আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই?

আশা করি মহান আল্লাহ্‌ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আজকে আমি আপনাদের দেখাবো- কিভাবে রুটেড অ্যান্ড্রয়েড মোবাইলে ভিপিএন ট্রাফিক ওয়াই-ফাই হটস্পটের মাধ্যমে পিসিতে বা অন্য আরেকটা মোবাইলে ট্রান্সফার করবেন।  [সোজা কথায়- কিভাবে রুটেড সেটের ভিপিএন ইন্টারনেট ওয়াই-ফাইয়ের সাহায্যে আরেক ডিভাইসে ব্যবহার করবেন। ]

তো, চলুন, আর কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি!

১. এই লিঙ্ক অথবা, এখান থেকে “VPN Hotspot” নামের অ্যাপসটি ডাউনলোড করে নিন।

২. ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করুন।  সুপার ইউজার পারমিশন চাইলে গ্রান্ট করুন।

৩. এবার, প্রথমে আপনার ভিপিএন সফটওয়্যারটি কানেক্ট করে নিন।

কানেক্ট হয়ে গেলে “ভিপিএন হটস্পট” অ্যাপটিতে আবারো যান।

৪. “Wi-Fi hotspot (legacy)” বাটনে ক্লিক করুন।  এতে করে আপনার মোবাইলের নরম্যাল ওয়াই-ফাই হটস্পট অপশন-টি চালু হবে।

৫. আপনার মোবাইলের ভিপিএন ট্রাফিক ট্রান্সফার করতে “ভিপিএন হটস্পট” অ্যাপের ap0 (86:9f:b5:90:e7:68

fe80::849f:b5ff:fe90:e768%ap0/

64

192.168.43.1/24 ) এরকম লেখাটির পাশের বাটনে ক্লিক করুন।

ব্যাস! আমাদের কাজ শেষ হয়ে গেল।

এখন, পিসিতে বা অন্য যেকোন ওয়াই-ফাই সাপোর্টেড ডিভাইসে ওয়াই-ফাই চালু করুন এবং আপনার মোবাইলের হটস্পট-টি কানেক্ট করে নির্বিঘ্নে ইন্টারনেট চালান!

দেখুন, ওয়েবপেইজ ব্রাউজ হচ্ছে!-

তো, আজ এ পর্যন্তই!

ফেসবুকে আমিঃ http://facebook.com/aalfaruque1
আমার ওয়েবসাইটঃ www.onusahitya.tk

মা’আসসালাম।

13 thoughts on "এবার মোবাইলের ওয়াই-ফাই হটস্পট এর সাহায্যে ভিপিএনের ইন্টারনেট দিয়ে নির্বিঘ্নে পিসিতে ব্রাউজ এবং ডাউনলোড করুন! [রুটেড অ্যান্ড্রয়েড আবশ্যক]"

  1. Gk_Jahid Contributor says:
    How can i use it without root device
    1. Rejuan Hosain Contributor says:
      Every proxy
  2. Sadikul Islam Contributor says:
    আমার ফোনের মডেল Samsung Galaxy Grand Prime SM-531F এটা কিভাবে রুট করবো ? প্লিজ জানাবেন।
    1. PKRockzzz Contributor says:
      PC lagbe,,Odin diye twrp/cwm flash dite Hobe,,tarpor twrp theke magisk/supersu install korle phone root hoye jabe
    1. Abdullah Al Faruque Author Post Creator says:
      That’s right. It’s somewhat slow.
  3. farhad.saqlain Contributor says:
    ভাই এই ভাবে কি ফ্রিতে চলে না ইন্টারনেট থাকা লাগবে
    1. Abdullah Al Faruque Author Post Creator says:
      জ্বী.. অবশ্যই আপনার ইন্টারনেট ব্যালেন্স থাকা লাগবে!
      এরপর, আপনি মিডিয়াফায়ারের মতো সাইটগুলো থেকে দরকারী ফাইল ডাউনলোড করতে পারবেন।
      যা নরম্যালি ব্লকড দেখায়..
  4. farhad.saqlain Contributor says:
    ভাই লাভ টা কি বুঝতে পারলাম না ,,,,,ওই সমস্যা হলে যে কোন ভিপিন দিয়ে আবার পুনরায় ডাউনলোড করলে হয়ে যাবে
    1. Abdullah Al Faruque Author Post Creator says:
      হ্যান্ডসেটের কানেক্টেড ভিপিএন অ্যাপের ইউজেবল নেট ট্রাফিক পিসিতে মুভ করছেন- এই হলো টোটাল বেনিফিট!

Leave a Reply