আসসালামু আলাইকুম বন্ধুরা,

কেমন আছেন সবাই? অনেকদিন পর আসলাম আপনাদের মাঝে।

যাই হোক কাজের কথায় আসি। আপনি হয়তো নতুন কোন  ফোন কিনতে চাচ্ছেন শাওমি ব্র‍্যান্ডের , কিন্তু আপনি একটু দিধ্যার মধ্যে আছেন যে কিভাবে জানবো যে দোকানদার আপনাকে ঠকাচ্ছে না তো?

এখনকার সময়ে ব্যাপক হারে রেপ্লিকা ফোন বের হচ্ছে তাই একটু সাবধান না হলেই আপনার টাকা জলে যেতে পারে।

যদি আপনি শওমি ফোন কিনতে চাই তাহলে আপনি কেনার আগেই দেখে নিতে পারেন যে ফোনটি আসল কি না নকল।

এটা দেখার জন্য আপনি ফোনটি কিনবেন তখন দেখবেন ফোনের বক্সে IMEI কোড দেওয়া আছে।

এখন এই লিংক এ যান তারপর দেখবেন নিচের মত একটা পেজ আসবে ।

১ম বক্সে IMEI কোডটা বসান।  ২য় বক্সে ক্যাপচা বসান।  এবার জাস্ট ভেরিফাইতে ক্লিক করুন। যদি আসল ফোন হয়ে থাকে তাহলে ওই ফোনের ইনফরমেশন দেখাবে।  নিচের মত ।

দেখুন ফোনের ইনফরমেশন দেখাচ্ছে।

কেনার পরেও আপনারা চেক করতে পারেন *#06# ডায়াল করলেই আপনার ফোনের IMEI কোডটি পেয়ে যাবেন।  কোডটি ব্যবহার করে ওই একই পদ্ধতিতে  কাজটি করতে পারবেন।

আজ এই পর্যন্তই।  কোথাও কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ফেসবুকে বন্ধুত্তের আমন্ত্রণ রইলো Samin Sadat

4 thoughts on "কিভাবে অরিজিনাল শাওমি ফোন চেক করবেন? ভেরিফাই করে নিন মাত্র ৫ মিনিটে"

  1. OndhoKobi Author says:
    wow! nice post! thanks…..
  2. ibrahim_khalil Contributor says:
    যদি অরিজিনাল না হয় তাহলে কি আসবে সেটা তো দেখালেন না

Leave a Reply