আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই?
আশা করি মহান আল্লাহ্ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের দেখাবো- কিভাবে রুটেড অ্যান্ড্রয়েড মোবাইলে ভিপিএন ট্রাফিক ওয়াই-ফাই হটস্পটের মাধ্যমে পিসিতে বা অন্য আরেকটা মোবাইলে ট্রান্সফার করবেন। [সোজা কথায়- কিভাবে রুটেড সেটের ভিপিএন ইন্টারনেট ওয়াই-ফাইয়ের সাহায্যে আরেক ডিভাইসে ব্যবহার করবেন। ]
তো, চলুন, আর কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি!
১. এই লিঙ্ক অথবা, এখান থেকে “VPN Hotspot” নামের অ্যাপসটি ডাউনলোড করে নিন।
২. ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করুন। সুপার ইউজার পারমিশন চাইলে গ্রান্ট করুন।
৩. এবার, প্রথমে আপনার ভিপিএন সফটওয়্যারটি কানেক্ট করে নিন।
কানেক্ট হয়ে গেলে “ভিপিএন হটস্পট” অ্যাপটিতে আবারো যান।
৪. “Wi-Fi hotspot (legacy)” বাটনে ক্লিক করুন। এতে করে আপনার মোবাইলের নরম্যাল ওয়াই-ফাই হটস্পট অপশন-টি চালু হবে।
৫. আপনার মোবাইলের ভিপিএন ট্রাফিক ট্রান্সফার করতে “ভিপিএন হটস্পট” অ্যাপের ap0 (86:9f:b5:90:e7:68
fe80::849f:b5ff:fe90:e768%ap0/
64
192.168.43.1/24 ) এরকম লেখাটির পাশের বাটনে ক্লিক করুন।
ব্যাস! আমাদের কাজ শেষ হয়ে গেল।
এখন, পিসিতে বা অন্য যেকোন ওয়াই-ফাই সাপোর্টেড ডিভাইসে ওয়াই-ফাই চালু করুন এবং আপনার মোবাইলের হটস্পট-টি কানেক্ট করে নির্বিঘ্নে ইন্টারনেট চালান!
দেখুন, ওয়েবপেইজ ব্রাউজ হচ্ছে!-
তো, আজ এ পর্যন্তই!
আমার ওয়েবসাইটঃ www.onusahitya.tk
মা’আসসালাম।
এরপর, আপনি মিডিয়াফায়ারের মতো সাইটগুলো থেকে দরকারী ফাইল ডাউনলোড করতে পারবেন।
যা নরম্যালি ব্লকড দেখায়..