আস্‌সালামু আলাইকুম৷ আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালই আছেন। পবিত্র রমজানের শুভেচ্ছা। সিয়াম সাধনার এই মাসে আল্লাহ আমাদেরকে পুরো ত্রিশ / ঊনত্রিশটি রোজা রাখার তাওফিক দান করুন। রমজান মাস সিয়াম সাধনার পবিত্র মাস। এমাসের পবিত্রতা রক্ষা করা প্রত্যেকজন মানুষের কর্তব্য। আমরা মুসলমান হিসেবে আমাদের উচিত এই সকল প্রকার গোনাহে লিপ্ত হওয়া থেকে বিরত থাকা। ট্রিকবিডিতে মুভি রিভিউ করে অনেকেই পোস্ট করেন। আমি এটার বিরোধিতা করছিনা। তবে আমার মনে হয় রমজানের পবিত্রতা রক্ষা করনার্থে রমজানে মুভি রিভিউ বিষয়ক পোস্ট না করলেই ভাল হয়। আমার কথায় কষ্ট নিবেন না কেউ মনে। আমি আমার ব্যক্তিগত মতটা পরামর্শ হিসেবে বললাম। মানা বা না মানা যার যার ব্যাপার। লেখালেখিতে আমার পূর্ব অভিজ্ঞতার ঝুলি নিতান্তই অল্প। সুতরাং যদি কোনো ভুল চোখে পরে তাহলে অবশ্যই সুন্দর ভাষায় বুঝিয়ে দিবেন৷

 

আপনার যদি খারাপ কমেন্ট করার অভ্যাস থাকে কিংবা আপনি যদি এটি সম্পর্কে আগে থেকেই জেনে থাকেন তাহলে সময় নষ্ট করে শুধু শুধু এই পোস্ট পড়ার প্রয়োজন নেই৷

 

UC Browser তো প্রায় সকলেই আমরা ব্যবহার করে থাকি। আর UC Browser এর সাথে নতুন করে পরিচয় করিয়ে দেয়ারও কিছু নেই। এটি এন্ড্রয়েডের অন্যতম সেরা ব্রাউজার হিসেবে বেশ পরিচিত। আলিবাবা গ্রুপের এই পণ্য তার অসাধারণ ইউজার ইন্টারফেস, বিশেষ ফিচার ও অনন্য সেবার কারণে সারা বিশ্বের অর্ধশত কোটিরও বেশি এন্ড্রয়েড ইউজারের পছন্দে পরিণত হয়েছে। এখানে UC Browser এর তে মনই বিশেষ একটি ফিচার নিয়ে আলোচনা করবো ইন শা আল্লাহ।

ইন্টারনেট ঘাটতে গিয়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও দেখি কিংবা দেখতে হয় যেটাই বলেন। ইউটিউব ছাড়া অন্য কোনো সাইটে এগুলোর ওয়াচ হিস্টোরি অর্থাৎ দেখার ইতিহাস সংরক্ষিত থাকেনা। ফলে মাঝেমধ্যেই বিড়ম্বনায় পরতে হয় আমাদের। মনে করুন আপনি ইন্টারনেট ব্রাউজ করতে গিয়ে কোনো সাইটে খুবই প্রয়োজনীয় অথবা মজার একটি ভিডিও দেখলেন। আপনি ভিডিওটি সংরক্ষণ করতে চাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে আপনার মোবাইলে পর্যাপ্ত ডাটা নেই। এ অবস্থায় ইউটিউব হলে না হয় পরে ওয়াচ হিস্টোরি থেকে পেয়ে যেতেন। কিন্তু অন্য কোনো সাইট তো আপনার ওয়াচ হিস্টোরি সংরক্ষণ করছে না। এক্ষেত্রে কিন্তু UC Browser হতে পারে আপনার অবলম্বন বা বিশ্বস্ত বন্ধু যেটাই বলেন। কারণ UC Browser ডিফল্টভাবে আপনার দেখা প্রতিটি ভিডিওর ইতিহাস সংরক্ষণ করে। এখন আমি সেই পদ্ধতিটিই দেখাব যেটার মাধ্যমে আপনি আপনার দেখা সকল ভিডিওর ওয়াচ হিস্টোরি পাবেন।

