“যদি আপনার মোবাইলটি হয় Samsung তাহলে আজকের এই পোষ্টটি হয়ত আপনার সখের মোবাইলটির উদ্ধারের কারন হবে।কেননা আমি নিজে আমার মোবাইলটি এই পদ্ধতিতে উদ্ধার করেছিলাম।”

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ / বিসমিল্লাহির রহমানির রহিম

আমার প্রযুক্তি প্রেমিক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?আমি আপনাদের দোয়ায় ভাল আছি।আজ আমি যে বিষয়টি নিয়ে লেখব তা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা যার ভুক্তভোগী ছিলাম আমি নিজেই।চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক।

#আমরা সাধারনত মোবাইরের প্যাটান লক দিয়ে থাকি যা চোরদের বিরক্তির কারন হিসেবে পরিগনিত হয়।কেননা যদি  না সে চোর শিক্ষিত হয়ে থাকে,

তাহলে তার আবার অতিরিক্ত খরচ করতে হয় দু্ইশত কিংবা আড়াইশত টাকা ফাশ দেওয়ার জন্য খরচ করতে হয়।আর মনে রাখবেন ফাশ দাওয়া মানে মোবাইলটি সম্পূর্ন

নতুন অবস্থায় চলে যাওয়া। এখানে IMEI number ট্যাকিং ছাড়া আর কোন উপায় খোলা থাকে না।আর IMEI ট্যাকিং শুধুমাত্র সরকারের ডিবি/পুলিশ রাই ব্যাবাহারের ক্ষমতা রাখেন।

#অতিরিক্ত প্রয়োজন ছাড়া সিকিউরিটি লক না দেওয়াই ভাল কেননা এতে ট্রাকিং করা আরো সহজ হবে।সিকিউরিটি লক থাকলে সে মোবাইটি ব্যাবহারের আগেই দোকানে নিয়ে যাবে ফ্রাশ দিতে।সুতরাং সিকিউরিটি লক অফ করে দিন।

যা  যা করতে  হবেঃ-

মোবাইলের সিকিউরিটি লক(প্যাটান লক) বন্ধ  করে দিন।কেননা এর মাধ্যমে ফোনটিকে উদ্ধার করা যাবে না ৯০% শতাংশ।সুতরাং অফ করাই বুদ্ধিমান এর কাজ হবে।

তারপর আপনাকে Samsung এ একটি একাউন্ট তৈরী করে নিতে হবে এটাই হচ্ছে মূল মন্ত্র।একবার যদি samsung একাউন্ট তৈরী করে নিতে পারেন তাহলে আপনার ফোন এর একসেস আপনার হাতেই থাকবে।কিভাবে তা তৈরী করে নিবেন তা নিম্মে দেওয়া হল।

Setting>Account>samsung

এখানে ক্লিক করে একটি samsung একাউন্ট তৈরী করে নিন।

যাদের অলরেডি আছে তারা Sign in করেন । আর যাদের নেই তারা Signup করে নিন।উপরের ছবিটি এর মত করে  আপনার জি-মেইল ব্যাবহার করে।পাসওয়াড সাধারান (letter+number ) দিবেন ।মনে রাখবেন এই ইমেলই এবং পাসওয়াড কিন্তু খুবই গুরত্বপূর্ন কেননা এই ই-মেইল এবং পাসওয়াড ব্যাবহার করে আপনি আপনার মোবাইলটি চোর এর কাছে থেকে উদ্ধার করতে পারবেন।

এবার ল্যাপটপ/মোবাইল/ডেক্সটপ এর ব্রাউটার ব্যাবহার করে প্রবেশ করুন এই ওয়েব সাইটটিতে- https://findmymobile.samsung.com/

প্রবেশ করলে উপরের ছবিটি এর মত করে আসলে Sign In করুন। যে ইমেল এবং পাসওয়াডটি দিয়ে samsung Account টি তৈরী করেছিলেন সেই Email এবং পাসওয়াটি দিয়ে এখানে sing in করুন।

