Android ফোন ওপেন হওয়ার সময় যে লেখাটা আসে বা ফোন কম্পানির নামসহ এবং ফোনের মডেল সহ যে লেখাটা আসে মূলত সেটাই হলো Bootlogo

♡মূল তত্ত্ব♡ প্রায় সবাই চায় নিজের ফোনটাকে অন্যের থেকে একটু আলাদা ভাবে উপস্থাপন করতে(কোন সন্দেহ নাই) তার জন্য বিভিন্ন ফোরাম বা অনেক ঘাটাঘাটি করে
তো আপনি চাইলেই আপনার ফোন আপনার দেওয়া ছবি বা যেকোন কিছু হতে পারে যেটাই আপনি দেন (except gif & videos) সে অনুযায়ী ওপেন হবে

◇বিষেস কার্যাদি◇ এই নিয়মে আপনি যেকোন  ফোনে করতে পারবেন
তার জন্য আপনাকে আপনার ফোনের মডেল অনুযায়ী Bootlogo.zip (twrp flashable) নামিয়ে নিতে হবে
এবার সেটা ফোনের Stock ও হতে পারে আবার Custom ও হতে পারে তাতে কোন সমস্যা নেই
আমরা সে ফাইলটাকেই নিজের ইচ্ছে মতো Customize করে  বানিয়ে নিবো  এবং ফোন ওপেন করলে সেটাই প্রদর্শিত হবে

◇মূল কাজ(সারাংশ)◇ এখন আমি সুধু Samsung Galaxy j7 (j700h/f/m) এর জন্য করে দেখাবো যেহুতু আমার কাছে সব মোবাইল নেই এই নিয়ম ফলো করেই আপনাদের টা করবেন তবে অবস্যই অবস্যই খেয়াল রাখবেন আমার দেওয়া কোন ফাইল আপনাদের ফোনের জন্য ব্যাবহার করবেন না যদি করেন ফোন Brick করবে
যদি আমার ফোনের মডেলের সাথে মিলে যায় আপনার টা তাহলে ব্যাবহার করতে পারবেন

কার্য্যপদ্ধতি(practical):
Step 1: (1 of 6)••••••••••••••••••••••••••••••••
আমি আমার ফোনের জন্য bootlogo.zip নামিয়ে রেখেছি
ফাইলটা এইরকম দেখতে ☟

Step 2:••••••••••••••••••••••••••••••••••••••••
Bootlogo.zip টি ডাউনলোড করার পর Zarchiver দিয়ে ফাইল এর ভিতর প্রবেশ করবেন কিন্তু Unzip করবেন না
Zip টির উপর ক্লিক করে vew তে ক্লিক করবেন তাহলে Zip ফাইলের মদ্ধ্যে বিদ্যমান ফাইলগুলো দেখাবে ☟

Step 3:••••••••••••••••••••••••••••••••••••••
এখন zip ফাইল এর ভিতর একটা logo.jpg ফরমেট এ পিক রয়েছে সেটাই হল লোগো যেটা ফোন ওপেন হওয়ার সময় দেখতে পাই আমরা
তো আমরা পিক টাকে কপি করে অন্য যায়গায় নিয়ে নিব যেখানে আপনার ইচ্ছা তার জন্য অবস্যই Zarchiver ব্যাবহার করবেন…তারপর আমরা এই logo টাকে নিজের মতো করে সাজিয়ে-গুছিয়ে-পড়িয়ে যে যায়গার জিনিস আবার সেখানে রেখে দিয়ে আসবো….কিন্তু zip ভুলেও Unzip করবেন না zip এর ভিতর থেকেই logo.jpg নামে ফাইল টা কপি করে নিয়ে যাবেন অন্য যায়গায় (logo.jpg ফাইল এর উপর চেপে দরলেই copy অপসেন আসবে)
আচ্ছা দেখে নেই ☟

