টাইটেল দেখেই বুঝতে পেরেছেন কি নিয়ে এই পোস্ট।

আরো ভালো মত বুঝতে চাইলে পোস্ট টা লক্ষ করতে থাকুন।

এই পোস্টে আমি যা দেখাতে চলেছি সেটার জন্য লাগবে একটা Android মোবাইল এবং একটা কম্পিউটার/ল্যাপটপ।

তবে আপনি যদি কম্পিউটার ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনার কম্পিউটারে Bluetooth Adapter থাকা লাগবে।

তবে ল্যাপটপ এ এটা থেকে।

আমি এই ট্রিক টির জন্য একটা ল্যাপটপ এবং একটা Android মোবাইল ব্যাবহার করছি।

প্রথমে আপনি আপনার ল্যাপটপ এবং Android এর ব্লুটুথ চালু করুন।

তারপর ল্যাপটপ এর ব্লুটুথ ওপেন করুন।

(ছবি গুলো কিঞ্চিৎ ঘোলাটে লাগবে। ভিডিও থেকে স্ক্রিনশট দেওয়া তো তাই। অনুরোধ করছি একটু কষ্ট করে ছবি গুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এ বিষয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না। ভালো না লাগলে প্রয়োজনে রিপোর্ট করবেন। বিবেচনায় রেখে অ্যাডমিন প্যানেল প্রয়োজনে পোস্ট টি ডিলিট করে দিবেন।)

Add a Device এ ক্লিক করুন।

Android মোবাইলের ব্লুটুথ নাম পাওয়ার পরে সেটাতে ক্লিক দিয়ে কানেক্ট করুন।



 




কানেক্ট হওয়ার পরে দেখবেন ল্যাপটপ এ একটা পেইজ ওপেন হয়েছে।

দেখুন একটা অপশন কানেক্ট হয়েই আছে, যে টা কিছু করা লাগবে না, এমনই থাক।

আরেকটি অপশন দেখুন ডিস্কানেক্ট হয়ে আছে। সেই অপশন এর Connect এ ক্লিক দিয়ে কানেক্ট করে নিন।

এখন দেখুন দুইটা অপশন ই Disconnect দেখাচ্ছে।

Disconnect দেখাচ্ছে বলে ভাববেন না যে কানেক্ট নেই।

আসলে কানেক্ট আছে। তবে ঐখানে ক্লিক করলে ডিসকানেক্ট হয়ে যাবে।

খেয়াল করুন মোবাইলেউ Connected দেখাচ্ছে।

 

এখন আপনি মোবাইলে কোনো মিউজিক প্লে করলেই ল্যাপটপ এ শোনা যাবে।

মানে ল্যাপটপ টা হয়ে গেলো আপনার মোবাইলের জন্য আওউটপুট ব্লুটুথ সাউন্ড প্লেয়ার।

উপরের ছবিটা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আপনি চাইলে ল্যাপটপ দিয়েই আপনার মোবাইলের গান কন্ট্রোল করতে পারবেন।

এইবার ল্যাপটপে সাউন্ড বক্সের লাইন দিন। আর দূর থেকে মোবাইলে গান প্লে করুন। আর সেই গান বাজবে আপনার বক্সে।

পোস্টের আলচনা শেষ।

কারো বুঝতে সমস্যা হলে এই ট্রিক নিয়ে বিস্তারিত ভিডিও টি নিচে থেকে দেখে নিতে পারেন।

 




ভুলত্রুটি মার্জনা করবেন।


পোস্ট টা সবার ভালো না ও লাগতে পারে।

  • যদি ভালো না লাগে তাহলে কোনো বাজে কম্মেন্ট না করে পোস্ট টি এড়িয়ে যান।
  • আর ভালো লাগলে কষ্ট করে পোস্ট টি তে লাইক দিয়ে আপনার মন্তব্য টা জানিয়ে দিবেন প্লিজ।

 

প্রায় ৬৫+ ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেল *এখানে*

ফেইসবুকে আমি

আল্লাহ হাফেজ

2 thoughts on "Android মোবাইলের মিউজিক Play/Stop/Next/Previous করুন কম্পিউটার দিয়ে।"

  1. Farhan Subscriber says:
    wow good post
    1. Tuhin Author Post Creator says:
      tnx

Leave a Reply