যদি সাইন ইন সম্পূন ভাবে করে থাকেন তাহলে উপরের ছবিটির মত করে  কতগুলো অপশন দেখতে পারবেন।এখানে Retrieve Calls/message এই অপশনটিতে ক্লিক করুন।

ক্লিক হলে এটি অটোমেটিকলি যখনি ফোনটিতে ইন্টারনেট চালু হবে অটোমেটিকলি ৫০ টি পযর্ন্ত ইনকামিং এবং আউটগোইং কল এর কল হিস্টরি চলে আসবে নাম্বার এবং সময় সহ যা আপনাকে চোরকে সনাক্ত করতে সহয়তা করবে। কারন ইনকামিং এবং আউটগোইং কল এর নাম্বার যদি আপনার কাছে থাকে আপনি একজন লোক কে অনায়াসে ট্যাক করতে পারবেন।এছাড়াও আপনি মোবাইলটির লোকেশন জানতে পারবেন ম্যাপ এর মাধ্যমে।

উপরের যে অপশন গুলো দেখতে পারছেন তা সবগুলোই আপনি ব্যাবহার করতে পারবেন যদি সেই ফোনটি ইন্টারনেট এর সংস্পর্শে আসে। আর একটি স্মার্ট ফোন ইন্টারনেট ছাড়া কেউ চালায় তার সংখ্যা একেবারেই নগন্য।Youtube, IMo, Facebook , এগুলোর জন্যই একদিন হলেও ইন্টারনেট এ ফোনটি কানেক্ট করবে আর ব্যাস আপনি সাথে সাথে পেয়ে যাবেন তার কল হিস্টরি।

সুতরাং আজ হউক কাল হউক সে ইন্টারনেট এ আসবেই আর আপনি তার মোবাইল এর কল হিস্টরি এর মাধ্যমে তাকে ধরতে পারবেন অনায়াসে।

উপরের অপশনগুরোর বিস্তারিতঃ

Phone status : ফোনে কোন কম্পানীর সিম কার্ডটি ব্যাবহার হচ্ছে তা দেখা যাবে।এবং কত পারসেন্ট চার্জ রয়েছে তাও দেখা যাবে।শেষ কতক্ষন আগে ইন্টারনেট এ কানেক্ট হয়েছে তাও দেখা যাবে।

Ringঃ চোরের কাছাকাছি যখন যাবেন তখন Ring  এ ক্লিক করলে উচ্চস্বরে রিং বাজতে থাকবে যা ফোনটি বন্ধ করা ছাড়া অফ করার উপায় থাকবে না।

Lock: এটির মাধ্যমে ফোনটি লক করা যাবে।

Unlock : এই অপশনের মাধ্যমে ফোনটি আনলক করা যাবে।

Erase Data: এর মাধ্যমে ফোন এর সকল ডাকা ডিলেট করে দেওয়া যাবে।

আশা করি সবাই ভালবাবে বুঝতে পেরেছেন তারপর ও যদি বুঝতে না পারেন আমাকে নক করতে পারেন।

[চলুন আমরা কপি পেষ্ট করা বন্ধ করি। কপি-পেষ্ট আপনার প্রতিভাকে নষ্ট করে।সুতরাং অন্যের পোষ্ট নিজের নামে চালানো থেকে বিরত থাকুন ,নিজে ইউনিক কিছু করুন যার মাধ্যমে অন্যজন আপনাকে দেখে অনুপ্রানিত হয়]

পোষ্টটি ভাল লাগলে কমেন্ট করতে ভূলবেন না ।

সবার সু-স্থাস্থ্য কামনা করে আজে এই পযর্ন্ত।

ফেইসবুকে আমি fb.com/rahat46

 

 

 

 

67 thoughts on "আমি যেভাবে খুজেঁ পেয়েছিলাম আমার SAMSUNG মোবাইলটি,চোরকে ধরুন খুব সহজেই(১০০% প্রমানিত)"

