আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন। ত্যাগ ও মহিমার মাসে সবাইকে স্বাগতম মুসলামানদের শ্রেষ্ট খুশির সময় ঈদ উল আযহাতে।
অগ্রিম ঈদ মোবারক
আজকে যে বিষয়ে লিখবো তা হলো AD Injector
আমরা যারা AIDE বা Skechware তে এপ বানিয়েছি কিন্তু এডমোব এড বসাতে পারি নি তাদের জন্যই এই এপ।
এপটা
ইউটুবের Partha নামক চ্যানেলের ডেভেলপারা বানিয়েছে। এটা খুব সহজ ব্যবহার করিতে। তো আর কথা বলিবো না প্রথমে এপটা ডাউনলোড করে নিন।
ডাউনলোড করার পর দেখুন কিভাবে AIDE কিংবা Schehware বানানো এপটাতে কিভাবে এড বসাবেন।
যদি আপনি স্কেচওয়ারে এপ বানিয়ে থাকেন তবে স্কেচওয়ার থেকে আপনার এপটা এক্সপোর্ট করে নিন (না পারলে ট্রিকবিডেতে পোস্ট আছে দেখে নিন)
এক্সপোর্ট করা ফাইলটা (.Zip) Format এ থাকবে তাই Extrat করে নিন।
এখন AD Injector এপে প্রবেশ করুন। Permission চাইলে দিয়ে দিন। এবার নিচের স্ক্রিনশট গুলো ফলোআপ করুন।
তারপর
ব্যাস এবার AIDE দিয়ে এপটি রান করান।
আমি যানি সকল ভাইদের জন্য এপটি স্পেসাল, অনেকেই ভিডিও টি দেখবেন আবার পোস্ট টা পরে চলে যাবেন,
যদি কারো বিন্দু পরিমান উপকার হয় তবে প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে
বরাবরের মতো আবারো বলি
সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন আপনার আসে পাসের মানুষ গুলোকে
13 thoughts on "AIDE Special Tutorial – এড বসাবেন যেভাবে আপনার এপে।"