Step 4: (Most Important Step)••••••••••••••••••••
এবার কপি করে আনা logo.jpg পিক টাকে আপনার ইচ্ছেমতো সাজিয়ে নেন যেমন টা আপনি চান… আপনার ছবি দিতে চাইলে ফটো এডিটর থেকে Add Photos এ ক্লিক করে logo.jpg পিক টির উপর বসিয়ে নেন বা চাইলে পিক টাকে পুরো কালো অথবা সাধা করে যেকোন লেখা বসাতে পারেন
সতর্কতা ভালো করে খেয়াল করুন:☠
1• bootlogo.zip থেকে পাওয়া logo.jog এর পরিবর্তে অন্য কোন কিছু ব্যাবহার করা যাবে না
2• শুধুমাত্র Zip থেকে কপিকৃত logo.jpg ফাইলকেই
কাস্টমাইজ করতে হবে
3• logo.jpg এর resulation কমানো বা বারানো যাবে না
4• file ফরমেট(.jpg) পরিবর্তন করা যাবে না
5• এডিট করা শেষে পিক name অবস্যই logo.jpg(ছোট হাতের)
থাকতে হবে
এই Step এ কোন ভুল করা চলবে না

Step 5:•••••••••••••••••••••••••••••••••••••••
এখন আমরা যে পিক টাকে এডিট করলাম অবস্যই যেকোন ফটো এডিটর দিয়ে..এখন সেটার নাম logo.jpg থেকে হয়ত পরিবর্তন হয়ে অন্য রকম হয়ে যাবে তো সেটাকে rename করে logo.jpg করে নিবেন এটাতে যাতে কোন ভুল না হয়

তারপর logo.jpg ফাইল টাকে আবার সেই bootlogo.zip ফাইল এর ভিতর রিপ্লেস করে দিবেন যেখান থেকে আমরা পূর্বের ফাইল টা কপি করেছিলাম
অবস্যই Zarchiver দিয়ে কাজ টা করতে হবে
logo.jpg এর উপর চেপে দরলে copy অপসেন আসলে bootlogo.zip ফাইল এ ক্লিক করে তার ভিতর Paste করে দিবেন কিন্তু Bootlogo.zip কখনই Unzip করবেন না

Step 6:(Final Step)••••••••••••••••••••••••••••••••

তো এখন এই bootlogo.zip ফাইল টা Twrp Recovery তে গিয়ে install করলেই আপনার কাংখিত bootlogo সেট হয়ে যাবে
install পূর্বে ফোনের চার্জ 60% অথবা ৮০% নিশ্চিত হয়ে নিন
(যদিও Install হতে কয়েক সেকেন্ড লাগবে মাত্র)

যদি পূর্বের অবস্থায় ফিরে আসতে চান তাহলে সবার আগেই bootlogo.zip ফাইলটির আরেকটা কপি অন্যত্র রেখে দিবেন পরে ঐটা ফ্লাস করলেই হবে

বিষেস সতর্কতা:
যদি আপনি ফাইল এডিট করার সময় কোন ভুল করেন তাহলে যে ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন 

  • 1•ফোন Brick(ইট) হওয়ার সম্ভাবনা 95%
    2•এ অবস্থায় ফোন ওপেন নাও হতে পারে
    3•এ অবস্থায় ফোন Recovery Mode এ নাও যেতে পারে
    4•ফোন চার্জ নাও হতে পারে
    5• যদি 0% চার্জ থাকে then you are dead
    6•শুধুমাত্র ফোনের Download Mode কাজ করবে (কম্পিউটার আবস্যাক)

বিষেস সমাধান:
6 no. সূত্র অনুসারে তখন শুধুমাত্র ফোনের Download Mode(ফ্ল্যাস মুড) কাজ করবে বা যে পদ্ধতিতে ফোন ফ্ল্যাস করা হয় তার জন্য যা যা করা লাগবে

  • 1•ফোন Download Mode এ ওপেন করতে হবে
    2•ডিবাইস মডেল অনুযায়ী Bootloader ফ্লাস করতে হবে
    3•অথবা পুরো ফোন ফ্লাস করতে হবে Stock Firmware দ্বারা

বি.দ্র: এই কাজ টি সম্পূর্ন নিজ দায়ীত্ত্বে করবেন এরপর ও যদি কোন সমস্যা হয় ফর দ্যাট আমি দায়ী থাকবো না ইভেন Trickbd ও না
Remeber That:- No Risk No Gain,No Faild No Success, No Inferiority No Improvements

