা।
      তবে ট্রাই করতে পারেন।।
      আচ্ছা আপনি কি Wowbox ব্যবহার করেন???
  15. Aasif Contributor says:
    Vai apnar phoner model ki SM360H?
    1. Ashraf uddin Author Post Creator says:
      কেন ???
      আমি কি জানতে পারি।
      আর হার্ড রিসেট প্রসেস সব ফোনেরই একি রকম।
    2. Aasif Contributor says:
      Jodi tai hoy tahole oi model er phone root kore kmne eta niye post krle vlo hoto.
    3. Ashraf uddin Author Post Creator says:
      ট্রাই করবো।
      ইনশাআল্লাহ।
    4. Aasif Contributor says:
      প্লিজ ভাই। দরকার ছিল।
  16. Riyad749 Contributor says:
    Vai Help lagbe.
    apnar fb id den…
    1. Ashraf uddin Author Post Creator says:
      fb.com/ashrafuddinjewel
    2. Riyad749 Contributor says:
      msg korte parchI na…
      apni amake akta msg koren…
      fb.com/thatsriyad
    3. Ashraf uddin Author Post Creator says:
      রিকু দিয়ে মেসেজ করেন।
      আমি ব্যস্ত আছি।
    1. Ashraf uddin Author Post Creator says:
      thanks

Leave a Reply