ফোন স্লো হয়ে যাচ্ছে! হ্যাং করছে! ! কাজ করছে না বা চার্জ থাকছে না !!! এইসব এখন নিত্যদিনের সমস্যা। তো আজকের এই পোস্টের মাধ্যমে চেষ্টা করব এই সমস্যা গুলি সমাধান করার।

আমি কিছু টিপস ও কয়েকটা অ্যাপ শেয়ার করব। যার মাধ্যমে আশা করি আপনারা এই সমস্যা গুলোর সমাধান করতে পারবেন। আর সেই সাথে রয়েছে বিস্তারিত সহ ভিডিও, চাইলেই পোস্টের নিচ থেকে ভিডিও দেখে নিতে পারেন আর সে অনুযায়ী কাজ করতে পারেন।

আপনার ফোন ফাস্ট রাখার জন্য প্রথমেই কিছু আবশ্যক নিয়ম মেনে চলা আবশ্যক । দেখে নিম নিয়ম গুলো –

১। অতিরিক্ত অ্যাপ – এটাই আমাদের সব চাইতে বড় সমস্যা। আমরা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সকল অ্যাপ ফোনে একবার ইন্সটল করলে সেইটা আর কোন দিন আনইন্সটল করি না।

দেখুন আপনার ফোনে হয়ত অনেক অ্যাপ আছে যেগুলা আপনি মাসেও একবার ইউজ করেন না। ফোনটা হাতে নিন খুজে এই অ্যাপ গুলো এখনিই আনইন্সটল করে দিন। ফোনটা রিস্টার্ট দিন দেখবেন অনেক অনেক ফাস্ট হয়ে গেছে আর চার্জ ও বেশি যাচ্ছে।

আপনারা হয়ত ট্রিকবিডির ৭০% ভিজিটর এই কথাটা জানেন। কিন্তু যে ৩০% জানে না তাদের অনেক উপকার হবে এতে। সো কেউ বাজে মন্তব্য করবেন না। ভাল না লাগলে স্কিপ করে চলে যান।

আমি সাজেস্ট করব, যদি এমন কোন অ্যাপ থাকে যে আপনি সপ্তাহে একবার ইউজ করেন সেই অ্যাপ ও ইন্সটল দিয়ে রাখবেন না। শুধু কাজের সময় ইন্সটল দিবেন।

২। ওয়ালপেপার /লাঞ্চার – আমি খুব অবাক হই যখন কাউকে পোস্ট / ভিডিও করতে দেখি যে “এই লাঞ্চার – সেই লাঞ্চার” ব্লা ব্লা!! !

অতিরিক্ত লাঞ্চার লাইভ ওয়ালপেপার এসব ফোনের গতি কমানো ও চার্জ দ্রুত শেষ করানোর ক্ষেত্রে খুবিই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে ?

যাই হোক, আপনার ফোনেও যদি কোন লাঞ্চার বা লাইভ ওয়ালপেপার থাকে এক্ষুনি সেইটা ডিলিট করে দিন। দেখবেন ফোন দ্রুত কাজ করছে আর চার্জ ও ভাল থাকছে।

৩। ইন্টারনাল স্টোরেজ – আর হ্যা, সব সময় চেষ্টা করবেন – আপনাদের ফোন মেমরি / ইন্টারনাল স্টোরেজ ফাকা রাখার জন্য।

আপনার যাবতীয় ফাইল আপনারা মেমরি কার্ডে রাখবেন আর সেই সাথে ইন্সটল করা অ্যাপ গুলোর মেমরি কার্ডে মুভ করে রাখতে পারেন যদি সেই সিস্টেম থাকে।

তো এই নিয়ম গুলো মেনে চললেই আপনার ফোন আগের চাইতে ফাস্ট কাজ করবে এবং চার্জ ও বেশী থাকবে।

আর এই কাজ গুলোর পাশাপাশি আপনাদের অবশ্যই ভাল কোন ক্লিনার অ্যাপ ইউজ করতে হবে।

আপনারার অনেকেই এসব ক্লিনার অ্যাপ এর বিরুদ্ধে বলতে পারেন, কিন্তু আমি পার্সোনালি সাজেস্ট করব ভাল মানের কোন অ্যাপ ইউজ করার জন্য।

কেননা, মনে করেন আপনার ফোমে যদি ২০ টা অ্যাপ ইন্সটল থাকে তবে সেক্ষেত্রে আপনার পক্ষে এই সব গুলো অ্যাপ বার বার ফোর্স স্টপ করে দেয়া, বা বাকগ্রাউন্ড প্রসেস স্টপ করে দেয়া সম্ভব না আর সম্ভব হলেও সেটা অনেক সময়ের ব্যাপার।

তাই আপনাকে কোন বুস্টার/ক্লিনার অ্যাপ ইউজ করতে হবে।

আমি সাজেস্ট করব আপনারা CM lite, Greenify বা Purify এই তিনটি অ্যাপ এর মধ্যে যে কোন একটি ইউজ করবেন।

সব গুলো অ্যাপ এর কাজ একিই , জাংক ফাইল গুলা ক্লিন করবে, অপ্রয়োজনীয় ফোল্ডার ফাইল ক্লিন করবে, র‍্যাম ক্লিন করবে ইত্যাদি ।

যদিও সব গুলো অ্যাপ একিই রকম, তার পরেও আপনাদের সুবিধার্থে আমি একটি অ্যাপ স্ক্রিনশট সহ ব্যাবহারের নিয়ম দেখিয়ে দিচ্ছি –

দেখুন CM lite অ্যাপ টি কিভাবে ইউজ করবেন?

