♥♥আসসালামু আলাইকুম♥♥
♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
পোস্টের বিষয়ঃ
?উপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আপনাদের সামনে অসাধারণ ট্রপিক নিয়ে হাজির হলাম।যে কিভাবে আপনি আপনার সমস্ত পিকচার বা ফটো বা পিক দিয়ে একটি Android অ্যাপ তৈরি করবেন।কোন প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই এজন্য আপনাদেরকে কোন প্রকার কোডিং জানার প্রয়োজন নেই।আজকে যে অ্যাপটি শেয়ার করব আপনাদের মাঝে এটি দিয়ে আপনারা Live ওয়ালপেপার অ্যাপও বানাতে পারবেন যদি মনযোগ সহকারে এই পোস্টটি পড়েন।এই Android অ্যাপের মাধ্যমে আপনি আপনার সমস্ত পিকচারকে সুরক্ষিত রাখতে পারবেন।উদাহারণঃএই অ্যাপ তৈরি করার পর ভূলে যদি আপনার সব পিকচার ডিলিট হয়ে যায়।তাহলে আপনি সব পিক এই অ্যাপ থেকে সংগ্রহ করতে পারবেন।তো চলুন বেশি কথা না বলে মূল আলোচনায় আসা যাক।
পোস্টটির মূল আলোচনা পর্ব শুরুঃ
?এই Android অ্যাপটি তৈরি করতে চাইলে আপনাকে প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।তো আপনারা playstore গিয়ে apk creator নামে সার্চ দিলেই নিচে দেখানো অ্যাপটি পেয়ে যাবেন।অথবা আমি এর ডাউনলোড লিংক দিব সেখান থেকে ডাউনলোড করিয়েন।
|
এখান থেকে ডাউনলোড করুন।
?তারপর অ্যাপটি অপেন করবেন,আপনি প্রথম অ্যাপটি অপেন করলে হয়ত অ্যালাউ বা পারমিশন দেয়া লাগতে পারে।চাইলে আপনারা পারমিশন দিয়ে দিবেন।তারপর নিচের মত পেজ আসবে,আপনারা এখানে থেকে লাইভ ওয়ালপেপার বানাতে পারবেন।ওটা আপনারা নিজেরাই পারবেন যদি এই ভিডিও টা মনযোগ সহকারে দেখেন।চলুন লাইভ ওয়ালপেপার এর রিভিউ টা একটু দেখে নেয়া যাক।আপনারা create Wallpaper apk লেখার উপর ক্লিক করুন।
?দেখুন Live ওয়ালপেপার এখান থেকে বানালে কেমন হবে তাই আপনাদেরকে ধারণা দিলাম।দেখুন এখান থেকে আপনিও বানাতে পারেন লাইভ ওয়ালপেপার।আমি আপনাদের দেখাব নিজের সমস্ত পিক দিয়ে অ্যাপ তৈরি আপনারা এটা আগে দেখলে লাইভ ওয়ালপেপার টা এমনিতেই পারবেন খুবই সহজ।
আপনার সব পিক দিয়ে Android অ্যাপ তৈরিঃ
?এখন আমরা মূল আলোচনা তে যাব,আপনি অ্যাপটি অপেন করে প্রথম পেজে যান তারপর নিচের দেখানো মত create a picture apk লেখার উপর ক্লিক করুন।
?তারপর একটা পেজ আসবে আমরা যে Android অ্যাপটি তৈরি করব,সেটার মূল কাজ এই পেজেই।তাই কোনটাতে কি করতে হবে সেটা আমি নিচে দেখায় দিচ্ছি আপনারা শুধু মনযোগ সহকারে পড়ুন এবং সেই অনুযায়ি কাজ করুন।
?কোনটাতে কি বসাবেন এবং কি করবেন তা বিস্তারিত আলোচনা নিচে করতেছি সে অনুযায়ি আপনারা কাজ করুন।বা নিচের স্ক্রিনশটটি ফলো করতে পারেন স্ক্রিনশটটি দেখলে আপনি অনেকটা বুঝতে পারবেন কোথায় কি করা লাগবে।
▪App Name:
প্রথম অপশন টা যে খানে লেখা আছে my picture তার উপর ক্লিক করুন।করে একটি নাম লেখুন যেই নামটি আপনার অ্যাপের থাকবে।
▪App Icon:
তারপর দেখুন লেখা আছে App icon তারউপর ক্লিক করুন।ক্লিক করে একটি অ্যাপ আইকন দিন।যেটা আইকন অ্যাপটি ইনস্টল দেয়ার পর যে আইকনটি শো করবে সেটাই হলো আইকন।আপনি ভালো দেখে একটা চুজ করে বসে দিন আমি আমার ইউটিউব চ্যানেলের লগো দিয়ে দিলাম।
▪Cover image:
তারপর Cover Image লেখার উপর ক্লিক করে একটি কভার ফটো সিলেক্ট করে দিন।কভার ফটো হলো অ্যাপটি অপেন করার পর ভিতরে কি রকম হবে সেটাই হলো cover image।যেই ফটো সিলেক্ট করবেন সেটাই অ্যাপটি অপেন করার পর তা শো করবে।
▪Image Columns:
আপনি যে পিকচার গুলা দিয়ে অ্যাপটি তৈরি করবেন সেটা মোট কত কলামে শো করবে।আমি ৩ এই রাখলাম গ্যালারিতেও ৩ কলামে পিক শো করায়।মানে কয়টি সারিতে আপনার পিক গুলো শো করাবেন।আপনার মন যত চায় করে দিন।
▪Image height:
তারপর Image height অপশনে ক্লিক করে আপনার মত দিন আমি ১২০ এই রাখলাম।এটা হলো আপনাকে যে সারিতে পিক গুলা দেখাবে সেই পিক গুলার উচ্চতা কত হবে বা কত বড় হবে সেটা সিলেক্ট করুন।
