হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই?

আজ কি শিখবো তা তো টাইটেলেই দেখে ফেলেছেন।

হ্যা আজ আমরা দেখবো কিভাবে চুরি বা হারিয়ে যাওয়া ফোনের লোকেশন বের করবেন।

আগেই বলে নেই এই পোষ্টটি শাওমি ফোন উইসার দের জন্য।

এই কাজের জন্য আপনার ফোনে Mi Account যুক্ত থাকতে হবে।

ধরুন সেটি আপনার ফোনে Add করা ছিল এমত অবাস্থায় ফোনটি হারিয়ে গেছে। এখন কি করবেন?

প্রথমে i.mi.com এখানে যান।

তারপর আপনার ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

এখন Find Device এ Click করুুন।

এবার দেখুন আপনার ডিভাইসটি দেখাচ্ছে। ওখানে  click করুন।

 

এবার Location এ ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ।

দেখুন লোকেশন দেখাচ্ছে।

আপনাদের সুবিধার জন্য এই টিউটোরিয়াল নিয়ে একটা ভিডিও বানিয়েছি। চাইলে এখান থেকে দেখতে পারেন।

বিভিন্ন ধরনে টিপস ট্রিক এবং হ্যাকিং এর টিউটোরিয়াল শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন.

আমাদের চ্যানেল  Creators Bangla 

 

 

9 thoughts on "আপনার চুরি হয়ে যাওয়া ফোনটির লোকেশন বের করুন খুব সহজেই!"

  1. JOYGID ROY Contributor says:
    কেউ কি হেল্প করতে পারবেন??

    আমি চারটা পোষ্ট করলাম।
    কিন্তু এখন পর্যন্ত কোনো
    পোস্টই পাবলিক করা হলো না।
    পোষ্ট গুলো চারটাই অনেক Important ছিলো।
    সবার জানা দরকার।

  2. Nisho Contributor says:
    IMEI nuber diye location track korar kono app ache????
  3. sonnasi Subscriber says:
    phn setting er vitor kothao mi account nai. eya ki 3rd party app?
  4. sonnasi Subscriber says:
    phn setting er vitor kothao mi account nai. eya ki 3rd party app?
    1. Samin Sadat Author Post Creator says:
      Eta Xiaomi phone user der jonno
  5. Abdul Monnaf Contributor says:
    ভাই আপনার বাসা কি শাহজাদপুর থানায় নাকি?
  6. Sfsultan Author says:
    Nice post. Kintu eta mone hoy sob device er jonno noi.

Leave a Reply