প্রথমে অ্যাপ টি প্লে স্টোর থেকে ইন্সটল করে নিন। তার পর ওপেন করুন ,কোন পারমিশন চাইলে দিন।


দেখুন, এখান থেকে এই Scan লেখাই ক্লিক করুন। দেখবেন সকল জাংক ফাইল স্ক্যান করে বের করে দিবে।

এবার Clean Junk এ ক্লিক করলে সব জাংক ফাইল ক্লিয়ার হয়ে যাবে। একিই ভাবে এখান থেকে আপনারা ফোন বুস্ট টা করে নিতে পারেন।

সব গুলো অ্যাপ এর কাজ একিই। আর কাজের ধরন ও প্রাই একিই রকম। তাই সব গুলো আর দেখিয়ে দিলাম না।

অ্যাপ গুলো প্লে স্টোর থেকে নিয়ে নিবেন আর যার যেইটা ভাল লাগে ব্যবহার করবেন।

শেষকথাঃ

এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর এই সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য এই আর্টিকেল টি পড়তে পারেন।

এখানে ওয়েব ডিজাইন ছাড়াও এসইও, গ্রাফিক্স ডিজাইন সহ সকল বাংলা কোর্স পেয়ে যাবেন ফ্রিতেই, ধন্যবাদ।

ফেইসবুকে আমি

25 thoughts on "ফোন স্লো হয়ে যাচ্ছে? চার্জ থাকছে না? নিয়ে নিন সমাধান – ফোন হবে সুপার ফাস্ট আর চার্জ ও থাকবে বেশী।"

  1. Avatar photo Sajib deb Author says:
    Er jonno to shareEit app ase…junk file big file sob removed kora jay….ar 90% loker mobile e shareRit ase…so
  2. Avatar photo Arfin Kawsar Contributor says:
    copy post..ai post ar age aro 2 bar kora hoyese..report koren sobai
    1. Avatar photo Abdus Salam Author Post Creator says:
      Apnader moto kisu loker jonno mejaj ta kharap hoye jay, post korar ar isseo thake na… Are vai 2/3 ghonta post likhar por jokhon keu hudai ese bole copy post tokhon kmn lage post korle bujhten…

      Jodi paren proof den kon post theke copy kora.. Dite parle trickbd te post kora bad dibo.. Ar bolen na parle apni ki korben?

    2. Avatar photo Sahariaj Author says:
      প্রমাণ ছাড়া এসব কথা বলা একদমই ঠিক নয় ।প্রমাণ দেন জলদি
    3. Avatar photo Abdus Salam Author Post Creator says:
      হুম ভাই। আমিও দেখতে চাই।
  3. Avatar photo Md Burhan Uddin Contributor says:
    Bhai amar phone 50 % thakte off hoye jai er somodan ase bro not on battery kinsi taio
    1. Avatar photo Abdus Salam Author Post Creator says:
      আপনি ফোনের চার্জ একদম শেষ করেন। ফোন ০% হয়ে অফ হয়ে যাবার পর ওন না করেই চার্জে দিবেন। ১০০% হবার পর খুলবেন। দেখেন কাজ হতে পারে।
  4. Avatar photo Tangible Belal Contributor says:
    Amn kono app nai jeta 7dine akbaro use krinai.. Aktao oprojonio app install to durer kotha file ei nai.
  5. Avatar photo Sazid Hossen Raz Contributor says:
    Good post cary on??
  6. Avatar photo ABUBAKAR CHOWDHURY Contributor says:
    copy post..ai post ar age aro 2 bar kora hoyese..report koren sobai
    1. Avatar photo Abdus Salam Author Post Creator says:
      ফেইক আইডি থেকে একিই কমেন্ট দুইবার না করে, আসল পোস্টের লিংক দিন। আমি নিজেই পোস্ট ডিলিট করে দিব।
  7. Avatar photo SB Contributor says:
    sony xperia l1 kivabe root korbo?????????
  8. Avatar photo A M Contributor says:
    Post Korar age ki search kore dekhechilen eta niye post ache ki na

    very old bro…. 🙂

  9. Avatar photo RIO CHAKMA Author says:
    এর আগেও করা হয়েছে…রিপোর্টেড
  10. Avatar photo blackhat Contributor says:
    Je kono Clean app use kora thik na. Karon oi app tai mobile k hang kore.
  11. Zubaer Ahmed Contributor says:
    ভাই রুট ছাড়া purify এপ চালানো যায়? চালানো গেলে purify. এপ ডাউনলোড লিংক টা দেন।

Leave a Reply