কেমন আছেন আপনারা সবাই ? নিশ্চয় ভাল আছেন সবাই? যাই হোক আমি আজ অনেক দিন পরে বসে গেলাম টিপস লিখতে ৷ আজকে লিখছি আপনার প্রিয় স্মার্ট ফোন ব্যবহার করতে করতে অনেক স্লো হয়ে গেছে ৷ কিন্তু কেন এমন হলো তা খুজে পাচ্ছেন না ৷ ভাবছেন নকল ফোন সেট কিনেছেন ? না এই সমস্যাটা হতে পারে আপনার ফোন ব্যবহারের ত্রুটির কারণেও। তাই জেনে নিন দৈনন্দিন জীবনে আপনার কোন কোন অভ্যাসগুলোর কারনে আপনার প্রিয় স্মার্টফোনটি স্লো হয়ে যাচ্ছে।

১. অনেকেই মোবাইল সেটের মেমরি ফুল না হয়ে যাওয়া পর্যন্ত এক্সটার্নাল মেমরি কার্ড ব্যবহার করতে চান না। এতে করে মোবাইলের পারফরম্যান্সের ওপর প্রভাব পড়ে। ইন্টারনাল বা সেট মেমরিতে খালি জায়গা যতো কমতে থাকবে, মোবাইল সেটও ততোই স্লো হতে থাকবে। তাই শুধু সেট মেমোরি কার্ডের উপর নির্ভর না করে এক্সটার্নাল মেমরি কার্ড ব্যবহার করা উচিৎ শুরু থেকেই।

২. অধিকাংশ ফোন ব্যবহারকারী প্রয়োজন ছাড়া দীর্ঘদিন পর্যন্ত ফোন অফ করেন না কিংবা রিবুট করেন না। কিন্তু ফোনের ক্যাশ ক্লিয়ারের জন্য সপ্তাহে অন্তত একদিন ফোনসেট শাট ডাউন দেওয়া অথবা রিবুট করা উচিত। আর এই কাজটি করলে আপনার ফোন সেট স্লো হবে না ৷

৩. পানি লাগলে ফোন সেটের ক্ষতি হয় এটা আমরা সবাই জানি ৷ কিন্তু এটা জানার পরেও অনেকেই ব্যস্ততার কারনে অনেক সময় ভেজা হাতে ফোন ব্যবহার করেন। এতে করে ফোনের মারাত্মক ক্ষতি হতে পারে। বিশেষ করে ফোনের হোম বাটনে কখনই পানির স্পর্শ লাগতে দেওয়া উচিৎ নয়।

৪. যেকোন আননোন অ্যাপ ইনস্টল করার আগে সর্তক থাকুন। গুগল প্লে স্টোর ছাড়া অন্য কোন অ্যাপ ইনস্টল থেকে বিরত থাকার চেষ্টা করুন ৷

কারন অন্য সাইটের অ্যাপ আপনার ফোনে ভাইরাস আক্রমণের কারণ হতে পারে। আর ফোনে একবার ভাইরাস প্রবেশ করলে যেমন মহাবিপদে পড়বেন, তেমনি আপনার ফোন মারাত্মকভাবে স্লো হয়ে যাবে ৷

৫. অনেক সময় যেসব সফটওয়ার ইনস্টল করার অনুমতি দেওয়া হয় না, সেসব সফটওয়ার বা অ্যাপ জোর করে অনেকেই স্মার্টফোনে ইনস্টল করার চেষ্টা করেন। এতে করে ফোন সেটের মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে।

17 thoughts on "জেনে নিন স্মার্টফোন কেন স্লো হয় এবং কি করে সমাধান করতে হবে"

  1. NajmulJs7 Subscriber says:
    আপনারা কি আমার Site এর অসাধারণ wordpress theme. চান????
    Tahole Registration kore knock korun.
    bdsolution.cf
    http://bdsolution.cf

    trickbd subcriber বানালে এই থিমটা trickbd te devo.

    1. Trickbd Support Moderator says:
      Subscriber বানানো হলো।
      ধন্যবাদ আগ্রহ প্রকাশ করার জন্য।
    2. King Of lion Author says:
      এডমিন নাসির উদ্দিন নোবীন আপনার কাকা লাগে???
    3. King Of lion Author says:
      কিসের জন্য ১৫‌দিনের জন্য‌ ট্টেইনার পদ বাতিল করলেন আমার পোস্টে trickbd এর কোন নিয়ম ভঙ্গ করেছে সেটা বলেন আমার প্রশ্নর উওরটা দিন।
    4. Uzzal Mahamud Pro Author says:
      amaro korche 7 din er jony
    5. ArijitRoy Contributor says:
      Trainer Request 4 shoptaho age diechi akhono accepted hoi nai keno plz accept koren kaj korteh onnek icha ektau complain korar shujog dibo nah plz tricbd.com
    6. NajmulJs7 Subscriber says:
      Amar post Korte parchi na…
      Plz check my post,,,,,,
      help me,,,,,
      I can give some helpful trick
  2. Md Ubaidullah Contributor says:
    vaiya,,,amar 1tta fb id hack hoiche,,,eta ferot pabar
    kono upay ache ki?? plz help me..bro..
  3. King Of lion Author says:
    কিসের জন্য ১৫ দিনের জন্য ট্টেইনার পদ বাতিল করলেন আমার পোস্টে কোন জিনিসটা ভুল হয়েছে সেটা বলেন???
  4. Noyon Contributor says:
    nice post
  5. DeviLsDaDDy Contributor says:
    Bro আপনার tricks টা share করেন।
    আমিও contributor হয়ে অনেক try করলাম।
    কিন্তু post publish করতে পারলাম না।
    আর আপনি এইরকম post দিয়ে পেয়ে গেলেন। How interesting!!!
    1. ইমরুজ Legend Author says:
      He was a trainer.
      I saw that.
      May be,
      Demoted.
    1. ইমরুজ Legend Author says:
      Yup.
      That’s why he is a contributor now.
      Well Done Admin.
      Shut off down Copy Paste Trainer.
    2. Sohan Author says:
      right

Leave a Reply