ফোনে চার্জ নিয়ে কম-বেশি বিপদে পড়তে হয় প্রায় সবাইকে। যদিও এখন সব জায়গায়ই চার্জার পাওয়া যায় বলা যায়। অনেকে পাওয়ার ব্যাংকও রাখেন। তবে এ দু’টোর কোনটি যদি না থাকে তাহলে? তখন আপনি অন্য একটি ফুল চার্জ মোবাইল থেকে আপনার ফোনে চার্জ দিতে পারবেন।
প্রথমে জেনে নেই কী কী লাগবে:-
১. একটি ফুল চার্জ করা ফোন এবং OTG সাপোর্ট থাকা অবশ্যক।
২. একটি OTG ক্যাবল।
৩. একটি USB ক্যাবল।
৪. কম চার্জের আরেকটি ফোন (যেটায় আপনি চার্জ দিবেন)।
কার্য পদ্ধতিঃ
১.প্রথমে OTG ক্যাবলটি ফুলচার্জ যুক্ত ফোনে সংযুক্ত করুন।
২. তারপর USB ক্যাবল দিয়ে OTG ক্যাবলের সাথে সংযুক্ত করুন।
৩. USB ক্যাবলের অপর মাথা কম চার্জিত ফোনে সংযুক্ত করুন। এবার দেখুন আপনার ফুল চার্জ দেওয়া ফোনটি কীভাবে পাওয়ার ব্যাংকের কাজ করে।
অর্থাৎ, আপনি যেখানেই যান সঙ্গে একটি OTG ক্যাবল ও একটি USB ক্যাবল রাখুন। চরম বিপদের মুহূর্তে সামান্য চার্জ দিতে বন্ধু, পরিচিতজন বা অপরিচিত কারও কাছ থেকেও আরেকটি ফুল চার্জ ফোন পেয়ে যেতেই পারেন।
পোস্টের মাধ্যমে যদি সামান্য উপকৃত ও কিছু জানতে ও শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।
ami non otg phone a try kori ni…
apni try kortea paren.
সবাই বুঝবে কিন্তু বললে ভালো হতো।
sobai valo bolcea.
sudu apni bad bollen.
asolea ato bisoy
ulochonar dorkar nai.
post a sob achea bujlen.
কিন্তু সবাই নয়।
otg cable na thakle
google thakea ba phone eer box thakea…
otg cable na thakle kinben.