    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ।
  1. Trickbd Support Moderator says:
    Good Post.
    Helpful
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ।
    2. Biswas Author says:
      Your comment is awaiting moderation.
      help me moderator…problem solve…
    3. Trickbd Support Moderator says:
      Use TrickBD App.
      trickbd.com/app
    4. Biswas Author says:
      Thank You amar problem solve korar jonno
  2. Kirito Contributor says:
    যাই বলেন, একমাত্র আইফোন ছাড়া অন্য ফোনগুলো চুরি হলে তার আশা ছেড়ে দেয়া ভালো।
    1. রাহাত খান Author Post Creator says:
      আশা ছেড়ে দেওয়া ভালো এই কথাটা পুরোপরি সত্য নয়। হয়ত আমাদের দেশে প্রযুক্তিতে পিছিয়ে আছে তাই আমরা মোবাইল চোরকে ধরতে কষ্ট হচ্ছে কিন্তু উন্নত দেশের দিকে তাকিয়ে দেখুন সেখানে আপনি যদি ভূল করে গাড়িতে মোবাইল রেখেও আসেন তাও হারায় না বা চুরী হয় না।কারন নিয়ে লাভ নেই IMEI নাম্বার দিয়ে একটা ক্লিক করলেই দেখা যায় কোন সিম দিয়ে ফোনটি ব্যবহার হচ্ছে।
    2. Kirito Contributor says:
      বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলেন। 🙂
  3. Hhm.kajer post.Amar mobile o samsung
    1. রাহাত খান Author Post Creator says:
      গুড একাউন্ট করে রাখেন।কাজে আসবে।
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ।
  4. AK don Contributor says:
    bro mobile jodi reset dea hoi tahole hobe ki ?
    1. রাহাত খান Author Post Creator says:
      রিসেট দেওয়া হলে frp lock hobe তারপর চোর ফ্লাস দিবে ফলাফল ফ্লাস আর আমি ফ্লাস সমন্ধ্যে আগেই বলেছি যে ফ্লাস দিলে কিছুই থাকবে না নতুন অবস্থায় হয়ে যাবে সেটটি।
    2. Biswas Author says:
      ফাস,পাসওয়াড,ব্যাবাহার আর অনেক বানান গুলো ঠিক করুন।
    3. vai flash dewa sara phone to use e korte parbe na…karon sobar phn pattern and reset dile 1st gmail ta dite bole
    4. রাহাত খান Author Post Creator says:
      তাই ত বার বার বলছি যে প্যাটেন লক দেওয়ার দরকার নেই।
  5. rsbablu Contributor says:
    ভাই চোর কি আবুল যে ফোন চুরি করে রিসেট দিবে না??
    চোর ফোন চুরি করার সাথে সাথেই ফোন রিসেট + ফ্লাশ মারে।
    ?
    1. রাহাত খান Author Post Creator says:
      চোর ফ্লাশ বাধ্য হয়ে ফ্লাশ মারে কারন প্যাটান লক থাকার কারনে সে ফোনে ঢুকতে পারছে না সুতরাং বিকল্প উপায় না থাকায় সে এই কাজটি করতে বাধ্য হয়।
  6. Ibrahim900 Contributor says:
    best post in this month.
    tnx
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  7. Mahmud121 Contributor says:
    আমার স্যামসাং অ্যাকাউন্ট আছে, কিন্তু এই ট্রিক জানতাম না। Fantastic Post. Thank you very much!!!
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ।
  8. M.Alam Contributor says:
    স্যামসাং একাউন্ট থাকলে ফোন রিসেট দিলেও আবার ফোন ওপেন করতে গেলে ফোনে এড করা যেকোনো একটা ইমেইল এবং তার পাসওয়ার্ড দিয়ে ফোন অন করা লাগে। আমার J5 এ এটাই পেলাম।
    1. রাহাত খান Author Post Creator says:
      হাম।
