সম্পূর্ণ নতুনরুপে, রিদ্মিক কীবোর্ডের নতুন ভার্সন এসে গেল।থাকছে সব ইমোজি, পরবর্তী শব্দের সাজেশন, ইমোজি সাজেশন, ভয়েস ইনপুট, নতুন থিম ইত্যাদি।
সুবিধা
১.আগের থেকে অনেক smoothly type কনা যায়।
২. এই feather এ পাবেন আগের থেকে অনেক বেশি ইমোজি।
৩.পাবেন পরবর্তী শব্দের সাজেশন।
৪.ইমোজি সাজেশন।
৫.ভয়েজ ইনপুট।
৬.নতুন নতুন বেশ কয়েকটি থিম।
অসুবিধা
২. জাতীয় লেআউটে ফন্ট সাইজ খুবই বেশি ছোট করে দেয়া, অক্ষর খুঁজে বের করে লিখতে অনেক বেশি কষ্ট হয়। কিবোর্ডে ফন্ট আরো বড় সাইজে দিতে হবে।
৩. ইমোজি ডানে-বামে স্ক্রল সিষ্টেমে না দিয়ে,
ইমোজির ক্যাটাগরি প্রথমে সিলেক্ট করবার পরে আগত ইমোজি উপর থেকে নিচে স্ক্রল করতে হয়, সেইভাবে দিলে বেষ্ট হতো।
৪. আলাদা করে নাম্বার সারি ছাড়া কিবোর্ড আর এই যুগে ভালো লাগে, বলেন?
৫. রিদ্মিক ব্লু থিম সেট করার পরেও কালার পরিবর্তন হয় না।
যাদের প্লে স্টোর সমস্যা তার নিচ থেকে ডাইরেক্ট download করতে পারেন।
Download Ad Free Version Apk
যদিও এই আপডেটে কিছু সমস্যা আছে,তবু ও এটা আমার ভালো লেগেছে।পরবর্তী আপডেট আসছে এই মাসেই।সাথে থাকুন।
অপেরা মিনি থেকে এই link try করবেন?
আমার আরামসে চলে ।।
Age chilo.
Ami ato din otai use korchi
। খুব ভালো লাগে কারন সব ফিচার ই আছে…আর লিংক লাগলে নক দিয়েন
যাই হোক, এইটা নিয়ে পোষ্ট করছেন ভাল্লাগলো।?
আমার J2 pro তে Avroid অনেক স্লো কাজ করতো। এইটা আবার অনেক ফার্স্ট!☺
এই নিয়ে একটা পোস্ট দিলে ভালো হতো।