হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি DSL Linux Android মোবাইল থেকে চালানোর টিউটোরিয়াল নিয়ে।

Linux সম্পর্কে আমরা কম বেশী সবাই জানি কিন্তু আপনি DSL এর পুরো অর্থ জানেন কি  ?

না জেনে থাকলে সম্পূর্ন ইতিহাস জেনে নিন এবারঃ

DSL এর সম্পূর্ণ রুপ হচ্ছে Damn Small Linux.
এবং জেনে অবাক হবেন যে এই  Linux টি পৃথিবীর সবথেকে ছোট লিনাক্স কার্নেল যার সাইজ মাত্র 50MB

এত ছোট সাইজ বলে হেলা ফেলা করা যাবে না কারন আপনি এতে ইন্সটল করতে পারবেন storage media with small capacities, like bootable business cards, USB flash drives, various memory cards, এবং Zip drives.

তাছাড়াও আপনি অনেক গুলো Build Software পাবেন যেমন ধরুন মজিলা ফায়ারফক্স। সবথেকে ভালো ব্যাপার হলো এটা সম্পূর্ণ Open Source .

DSL Develop করেছেন John Andrews, et al.
DSL মূলত Unix-like OS পরিবারের সদস্য, DSL  Monolithic Linux kernel এর অন্তর্ভুক্ত।

যতটুকু ধারনা করা যায় এই কার্নেল ১৪ বছর আগে প্রকাশ পায় April 13, 2005 সালে।

এবং এর ইন্টারফেস তৈরী করা হয়েছে Fluxbox, JWM এর সংমিশ্রনে।

আর আপনার যদি 16MB Ram এর কোন ডিভাইস থাকে তবে ইন্সটল করে চালাতে পারবেন।

তাদের অফিশিয়াল ওয়েবসাইট ঘুরে আসতে পারেন চাইলে আরো তথ্য যদি জানার আগ্রহ আপনার থাকে
damnsmalllinux

তাহলে অনেক জ্ঞান অর্জন হয়ে গেছে এবার বাদ দেওয়া যাক ইতিহাস,  শুরু করা যাক মূল কাজ।

DSL Linux Android মোবাইলে চালানোর নিয়মঃ

আপনার মোবাইল থেকে DSL চালানোর জন্য নিচের ফাইল গুলো দরকার হবে ডাউনলো করে নিন।

DSL Linux ISO (50MB)
Limbo Pc Emulator (12MB)

ফাইল ২টি ডাউনলোড করা হয়ে গেলে Limbo PC Emulator  Install করে ফেলুন এবং Open করুন।

Limbo PC Emulator এ প্রবেশ করলে Load Machine দেখতে পাবেন New নির্বাচন করুন।
আপনার ইচ্ছা মত নাম দিন।
এবার User Interface এ গিয়ে Display VNC 
Mouse  Tablet Fixed Mouse সিলেক্ট করুন।
বাকীটা চিত্রে দেখে নিন।
এবার আপনার Cpu Model – coreduo নির্বাচন করুন তারপর Ram এ গিয়ে ২০০+ Ram আপনার সাধ্যমত নির্বাচন করুন।
Removeable এ গিয়ে CDROM এর Open এ গিয়ে আপনার ডাউনলোড করা ISO দেখিয়ে দিন বা নির্বাচন করুন।
Boot এ গিয়ে Boot From Device – CDROM নির্বাচন করুন কারন আমরা CDROM এ আমাদের কার্নেল রেখেছি।
Graphics এ গিয়ে Video Display – std করে দিন।
নেট চালাতে চাইলে Network এ গিয়ে User নির্বাচন করুন। এবং সবশেষে উপরে গিয়ে Play বাটন টি চেপে দিন।

 আপনার উপরের চিত্রের মত আসলে কীবোর্ড থেকে Enter চেপে দিন তাহলে কাজ শুরু হবে চালু হওয়ার।

 দেখুন উপরের চিত্রের ন্যায় Loading হবে অপেক্ষা করুন ।

সবশেষে চালু হবে আপনার Damn Small Linux Distro .

নোট: অনেক ডিভাইসে মাউস কাজ করেনা তাই যাদের কাজ করবেনা তারা Bluetooth কিংবা Wifi কিংবা Usb মাউস ব্যবহার করতে পারেন তবে অবশ্যই OTG সাপোর্ট কিনা জেনে নিবেন।

যারা তারপর ও কঠিন মনে করছো তারা আমার ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারো।

তাহলে উপভোগ করুন আপনার Damn Small Linux আপনার Android মোবাইল থেকে।

সবশেষে অফ টপিকঃ
এই DSL Linux নিয়ে সর্বপ্রথম পোষ্ট করেছিলাম ট্রিকবিডিতে তখন সাল ছিলো যতসম্ভব ২০১৫।
যদিও Wapka এখন আর নেই বর্তমানে Trickbd Wp তে চলছে আর সেই পোষ্ট টি Wapka সাইটের সাথেই হারিয়ে গিয়েছে তাই ভাবলাম কেমন হবে সেই পুরানো পোষ্ট টিকে একদম নতুন ভাবে উপস্থাপনা করা জানিনা ভালো লেগেছে কিনা তবে ভালো লাগলে জানাতে ভুলবেন না কিন্তু।

ধন্যবাদ ট্রিকবিডি কর্তৃপক্ষ আপনাদের কিছুটা ছাড়ের কারনে আমার Adsense এর স্বপ্ন পূরন হয়েছে তাই অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ছোট ভাইকে সাহা্য্য করার জন্য।

আর হ্যা চাইলে আমার ছোট্ট ব্লগ থেকে ঘুরে আসিতে পারেন DarkMagician

সবশেষে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন পোষ্টে নতুন কিছু নিয়ে ।

সৌজন্যেঃ Cyber Prince 

9 thoughts on "DSL Linux চালান এবার আপনার Android মোবাইল থেকে বিস্তারিত দেখুন"

  1. JM Sujon Contributor says:
    phone ki root korte hone, naki sob phone e cholbe?
    Phone Hang korbe na to?
    My Device :Symphony i10
    1. Cyber Prince Author Post Creator says:
      Root ছাড়াই চলবে আর Ram সর্বনিম্ন 1GB হলেই হয়।
    2. Nadimmoon Contributor says:
      Atai hacking kora jabea na kechu?
  2. JM Sujon Contributor says:
    কি কি সুবিধা পাব? জানাবেন প্লিজ।।।।
  3. FAIHAD Contributor says:
    Good Post
    ভাই এটা ইউজ করব কেমনে তা নিয়ে একটা পোষ্ট করবেন
  4. NazmulNahid Contributor says:
    Vai subidha kmn pabo janale valo hoto….ki ki kaj kora jabe?
  5. Murad Hasan 55 Contributor says:
    vai, plz gta 5 android e download korar post den.
  6. Jk3r Contributor says:
    vro kaj korteche nah start dei r limbo apk theke ber hoiya jay?plz help
  7. Jk3r Contributor says:
    ram mb problem help

Leave a Reply