  9. Prince Rabbi205 Contributor says:
    কি যে বলেন ভাই এখনকার ফোন চোরগুলো এক্কেবারে গাওয়া খেত মূর্খ অধম অশিক্ষিত হলেও মোবাইল ফোন রিসেট ফ্লাশ এগুলো সম্পর্কে জ্ঞান ভালোই আছে ? আমার Samsung Galaxy j7 pro 64 জিবি মেমোরি চোর চুরি কইরা নিয়া যায় ? অনেক চেষ্টা করার পরও চোরকে ধরতে পারি নাই ফোন টাও পাই নাই , স্যামসাং গুগল সব একাউন্ট থাকার পরও? ভাগ্য ভালো গফের সঙ্গে তোলা অতি অন্তরঙ্গ ছবিগুলো ওই ফোন টাতে রাখি নাই ,অন‍্য ফোনে রেখেছিলাম ? থাকলে তো ? এখন শুধু এটা ভেবেই মনকে স্বান্তনা দেই ?
    1. Ebu Contributor says:
      Tahole to apnake blackmail korto
    2. রাহাত খান Author Post Creator says:
      হাহাহ। সব চোর শিক্ষিত নয়।
  10. Prince Rabbi205 Contributor says:
    কি যে বলেন ভাই এখনকার ফোন চোরগুলো এক্কেবারে গাওয়া খেত মূর্খ অধম অশিক্ষিত হলেও মোবাইল ফোন রিসেট ফ্লাশ এগুলো সম্পর্কে জ্ঞান ভালোই আছে ? আমার Samsung Galaxy j7 pro 64 জিবি মেমোরি চোর চুরি কইরা নিয়া যায় ? অনেক চেষ্টা করার পরও চোরকে ধরতে পারি নাই ফোন টাও পাই নাই , স্যামসাং গুগল সব একাউন্ট থাকার পরও? ভাগ্য ভালো গফের সঙ্গে তোলা অতি অন্তরঙ্গ ছবিগুলো ওই ফোন টাতে রাখি নাই ,অন‍্য ফোনে রেখেছিলাম ? থাকলে তো ? এখন শুধু এটা ভেবেই মনকে স্বান্তনা দেই ?
    1. রাহাত খান Author Post Creator says:
      জ্বি সবাই ত আর শিক্ষত নয়।
  11. Samsung ছাড়া অন্য ফোনে কিভাবে করা যাবে?
    1. রাহাত খান Author Post Creator says:
      https://play.google.com/store/apps/details?id=com.androidlost&hl=en এই এপস টা ব্যাবহার করে।
  12. Samsung ছাড়া অন্য ফোনে কিভাবে করা যাবে?
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ।
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ।
  13. SilentHeart Contributor says:
    Ei setting kono kag e lagbe na jodi apnar harano phone e Internet connection na thake!Phone Internet connection na thakle phone er sathe connected howa jabe na!R amra pray sobai I mobile use korar por internet connection off kore rakhi tai ei obosthay jodi phone hariye jay tobe erokom system kono kagei ashbe na!eisob setting sudu matro dekhanor jonno!Eta tokhoni kag e lagdo jodi phone k sms dia control kora jeto othoba sms dia remotely Internet connection on kora jeto!Ami ei rokom onek system try koresi kintu konota kager na!
    1. রাহাত খান Author Post Creator says:
      আপনার বোঝার একটু সমস্যা রয়েছে।
      ১.এক অন্তত্য কার্যকরী একটি সিস্টেম যা ফোনটিকে খুব সহজেই ট্যাকিং করা সম্ভব।
      কারন ফোনটি যদি ১০ সেকেন্ড এর জন্য ও ইন্টারনেট কানেক্টেড হয়ে যায় তাহলেই সে লোকেশন এবং কল হিস্টরি ট্যাকিং করবে।
      ২.বর্তমান স্মাট ফোন গুলো ইন্টারনেট ছাড়া বেশিদিন থাকে না ।ফেইসবুক ইমু ,ইউটিউব এর নেশায় একদিন হলেও যে কেউ তা ওপেন করবে ।ব্যাস কাজ শেষ।
      ৩.আপনি সফল হননি তাই বলে অন্য কেউ যে সফল হবে না তা কিন্তু নয়। আমি নিজে আমার হারানো মোবাইলটি উদ্ধার করেছি এই পদ্ধিতির মাধ্যমে।
  14. SilentHeart Contributor says:
    R apni post e bolesen j chor ekbar holeo imo,facebook etc use korar jonno Internet on korbe!are vai apni ki janen na j lock khola chara phone er kisu use kora jay na!r emon lok ase bole amar mone hoy na j naki chor ba j kauke tar nijer ojante fb, imo use korte deyar jonno phone sob somoy unlock rakhbe/lock use korbe na!Karon phone churi na holeo phone unlock rakhle tar phone er data 100% risk e thakbe!er karon kew jodi apnar ojoante ba apnar kono fnd jodi jor kore phone ney tobe she apnar phone er personal data dekhe felte pare ja kewi caibe na!
    1. রাহাত খান Author Post Creator says:
      জানি না এটা কার জন্য কতটা কার্যকরী হবে । আমি জাস্ট আমার অভিজ্ঞতা শেয়ার করলাম যে । আমি কিভাবে আমার হারিয়ে যাওয়া স্মাট ফোনটি উদ্ধার করেছিলাম।
  15. Sohag Tas33n Author says:
    er jonno ki oi mobile a Internet connection thaka lagbe na?
    1. রাহাত খান Author Post Creator says:
      হ্যা।আর ফোনে ১দিন হোক ২ দিন হোক এক সময় না এক সময় ইন্টারনেট কানেক্ট হবেই আর তখন সব নাম্বার আবার কাছে চলে আসবে।
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ।
  16. nasimparvez78888 Subscriber says:
    Phone root kore nile r cor ke dhora posible na….coz root korar por nije nije IMEI change kore nawa jai
    1. রাহাত খান Author Post Creator says:
      এই পদ্ধতি রুট এর সাথে সম্পকৃত নয় । রুট করে নিলেও ।যদি সেমসাং একাউন্টটি লগইন করা থাকে তাহলে ধরা সম্ভব।
  17. Valo chilo !!! ageri jana chilo tobuw dhonnobad
  18. tohid12 Contributor says:
    অন্য ফোন এ এইরকম করা যাবে না?
    1. রাহাত খান Author Post Creator says:
      যাবে তার জন্য এই সফটওয়্যারটিি ইন্সটল করে নিতে হবে।
      https://play.google.com/store/apps/details?id=com.androidlost&hl=en
  19. Mh Konok Contributor says:
    Kono lav hoy na.amr s3 te sob chalo kora silo..tar por o pai ni.location peye o pari ni .dhorte .kake giye dhorbo oi location e? ?
    1. রাহাত খান Author Post Creator says:
      কল হিস্টরি কি পেয়েছিলেন?
      আর আমি বলিনি যে এই টেকনিক সবার জন্যই কার্যকর হবে,আমি শুধুমাত্র আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম যেভাবে আমি আমার হারানো মোবাইলটি খুজে পেয়েছিলাম।
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ।
  20. mdRafi Contributor says:
    Mobile Ta Kar Theke Paisen Pore…Chorrer Hatt Theke?Naki Onno Karo Hate?
    1. রাহাত খান Author Post Creator says:
      চোরেই হাত থেকে।
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ।
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ।
  21. S@mrat Subscriber says:
    Start holo..tipsbd.net e taka deua.. Akti copy mokto post dilei tk deua hoy
  22. xayed_akash Contributor says:
    imei দিয়ে লোকেশন বের করার কোনো পদ্ধতি নাই আমাদের কাছে???
    1. রাহাত খান Author Post Creator says:
      সাধারণ ব্যবহারকারীদের জন্য নেই কিন্তু প্রশাসন ব্যাবহারকারীদের জন্য রয়েছে।

Leave a Reply