?তারপর আপাতত কিছু কাজ শেষ এখন আপনাকে আপনার পিকচারের চাহিদা অনুযায়ি group অ্যাড করতে হবে।group অ্যাড করবেন কেন,গ্রুপ অ্যাড করবেন এই জন্য যে প্রত্যেকটা গ্রুপে বেশি পিক ধরে না।তাই আপনার পিক গুলাকে কয়েকটা গ্রুপে অ্যাড করে নিতে হবে।তাই আপনার কতটি পিকচার আছে সে অনুযায়ি আপনি group অ্যাড করুন।গ্রুপ অ্যাড করতে নিচের এক কোণায় দেখুন Add a group তারপর উপর ক্লিক করুন।আপনার যতটা গ্রুপ দরকার ততবার ক্লিক করুন গ্রুপ অ্যাড হয়ে যাবে।
?তারপর আপনার কাজ হলো আপনি যে গ্রুপ গুলা অ্যাড করলেন সেগুলার নাম দিন নতুন করে।না বুঝলে স্ক্রিনশট ফলো করুন।
?তারপর সব কয়টা গ্রুপের নাম পাল্টানোর পর আপনি প্রথম নাম্বার গ্রুপে গিয়ে (+) প্লাস আইকনে ক্লিক করুন।তারপর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে সেখানে আপনি আপনার পিকচার সিলেক্ট করুন।এভাবে + আইকনে ক্লিক করে পিকচার অ্যাড করতে থাকুন।
?তারপর আপনি যত গুলা গ্রুপ অ্যাড করছেন সব কয়টি গ্রুপে + আইকনে ক্লিক করে বারবার পিকচার অ্যাড করতে থাকুন।এবং পিকচার অ্যাড করে সব কয়টি গ্রুপ ভরে ফেলুন।সব কয়টি গ্রুপে পিকচার অ্যাড করা শেষ হলে একদম নিচে সাইটে Create apk লেখার উপর ক্লিক করুন।
?তারপর নিচের মত কিছুক্ষণ লোড নিবে আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন।বেশি পিক অ্যাড করলে একটু বেশি সময় নিবে লোড হতে।
?কিছুক্ষণ লোড নেয়ার পর নিচের মত success লেখা দেখাবে।বাচ কাজ শেষ আপনার Android অ্যাপ তৈরি হয়ে গেছে।তারপর close লেখার উপর ক্লিক করে মূল পেজে আসুন।
আপনার তৈরি অ্যাপটি install করবেন যেভাবেঃ
?আপনি Apk Creator অ্যাপটির মূল পেজে চলে আসুন।নিচে দেখানো মত দেখবেন উপরের একটা লিংক আছে তার পাশে view লেখা আছে তার উপর ক্লিক করুন।
?তারপর নিচের মত দেখাবে দেখানো মত picture. apk লেখার উপর ক্লিক করুন।
?তারপর দেখুন install করার অপশন চলে এসেছে।এখন আপনি আপনার তৈরিকৃত Android অ্যাপটি install করে ফেলুন।
আমার একটি তৈরি করা অ্যাপের কিছু ফিচার দেখে নিনঃ
?আমি আমার সমস্ত পিকচার দিয়ে একটা অ্যাপ তৈরি করেছি সেটার ফুল ফিচার গুলা আমি আপনাদের দেখাবো।তো নিচে দেখুন অ্যাপ নাম মিজান দিছিলাম এবং আইকনে আমার পিক দিছিলাম সেটা শো করতেছে।আপনারা যেরকম দিবেন সেরকম এ দেখাবে।তো দেখুন বাহিরের ফিচারটি?
?এখন আপনাদের অ্যাপটি অপেন করে ভিতরে ফিচার গুলা দেখাব।নিচে দেখুন আমি cover image এ আমার নিজের পিক দিয়েছিলাম তাই এখানে শো করতেছে।এবং আমি যে group গুলা অ্যাড করেছিলাম সেগুলা এরকম ভাবে শো করতেছে।
?তো এখন আমি আপনাদের group এর ভিতরের ফিচার গুলা দেখাবো।নিচে দেখুন আমি কলাম ৩ দিয়েছিলাম তাই এখানে ৩ টি সারিতে পিক দেখাচ্ছে।বি:দ্রঃনিজের পিক গুলা আপনাদের দেখামু না তাই একটু মেকাপ মাইরা দিছি??
বি:দ্রঃআপনাদের বোঝানোর জন্য অনেক ss ব্যবহার করছি বা অনেক কথা বলছি কিছু মনে করবেন না।যাদের এটা দেখে কঠিন মনে হচ্ছে তাদের জন্য নিচে ভিডিও দিব সেখানে আরও সহজ ভাবে বুঝতে পারবেন।
আপনাদের বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিওটা দেখে নিন।
↓
↓
↑
↑
এই পোস্টটি যদি আপনাদের সামান্যতম ও যদি উপকারে আসে বা কাজে লাগে।তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাসক্রাইব করুন প্লিজ প্লিজ??
↓
?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।
♥♥♥আল্লাহ হাফেজ
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
Thanks for share
I like it??
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।?
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।?
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।?
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।?
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
ধন্যবাদ ভাইয়া, এতোদিন এমোনি কিছু খুজছিলাম।।।।।।।।
nice working………
পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।
& এরকম দারুন দারুন ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাসক্রাইব করুহ