♡♡ About Face Lock

Face Lock হলো মুখমন্ডল ভিত্তীক একধরনের Security Lock
যা নামরিক লক অথবা প্যাটার্ন লক থেকে অত্যাধিক শক্তিশালী
যা নির্দিষ্ট ব্যাক্তির মুখমন্ডল ছাড়া কেউ Device টি Unlock করতে সক্ষম হবে না

◇ Enable Face Lock Without Apps (may 7.0+ only)
আলাদা কোন যামেলা ছাড়াই Face Lock এনাবেল করতে নিছের Step গুলো ফলো করুন
Step 1 of 6
1• প্রথমে Settings এ চলে যান
2 • তারপর lock screen and security তে চলে যান
3 • Smart Lock এ ক্লিক করুন(if Does not exist try to install google app)
4 • তারপর Trusted Face নামক অপ্সনে ক্লিক করুন
5 • এরপর setup তারপর Next এ ক্লিক করুন
6 • সর্বশেষ আপনার কাংখিত Face reconciliation শেষ হলে Done দিয়ে বেরিয়ে যান

Unlock method:
এখন ফোন টি Unlock করার জন্য প্রথমে power button চাপুন তারপর ফোন টা আপনার মুখমণ্ডল বরাবর ধরুন
Unlocked

SCREENSHOT




Screenshot গুলা পর পর দেওয়া আছে
যেমন টা point এ বলা আছে

◇ Enable Face Lock With Apps
প্রথম কার্জপদ্ধতি টা যদি আপনার ডিবাইস-এ খুজে না পান
তাহলে Third-party এপ্স ব্যাবহার করেও Face Lock সুবিধা টা নেওয়া যাবে আর এই ক্ষেত্রে একটা ( প্লাস+) পয়েন্ট ও রয়েছে ☺
✰ এই ক্ষেত্রে আপনি যেকোন এপ্স এর জন্যও Face Lock টি ব্যাবহার করার সুবিধা পাবেন
নিছের Step গুলো ফলো করুন

Step 1 of 7 
1• প্রথমে Google Play থেকে (5 mb) 10bit Applock টি Download করুন
2• যেকোন একটি লক দিন pin অথবা pattern
3• তারপর একদম উপরে 3 line menu তে ক্লিক করুন
4• Face lock টি সিলেক্ট করুন
5• তারপর Start এ ক্লিক করুন সামান্য Database download হবে ( may less than 3 mb)
6•  তারপর Enable Now এ ক্লিক করুন আপনার মুখমণ্ডল বরাবর ফোন টা ধরুন Face Recognize হবে
7•  সর্বশেষ 10bit applock এর হোম-এ চলে যান Screen Lock এর পাশে থাকা lock এবং face চিহ্নিত option দুইটা এনাবেল করে দেন
Unlock method:

Power Button চাপুন তারপর Screen এ একবার Swipe করুন
আপনার Face Reconize করবে
Unlocked

SCREENSHOT





☆ আপনি 7 no. step এর মতো অন্যান্য এপ্স এর জন্যও Face Lock ব্যবহার করতে পারেন

Hint: যখন 10bit applocker টি ব্যাবহার করবেন তখন ডিবাইসের সকল ধরনের Lock বন্ধ রাখলে ভালো হয়

15 thoughts on "Android অপারেটিং সিস্টেম চালিত যেকোন ডিবাইস-এ Face Lock ব্যাবহার করুন (with apps & without apps)"

  1. Tuhin Author says:
    হুম। ভালোই।
    আমি সেটিংস এ যেয়ে ফেস অ্যাড করলাম। কিন্তু পাওয়ার বাটন চাপার পর ফোন টা মুখের সামনে ধরে রেখে কোনো কাজ হচ্ছে না।
  2. mdriaz.rs Contributor says:
    আচ্ছা যদি কোন সময় কোন কারনে চেহারা ভাল করে বুঝা যায় না তখন কি মোবাইলের লক দিয়ে লক খোলা যাবে।
    রাতে ত আর ফেস কাজ করবে না তাই ত।
    1. mohammad parvez Author Post Creator says:
      Pin othoba pattern diye obossoy khola jabe
  3. Max Subscriber says:
    awesome post
  4. Abid Hasan Contributor says:
    আমার ফোনে স্মার্ট লক অপশনটিতে ফেস লক আছে কিন্তু ফেস সেট করে তারপর পাওয়ার বাটন অফ করে অন করলে কাজ করছে না অটোমেটিক পাসওয়ার্ড চাচ্ছে,,ফেস চাচ্ছে না,,,
    1. mohammad parvez Author Post Creator says:
      Password ar option thakbey
      Apni phone ta face borabor dhoren unlock hoye jabe
      Aktu alo thake jate
    2. Abid Hasan Contributor says:
      Hmm…trick…working…
  5. hafizmehedi Contributor says:
    10bit er pro version ki karo kace ace? thakle link den
  6. hafizmehedi Contributor says:
    Superb Post…It,s Working
  7. hafizmehedi Contributor says:
    Superb Post…It,s Working
  8. Labib Author says:
    ফেস লক শুধু ঐ ফোনেই করা যাবে, যে ফোন সাপোর্টেড। আর এই এপস দিয়েও মোটামোটি করা যায়। এই এপস এর রিভিউ আমিই প্রথম করেছিলাম ট্রিকবিডিতে। পোষ্টের লোকিং টা সুন্দর হয়েছে।
  9. A M Contributor says:
    amr 5+ ai to system ta ache ???
  10. Mr no one Contributor says:
    যারা এখানে বলছেন যে আপনার ডিভাইস এ এই অপশনটি থাকা সত্তেও কাজ করছেনা সেই সব ভাইদের বলছি। আমি নিজেও প্রথমে বুঝতে পাছিলাম না। অপশন থাকা সত্তে কেন কাজ হচ্ছেনা। এটা ১০০% কাজ করে। সেটিং করার পড় পাওয়ার বাটন চেপে স্কিন লক করবার পড়……. আবার পাওয়ার বাটন চেপে স্কিন অন করলে আপনার পেটান লক আনলক হয়ে যাবে এবং স্লাইড করতে হবে। আশাকরি এখন বিষয়টা পরিস্কার। এটা ফিংগার লক এর মত নয়। যে স্কিন অফ অবস্থায় সরাসরি হোম স্কিন চলে আসবে। ধন্যবাদ

Leave a Reply