আসসালামু আলাকুম সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন এক টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের টিউটোরিয়াল এর বিষয় কিভাবে গুগল প্লেস্টোর এ পেপাল এড করবেন এবং পেইড এপসগুলো কিনবেন।

তাহলে চলুন শুরু করা যাক,,,,,,,

আমরা অনেকেই জানি বাংলাদেশে পেপাল সাপোর্টেড না তাই গুগল প্লেস্টোর ও বাংলাদেশিদের জন্য পেপাল এড করার অপশন দেয়না। নিচের স্ক্রিনশট টি দেখুন

প্লেস্টোর এ শুধুমাত্র ক্রেডিট কার্ড এড করার অপশন রয়েছে। কিন্তু এখানে ক্রেডিট কার্ড এড এর জন্য ইন্টারন্যাশনাল পেমেন্ট সাপোর্ট করে এরকম কার্ড লাগবে অর্থাৎ মাস্টারকার্ড। আর মাস্টারকার্ড এর জন্য অন্যতম হলো পেয়োনিয়ার আর পেয়োনিয়ার মাস্টারকার্ড পাওয়া যে কতটা কঠিন হয়ে গেছে সেটা আমরা অনেকেই অবগত, বিশেষ করে যারা ফ্রিল্যান্সার না তাদের জন্য মাস্টারকার্ড পাওয়াটা বেশ কঠিন। তাহলে এখন উপাই? মাস্টারকার্ড এর বেস্ট অল্টারনেটিভ হলো পেপাল। পেপাল দিয়ে প্রায় সবজায়গাই পেমেন্ট করা যায় এবং গুগল প্লেস্টোর এও এড করা যায়।

তাহলে কোথাই পাবেন এই পেপাল:

অনেক সেলার আছে যারা ফুল ভেরিফায়েড পেপাল সেল করে আপনি তাদের থেকে একটা পেপাল একাউন্ট কিনে নিতে পারেন অথবা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমি বেশ কম দামে এধরনের সার্ভিস দিয়ে থাকি।

এখন আসি মুল কথাই কিভাবে গুগল প্লেস্টোর এ পেপাল এড করবেন?

যেহেতু প্লেস্টোর থেকে পেপাল এড করার অপশন নেয় তাহলে আমাদেরকে অন্য উপায় অবলম্বন করতে হবে। তার জন্য প্রথমে যেকোন ভিপি এন দিয়ে USA সার্ভার কানেক্ট করুন। আমি এখানে ভিপিএন হিসেবে ব্যবহার করেছি Windscribe. তারপর আপনার ফায়ারফক্স ব্রাউজারটির ডেটা ক্লিয়ার করুন। (অন্য ব্রাউজার দিয়েও হতে পারে আমি নিজে কখনো ট্রাই করিনি)
তারপির ফায়ারফক্স ওপেন করে আপনার প্লেস্টোর এর জিমেইল লগিন করুন। জিমেইল লগিন করা হলে ব্রাউজার এর ডেস্কটপ ভিউ অন করে play.google.com এই এড্রেস এ যান তারপর সেটিং আইকনে ক্লিক করুন।


তারপর একাউন্ট এ ক্লিক করুন


একাউন্ট এ ক্লিক করলে সেখানে পেপাল এড করার অপশন পাবেন। Add Paypal এ ক্লিক করুন।


Add Paypal এ ক্লিক করলে এটা আপনাকে পেপাল এর লগিন পেজে রিডাইরেক্ট করবে। এখানে আপনার পেপাল এর ইমেইল দিন।


তারপর পাসওয়ার্ড দিন। এবং Stay Logged in for faster checkout এই বক্স এ অবশ্যই টিক দিবেন। এটা করলে প্লেস্টোর থেকে কোন এপ্স পারসেস করতে গেলে আপনাকে পেপাল এ লগিন করতে হবেনা।


লগিন করা হয়ে গেলে এখানে Agree & Continue এ ক্লিক করুন। উল্লেক্ষ্য প্লেস্টোর এ পেপাল এড করার জন্য আপনার পেপালে অবশ্যই একটি ভিসা/মাস্টারকার্ড এড থাকতে হবে।


Agree & Continue এ ক্লিক করলে এটা আপনাকে প্লেস্টোর এ রিডাইরেক্ট করবে এবং আপনি দেখতে পারবেন আপনার পেপাল এড হয়ে গেছে।


এখন ব্রাউজার থেকে বেরিয়ে আসুন এবং প্লেস্টোর এ ঢুকুন। menu থেকে Account তারপর Payment Methods এ গেলে আপনি আপনার পেপাল একাউন্ট দেখতে পারবেন।

এখন কিভাবে কোন এপস কিনবেন

এপস পারসেস করা খুবই সহজ আপনার কাংখিত এপসটি সার্চ দিয়ে Buy এ ক্লিক করলে এরকম দেখাবে


একানে শুধু Buy লিখাতে ক্লিক করবেন তাহলেই আপনার এপস কেনা হয়ে যাবে এবং এটা ডাউনলোড হওয়া শুরু হবে।

এছাড়া আপনি আপনার এই গুগল প্লে একাউন্ট এপ্স পারসেস ছাড়াও গেমস এর পয়েন্ট কেনা, ডিংটন এর নাম্বার কেনা ইত্যাদিী এপ্স এর ইন্টারনাল পেমেন্ট এর কাজেও ব্যবহার করতে পারবেন।

তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তিতে আবারো হাজির হবো অন্য কোন টিউটোরিয়াল নিয়ে।

অনলাইন পেইড সার্ভে থেকে ইনকাম এবং পেপাল নিয়ে যেকোন সাপোর্ট বা সহায়তার জন্য আমাদের ফেসবুক গ্রুপ এ জয়েন করতে পারেন।

16 thoughts on "দেখে নিন কিভাবে গুগল প্লেস্টোর এ পেপাল এড করবেন এবং পেপাল দিয়ে নিজেই পেইড এপ্স কিনবেন।"

  1. Arshad Prottoy Contributor says:
    nice.but i don’t have anything.
    1. Nabil Mahmud Author Post Creator says:
      Thanks
  2. MD SHAWON Author says:
    Aliexpress এর কোনো সিস্টেম আছে?
    1. Nabil Mahmud Author Post Creator says:
      na aliexpress paypal support korena
  3. Hasib106083 Contributor says:
    Vaia ami usa number diye verify krcilam but number ta r nai amr kase..Tai login o krte parci na..Kno way ase?? Please help..
    1. Nabil Mahmud Author Post Creator says:
      verification code chaile kisu korar nai.
    2. Hasib106083 Contributor says:
      Id te 2$ cilo..r Kno way nai fire pabar??? ID ta??
    3. Peyal Saha Contributor says:
      Same case…amr o akta account gase..
  4. Max Subscriber says:
    good post
    1. Nabil Mahmud Author Post Creator says:
      Thanks 🙂
  5. Tusher Abdullah Contributor says:
    Vi apni PayPal a ja visa credit card add korecen at a ki real na virtual? At kivabe virtual credit card pabo?
    1. Nabil Mahmud Author Post Creator says:
      virtual. virtual card kinte hoy
    2. Roven Contributor says:
      virtual card kinar niyom ta ektu bolben

Leave a Reply