ওরে বাবারে!!! ভূমিকা বিশাল বড় করে ফেললাম। এত বড় ভূমিকার পর আশা করি কারো বুঝতে বাকি নেই এখন কী নিয়ে আলোচনা হবে। সুতরাং চলুন সরাসরি মূল কাজে চলে যাই। প্রথমে UC Browser এ ঢুকুন।

 

তারপর স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন।

 

 

My Videos এ ক্লিক করুন।

 

Watching History তে ক্লিক করুন।

 

কাজ শেষ… এবার দেখুন আপনার দেখা সকল ভিডিওর ইতিহাস এখানে সংরক্ষিত আছে। এখান থেকেই খুজে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত ভিডিও।

এখান থেকে ইচ্ছা করলে এগুলো ডিলিটও করে দিতে পারবেন। এটা করতে নিচের কোণার Edit এ ক্লিক করে সিলেক্ট করে ডিলিট করে দিন।

 

আশা করি বিষয়টি আপনি ভালভাবেই বুঝতে পেরেছেন।

বিঃ দ্রঃ এই পদ্ধতিতে কিন্তু আপনি আপনার বন্ধুর পাপের স্বাক্ষীও হতে পারবেন। ?

যাই হোক… অনেক বকবক করে ফেললাম, আমার হাতের কাঁচা লেখাগুলো পড়তে পড়তে হয়তো বিরক্ত হয়ে গেছেন। এজন্য আন্তরিক ক্ষমাপ্রার্থী…

যদি কোনো ভুল কিংবা পোস্টের সাথে অসামঞ্জস্যকর কিছু দেখতে পান অথবা গুরুত্বপূর্ণ কিছু বাদ পরেছে বলে আপনার মনে হয় তাহলে অবশ্যই ভদ্র ভাষায় কমেন্ট করে জানাবেন। বিশেষ করে পুরাতন Author রা অবশ্যই কমেন্ট করবেন। অগ্রিম ধন্যবাদ….

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ট্রিকবিডির সাথেই থাকুন৷


 

আর হ্যা..!! যাওয়ার আগে একটি হাদীস পড়ে যান৷

হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের মধ্যে যদি কেউ ইশা ও ফজরের নামাজে উপস্থিত না হতো, তবে আমরা মনে করতাম হয়তো মুনাফিক হয়ে গেছে।

(বাযযার, তাবরানী, ইবনে খুযাইমা)

14 thoughts on "[UC] আগের দেখা সকল ভিডিওর Watch History দেখুন খুব সহজে। মিস করবেন না…"

  1. Avatar photo Mojahid Author Post Creator says:
    সকল কমেন্টের উত্তর নামাজের পর দেয়া হবে
  2. শেষ হাদিসটির জন্য ধন্যবাদ
    1. Avatar photo Mojahid Author Post Creator says:
      আপনাকে স্বাগতম। আপনিও পোস্টের শেষে এরকম হাদিস অথবা কুরআনের আয়াত দিবেন আশা করি।??
  3. Avatar photo IMDAD SHUVRO Author says:
    S.S গুলো খুবই ঘোলাটে,,কিছুই বোঝা যাচ্ছে না…
    1. Avatar photo Mojahid Author Post Creator says:
      কি বলেন ভাই!!! আমিতো সবগুলো একদম স্পষ্ট দেখতে পাচ্ছি।।
      আপনি অন্য মোবাইল দিয়ে চেষ্টা করে দেখতে পারেন…?
    2. Avatar photo IMDAD SHUVRO Author says:
      Freebasic…. Chrome browser diye dekha acche na….
    3. Avatar photo Mojahid Author Post Creator says:
      ভাউ হয়তো আপনার ব্রাউজারে কোনো সমস্যা থাকতে পারে…
      আমি তো নকিয়া তে ফ্রিবেসিক এ দেখতে পাচ্ছি স্পষ্ট…
  4. Avatar photo Prem✅ Contributor says:
    খুব ভালো লাগছে 🙂
    1. Avatar photo Mojahid Author Post Creator says:
      ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
  5. Avatar photo Roy Contributor says:
    bah! vari sundor post to bhai
    1. Avatar photo Mojahid Author Post Creator says:
      অসংখ্য ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য
  6. Avatar photo samim ahshan Author says:
    সুন্দর পোস্ট
    1. Avatar photo Mojahid Author Post Creator says:
      ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

Leave a Reply