আসসালামু আলাইকুম,
আশা করি ভালো আছেন।


আপনাদের জন্য আজকেও একটি টিপস নিয়ে আসলাম যা আপনাদের অনেক কাজে আসবে।তো চলুন শুরু করা যাক।
• আমরা আমাদের ফোনে অনেক গুরুত্বপূর্ণ আপ্পস,ফটো, ভিডিও,অডিও ইত্যাদি রাখি,, কিন্রু এগুলো কাউকে দেখতে দিতে চাই না বা লুকিয়ে রাখতে চাই।সেজন্য আমরা অনেক ধরনের অ্যাপ ব্যবহার করি।তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি দারুণ অ্যাপ যা দ্বারা ফাইল থেকে শুরু করে সবকিছু লুকিয়ে বা লক করে রাখতে পারবেন।
• নিচ থেকে ডাউনলোড করে নিন :;
• app link::;Timer lock
[b]তারপর এরকম আসবে এখানে আপনি ঘড়ি র কাটাটি দিয়ে আপনার পছন্দের পাসওয়ার্ড দিন ২ বার একই রকমের দিন।মনে রাখবেন::;এই পাসওয়ার্ড টি আপনার পাসওয়ার্ড পরিবর্তন এবং যে যে আপ্পে বা এই আপ্পে প্রবেশ করতে অবশ্যই লাগবে। মনে করেন আপনি পাসওয়ার্ড দিলেন,,, 00:01 তাহলে আপনার পাসওয়ার্ড হবে ০০০1


ঠিক মাঝখানে ক্লিক করুন।

তারপর এরকম আসবে এখানে আসার পর অনেক রকমের পারমিশন চাইতে পারে তো আপনারা সেগুলো দিয়ে দিবেন।নয়তোবা কাজ নাও করতে পারে।

   তো অ্যাপ লক করার জন্য এখানে ক্লিক করুন।

তারপর আপনার আপ্পগুলো সিলেক্ট করুন এবং এখানে ক্লিক করুন।

এখানে দিন এবং দেখুন লক হয়ে গেছে।

এবার আরো কিছু হাইড করার জন্য এখানে।

তো আমি ফটো হাইড করব তাই আমি ফটোতে চললাম।

ফটো সিলেক্ট করলাম এবং এখানে

দেখুন হাইড হয়ে গেছে। এবং সিটিংস এ চলে যান।

সিটিংস গুলো আপনার ইচ্ছে মতো করে নিন। এগুলো দেখাতে গেলে পোষ্টটি অনেক বড় হয়ে যাবে তো আপ্নারা করে নিবেন।





• প্রয়োজনের পাশে ফ্রি ফেসবুকে আমি।

• খারাপ মন্তব্য থেকে বিরত থাকবেন।

ধন্যবাদ সকলকে।

6 thoughts on "আপনার Android ফোনের অ্যাপস, ফটো, ভিডিও, অডিও বা যেকোনো ধরনের প্রয়োজনীয় ফাইল লক করে রাখুন শুধু মাত্র একটি অ্যাপ দিয়ে।সময়ের ভিতরে থাকবে সব কিছু।"

  1. Mr no one Contributor says:
    App hide kora jabe ki? Na shodho lock!

Leave a Reply