বর্তমানে ফাইল ট্রান্সফার করার জন্য
কেউ আর ব্লুটুথ ব্যবহার করে না আর ফাইল
সাইজ কোন ব্যাপারী না কারন এখন
সবার পকেটে আছে স্মার্টফোন আর
সাথে ওয়াইফাই। যারা নিয়মিত
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন
তারা হয়তো জানেন, ফাইল
ট্রান্সফারের জন্য শেয়ারইট অনেক
জনপ্রিয় একটি অ্যাপস। যেটা দিয়ে
ফ্রিতে একটি ফোন থেকে আরেকটা
ফোনে যেকোনো ফাইল শেয়ার করা
যায় তাও আবার চোখের পলকে।
কিন্তু সমস্যা হচ্ছে আপনি যখন
অ্যান্ড্রয়েড থেকে অন্যায় ওএস নির্ভর
ফোনে কিছু শেয়ার করবেন তখন। যেমন
আইফোন। আর আজকে আলোচনা করবো
কি করে আপনি আপনার অ্যান্ড্রয়েড
ফোন থেকে আইফোন যেকোনো ফাইল

সেন্ড করবেন।
কাজটি করতে হলে আপানর দুটি
ফোনেই শেয়ারইট অ্যাপস টি থাকতে
হবে। যেটা ফ্রিতে ডাউনলোড করতে
যেতে হবে এই লিংকে
#১ – কাজটি করতে প্রথমে আপনার
অ্যান্ড্রয়েড ফোনে শেয়ারইট অ্যাপস
টি ওপেন করুন এবং যে ফাইল টি
পাঠাতে চান সেটি সিলেক্ট করে
নেক্সট করুন।

১. https://play.google.com/store/apps/details?id=com.lenovo.anyshare.gps&hl=en

২. @[https://itunes.apple.com/us/app/share it-fastest-cross-platform/id725215120?mt=8:]

#২ – কিছুক্ষণ অপেক্ষা করুন, যখন আপনার
ফোন কোন ডিভাইস খুঁজে পাবে না
তখন নিচে থেকে একটি অপশন আসবে
সেখান থেকে অ্যাপেল সিলেক্ট করুন
এবং সেন্ড করুন।
#৩ – এবার আপনার আইফোনের ওয়াইফাই
চালু করুন এবং অ্যান্ড্রয়েডে দেখানো
আইডিতে কানেক্ট করুন।

#৪ – এরপর আপনার আইফোনে শেয়ারইট
চালু করুন এবং রিসিভ অপশনে প্রেস
করুন।
#৫ – ব্যাস কাজ শেষ। এবার ইচ্ছা মতো
অ্যান্ড্রয়েড থেকে আইফোন ফাইল
সেন্ড করুন।
কাজটি করতে কোন সমস্যা হলে নিচের
ভিডিওটি দেখতে পারেন-
আপনার মতামত বা সমস্যা জানাবেন
আমাদের কমেন্ট বক্সে!

Leave a Reply