আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেরি না করে মূল কথায় আসি। স্পাই অ্যাপ বা এই ধরনের অ্যাপএর কথা তো আমারা সবাই জানি। মনে করেন আপনার মোবাইলে কেউ স্পাই অ্যাপ ইন্সষ্টল করে দিয়েছে তাহলে আপনি কিভাবে বুঝবেন। এই অ্যাপটার আবার একটি বিশেষ গুন আছে ইন্সষ্টলের পর এটা হাইড করা যায় যা আপনি সাধারণ ভাবে দেখতে পাবেনা। তাই আমি ফোনে নিজেই স্পাই অ্যাপ ইন্সষ্টল এবং হাইড করে । দেখলাম একমাত্র Application Manager এ পাওয়া যায়। অ্যাপটা দেখতে আমাদের ফোনের কিছু অ্যাপ এর মতোই যেমন:⤵⤵⤵
তো কথা হলো এত গুলোর মধ্যে কোনটা স্পাই অ্যাপ সেটা কিভাবে বুঝবেন।
প্রথমে আপনার আপডেট করা SHARIT এ যাবেন তারপর সেন্ড বাটনে ক্লিক করুন তবে কাউকে কিছু পাঠাতে হবেনা। এবার দেখুন কোনো অ্যাপ ভাইরাস এর মতো দেখাচ্ছে কিনা।দেখালে সেটা নাম কি দেখে নিন এবং Setting ? Application Manager এ গিয়ে ওই নামের অ্যাপটা খুঁজে বের করুন এবং আনইন্সটল করুন। তারপর দেখুন SHARIT · গিয়ে ওই অ্যাপ টা দেখা যায় কিনা। না দেখা গেলে ভালো, দেখা গেলে আপনার ফোনটি বন্ধ করে চালু করুন ইনশাআল্লা কাজ হয়ে যাবে।নিচে বুঝার সুবিধার জন্য স্ক্রিনশট দিলাম⤵⤵⤵
দেখুন কোনো অস্বাভাবিক কোনো অ্যাপ আছে কিনা⤵⤵⤵
থাকলে নাম দেখুন এবং মোবাইল সেটিং এ যান ⤵⤵⤵
অ্যাপ টি খুজোন⤵⤵⤵
⤵
আশা করি বুঝাতে পেরেছি
আজ এই পযর্ন্ত
অন্য কোনো দিন আসবো আর নিয়ে
আসবো মজার মজার সব ট্রিক্স
সবাই ভালো থাকবেন
9 thoughts on "?Sharit দিয়ে খুজে বের করুন আপনার?? ফোনের লুকানো সব স্পাই অ্যাপ বা হাইড সব অ্যাপ?"