সোশাল নেটওয়ার্কিং এর মুল ভিত্তিই হচ্ছে মেসেজ চালাচালি। মেসেজিং এ বিশেষ করে মেসেঞ্জারে চ্যাটিং এর সময় কিছু সিম্বল এর মাধ্যমে আমাদেরকে আমাদের পাঠানো মেসেজ অপর প্রান্তের সর্বশেষ অবস্থা জানান দেয়। কিন্তু কিছু ব্যতিক্রমি কেইসে তো কম বেশি আমাদের সবার পড়তে হয়। যেমনঃ আপনার অবস্থা এমন যে আপনি মেসেজ পড়তে পারবেন কিন্তু মেসেজ এর রিপ্লাই দেওয়ার মত অবস্থা বা মনমানসিকতা নাই। আবার আপনি জানেন ঐ পাশ থেকে যদি দেখে মেসেজ সিন কিন্তু আন্সার নাই তাহলে আপনার উপর তুফান বয়ে যাবে তাহলে তো আর কথায় নাই।

আবার মেসেঞ্জার অফিসিয়ালি মেসেজ সিন অফ রাখার কোনো ওয়ে রাখে নাই, যেমনটা আমরা ওয়াটসএপে “টার্ন অফ রিসিপ্টস” দেখতে পাই।

অনেক তো হল! এইবার কাজে নামা যাক।

উপায় ১: নটিফিকেশন থেকে পড়া


কোনো নটিফিকেশন আসলে সেটা পপ-আপ এর মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয় প্রথমে যদিও সেটা কয়েক সেকেন্ড এর জন্য। সেটা মিস হইলেও নটিফিকেশন প্যানেল সুইপ ডাউন করে ঐখান থেকেও পড়ে নেয়া যায়। ডিভাইস লকড থাকলে লকস্ক্রিনে শো করে । কম বেশি আমরা সবাই এই জায়গায় শার্লক হোমস হয়ে যাই, ছোটকাট মেসেজ গুলোর ক্ষেত্রে ।

পপ-আপ বা নটিফিকেশন প্যানেল না
আসলে সেটিংস এ গিয়ে নটিফিকেশনে
মেজেঞ্জার এর সেটিংস চেইন্জ করে
দিলেই হবে।

কিন্তু ঝামেলা বাঁধে যখন কেউ আমদেরকে তাদের সুখ দুঃখের রচনা পাঠায়, কেননা iOS & Android দুইটোতে নির্দিষ্ট একটা লিমিটের ক্যারেক্টার সাপোর্ট করে । তাহলে বুঝতেই পারতেছেন বিশাল মেসেজ গুলো পড়ার জন্য আপনাকে অ্যাপস এর ভিতরে রে ঢূকতেই হবে। ঢুকলেন তো কেল্লাফত হয় গেল।

এখন এমন কোনো কি ওয়ে নাই মেসেজ পড়ব কিন্তু সিন হবে নাহ?
-অবশ্যই আছে এই জন্য আপনাকে উপায়-২ পর্যন্ত এগুতে হবে।

উপায় ২: ফ্লাইট(এরোপ্লেন) মোড অন করে


ওয়েটা একদম সিম্পল। এর জন্য আপনাকে বিমানে বসে সিটবেল্ট বেঁধে এয়ারহোস্টেজ এর বয়ান শুনতে হবেন নাহ। ঘরে বসেই
১। ফ্লাইট মোড অন করবেন।
*ফ্লাইট মোড অন করার সাথে সাথে ডাটা -ওয়াইফাই যেটায় চালু থাকুক না কেন অটো অফ যাবে,
২। মেসেজ পড়বেন।
৩। মেসেঞ্জার ক্লোজ করে দিবেন।
* এইখানে ক্লোজ বলতে রিসেন্টে গিয়ে অ্যাাপ ক্লোজ করতে হবে। কেননা যখন ওয়াইফাই-ডাটা অন করবেন তখন মেসেঞ্জার অটোমেটিক ডাটা সিংক করে অপর প্রান্তে আপনার এই গোয়েন্দাগিরি জানায় দিবে।