……………………………………Attachment file for downloads
bootlogo.zip (for galaxy j700h/f/m)
Zarchiver–google play

Some Bl (bootlogo) For Galaxy J700 (H/F/M) only [per files 1 mb near]
for prevew see the downwards
galaxy j7 bl googlelogo only black
galaxy j7 bl googlelogo only white
galaxy j7 bl white default new
galaxy j7 bl white default old
galaxy j7 bl with small googlelogo
galaxy j7 bl Leonel Messi
galaxy j7 bl with small googlelogo new font
glaxy j7 bl Neymar JR
N.b: no need to replace above this files just flash it by twrp

উদাহরনসরূপ আমি কিছু Bootlogo বানিয়েছি

Galaxy J7 Bl Leonel Messi


galaxy j7 bl Neymar JR ↓↓


galaxy j7 bl old logo ↓↓


galaxy j7 bl new logo ↓↓


galaxy j7 bl googlelogo new font ↓↓


galaxy j7 bl only googlelogo white ↓↓


galaxy j7 bl only googlelogo black ↓↓



galaxy j7 bl with googlelogo ↓↓


Trickbd Logo



↓↓ Original post are end above this line ↓↓


নিছের (Bootanimation) টা  অফটপিক এমনি দিলাম Twrp তে গিয়ে Flash করলেই হবে
তার আগে Current bootanimation তার backup নিয়ে রাখবেন
যাতে পূর্বের অবস্থায় আসা যায়
Google Pixel 2 White Bootanimation শুধুমাত্র Samsung ডিবাইস এর জন্য
Download করার জন্য Animation এর উপর ক্লিক করলেই হবে

16 thoughts on "[Custom bootlogo] ফোনের Bootlogo পরিবর্তন করে নিজের পছন্দমত তৈরি করে নিন[Change your bootlogo make it own] [twrp flashable]"

  1. amio ashik Contributor says:
    Skyvpn er somadhan dite parben ?
    1. mohammad parvez Author Post Creator says:
      এটা তো Skyvpn রিলেটেড পোস্ট না ব্রো
    2. amio ashik Contributor says:
      Oo tai
    3. kharizul Contributor says:
      amr comment ta add korun
  2. RAJU Contributor says:
    Bro sm-g313hz (kitkat 4.4.2) er jonno valo bug chara custom rom kothay pabo?
    1. mohammad parvez Author Post Creator says:
      google search kore xda site theke custom rom namaben
      ayta nirvorjoggo tobe custom rom maney kono na kono bugs thakbe abr naw thakte pare
      tobe xda te bola thakbe ki ki bugs ache ba bugs na thaklew ullekh thakbe
  3. Kawsar51 Contributor says:
    Mtk 6735 & kernel 3.18.19 এর জন্য… জন্য.. কিভাবে Bootloop তৈরি করবো….
    ফোন মডেল.. Lava Iris 870
    1. mohammad parvez Author Post Creator says:
      bootlogo নাকি bootloop?
      bootloop হলে আমি এই সম্পর্কে অবগত নই
      দুক্ষিত ব্রো
  4. Sohaib Contributor says:
    ভাই! ভাই! ট্রিকবিডির উন্নতির জন্য, আপনি আরও পোস্ট করুন প্লিজ!!!! অনেক ভালো পোস্ট আর ট্রিকবিডির উন্নতি করবে!
    1. mohammad parvez Author Post Creator says:
      জ্বি ভাই চেস্টা সবসময়ই করি মানসম্মত পোস্ট করার জন্ন্য
  5. Hasan7320 Contributor says:
    Download hoi na.access chai
    1. mohammad parvez Author Post Creator says:
      ফনের মডেল কত..??
      কোন ফাইল টা ডাউনলোড করতে চাচ্ছেন
      Access দেই নি কারন অনেকে হয়ত না বুজে নন-সাপোর্ট ফোনের জন্য ডাউনলোড করে ফেলতে পারে
  6. Shahriyar Imoon Sohan Contributor says:
    কি লিংক দিলেন ভাই?
    1. mohammad parvez Author Post Creator says:
      Access দিয়ে দিছি এখন ডাউনলোড হবে

Leave a Reply