আরেকটা কথা যেটি না বললেই নয় তা হল, ডাটা অন করা মেসেঞ্জারে সিন করার মেসেজ আপনার দিক থেকে সিনই দেখাবে। এতে ঘাবড়ানোর কিছু নাই। ঐপাশে সেটা আনসিনই থাকবে।

উপায় ৩: ব্রাউজার এক্সটেনশন ইউস করে


উপরের দুটো উপায়ই ছিল মোবইল রিলেটেড। তো! পিসি ইউজারদের ক্ষেত্রে কি হবে? ইনফ্যাক্ট অনেক আগে থেকেই পিসি ইউজারদের জন্য ব্রাউজার এক্সটেনশন এভাইলেবল। মজিলা ও ক্রোম দুইটার জন্যই। নিচে কয়েকটার নাম দিয়ে হলঃ
Unseen(Chrome)
Fb Unseen(Firefox)

আরো অনেক এক্সটেনশন বা এড-অন পাওয়া যায় । কয়েকটা ট্রাই করে দেখলেই কোনটা কাজ করে না কোনটা বেটার নিজেই বের করে ফেলতে পারবেন।

22 thoughts on "মেসেঞ্জারে মেসেজ পড়বেন কিন্তু অপরপাশে সিন হবে না কিভাবে?"

    1. Raj gh Author Post Creator says:
      ধন্যবাদ
  1. Noyon59 Contributor says:
    আরেকটি উপায় আছে। মেসেজ সিন হয়ে গেলে সেই কনভেনশনে ক্লিক করে রাখলে Filter message আসবে সেখানে ক্লিক করলেও মেসেজ unseen দেখায়।
    1. Raj gh Author Post Creator says:
      সেটা আপনাকে আনসিন দেখায় কিন্তু যে মেসেজ করেছে তাকে সিন ই দেখাবে।
  2. Tanver Khan Author says:
    What is your phone model?
  3. Tanver Khan Author says:
    How can use same your notificationbar and notify
    1. Raj gh Author Post Creator says:
      miui rom
    2. Alone Boy Contributor says:
      ata miui ১০…ami miui8 use kori
  4. SONIT Contributor says:
    ভাইয়ারা আমার মডেম সমন্ধে কোনো আইডিয়া নেই।ল্যাপটপে নেট চালাতে চাই।বিদেশ থেকে একটা আনতে বলবো।কিন্তু বুঝতে পারছি না কোন মডেম আনতে বলবো। wireless modem হতে হবে।কি বলবো suggest me plz anyone
    1. Raj gh Author Post Creator says:
      wireless লাগবে না
  5. mohdshoaibctg Contributor says:
    ফেসবুকে ক্লিকেবল নীল কালারের লেখা লিখব কিভাবে?????
    1. Raj gh Author Post Creator says:
      জানি নাহ।
    1. Raj gh Author Post Creator says:
      ধন্যবাদ
    1. Raj gh Author Post Creator says:
      ধন্যবাদ
  6. Mojahid Author says:
    ভাল পোস্ট।। চালিয়ে যান
    1. Raj gh Author Post Creator says:
      ধন্যবাদ
  7. MD Mizan Author says:
    gd valoi lekcen…
    1. Raj gh Author Post Creator says:
      ধন্যবাদ
  8. IbRaHiM Contributor says:
    Flight Mode on korte hobe? ?

    Flight Mode on korle Data wifi off hoye jai eta bolcen to?
    akn kotha hocche flight mode on na kore data/wifi off korle ki hoy directly ?

    Flight Mode on korle to Network pura off hoye jai & abar on korle pray 5-10 second por network ase agin.

    1. Raj gh Author Post Creator says:
      হুম ডাটা,ওয়াইফাই অফ করলেও হবে।

Leave a Reply